অর্ধগলিত লাশ
মেহেরপুরে পুকুর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মেহেরপুর সরকারি কলেজের পুকুর থেকে মঙ্গলবার সকালে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মুসলিমা খাতুন (৪০) শহরের স্টেডিয়াম পাড়ার জিয়ারুল ইসলামের স্ত্রী।
নিহতের পরিবারের লোকজন জানান, মুসলিমা বিভিন্ন দোকানে কাজ করে জীবিকা চালাতেন। গত রবিবার কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় নিজ বাসায় হিন্দু নারীর লাশ উদ্ধার
সদর থানার পরিদর্শক (তদন্ত) জুলফিকার আলী জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে মুসলিমার পরিবার তার লাশ শনাক্ত করে। মুসলিমা খাতুন মৃগীরোগী ছিল বলে পরিবার দাবি করেন।
আরও পড়ুন: ফুলবাড়ীতে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
তিনি জানান, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর জানা যাবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু।
১৩৪০ দিন আগে