ট্রলির ধাক্কা
পাবনায় ট্রলির ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
পাবনার সাঁথিয়ায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের মহিষকোলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার শেরপুরের পুকুরা পাড়া এলাকার মৃত বাদশার ছেলে মো. মামুন হোসেন (৩২) ও পাবনার আমিনপুর থানার চর কান্দি এলাকার প্রশান্ত মিস্ত্রীর স্ত্রী ননিতা রাণী (৪৫)। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, সিএনজিটি পাবনার কাশীনাথপুর থেকে যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিল। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে ইটবোঝাই করা একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত এবং দুইজন আহত হন।
তিনি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রলিসহ চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৩৪২ দিন আগে
কুড়িগ্রামে ট্রলির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, চালক আটক
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় বাবা ও তার ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলির চালককে আটক করেছে।
রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চাঁদের বাজার নামক স্থানে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নড়াইলে ট্রলির ধাক্কায় মাদরাসাছাত্র নিহত
নিহত শিশু মাসুদ রানা (৯) ও বাবা একরামুল উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা।
আটক চালক মিলন বাবু পাশ্ববর্তী নাগেশ্বরী উপজলার এগারো মাথা এলাকার মোকছেদুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে শিশু মাসুদ রানা ও বাবা একরামুল বাইসাইকেল করে ঈদের মার্কেট করার জন্য ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় উপজেলার সদর ইউনিয়নের চাঁদের বাজার নামক স্থানে পৌঁছালে বাইসাইকেলের পিছনে ইট বোঝাই ট্রলিটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু মাসুদ রানা মারা যায় এবং তার বাবা মারাত্মক আহত হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান।
এদিকে বিকাল ৩টায় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বাবা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
চাঁদপুরে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
৯৩৯ দিন আগে
নড়াইলে ট্রলির ধাক্কায় মাদরাসাছাত্র নিহত
নড়াইলের কালিয়ায় বালিবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে ইসমাইল শেখ নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে নড়াইল-কালিয়া সড়কের আটলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল শেখ কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামের ফুরকান শেখের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার ছাত্র।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসমাইল শেখ সাইকেল চালিয়ে বাড়ির পাশে রাস্তায় উঠার সময় নড়াইল অভিমুখী একটি বেপরোয়া গতির বালিবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। তখন ইসমাইল সড়কে ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দিকে স্থানীয়রা ট্রলিটিকে আটক করলেও চালক ট্রলিটি ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে, তবে চালক পালিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: রূপসায় ইটবাহী ট্রলির ধাক্কায় কলেজের অধ্যক্ষ নিহত
ট্রলির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত
১১০০ দিন আগে
রূপসায় ইটবাহী ট্রলির ধাক্কায় কলেজের অধ্যক্ষ নিহত
খুলনার রূপসায় ইটবাহী ট্রলির ধাক্কায় স্থানীয় চাঁদপুর কলেজের মো. রফিকুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২ টায় উপজেলার আলাইপুর সেতুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলিচালককে আটক করেছে পুলিশ।
আটক ইয়াজুল মল্লিক একই জেলার মহিষাগুনি উপজেলার আজগর মল্লিকের ছেলে।
আরও পড়ুন: ট্রাক ও মাইক্রোবাসের চাপায় নিহত ২, আহত ১০
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, ১২ টার দিকে নিহত রফিকুল ইসলাম বাড়ির দিকে ফিরছিলেন। দুপুর ১২ টার দিকে তিনি আলাইপুর ব্রিজ সংলগ্ন ওয়াপদার মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী ইটবোঝাই একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা ঘাতক ট্রলি ও চালককে আটক করে পুলিশে সোর্পদ করে।
আরও পড়ুন: বাগেরহাটে কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্র নিহত
চট্টগ্রামে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ১১
১২০৫ দিন আগে
নড়াইলে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৯ মে) মধ্যরাতে চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম মোল্যা (৪৫) নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামের শরীফপাড়া গফফার মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ব্যবসায়ী শামীম মোল্যা মোটরসাইকেলে যোগে নড়াগাতি থেকে চুনখোলা যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা পৌঁছালে বিপরীতমুখী ধান বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী শামীম ও চালক মারাত্মক আহত হন। পরে শামীমকে উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত মোটরসাইকেল চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা দুর্ঘটনায় শামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে তাকে আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে একই স্থানে ফের সড়ক দুর্ঘটনা, আহত ২
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যূ
১৩৫০ দিন আগে
খুলনায় ট্রলির ধাক্কায় কলেজছাত্রী নিহত
খুলনার রূপসায় ট্রলির ধাক্কায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলাইপুর ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুথী পাল (১৭) উপজেলার পিঠাভোগ ইউনিয়নের বাসিন্দা বিশ্বজিত পালের মেয়ে ও রূপসা বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী।
আরও পড়ুন: গাছের সঙ্গে ধাক্কায় চালকের সহকারী নিহত, আহত ২
রূপসা থানার পরিদর্শক (এসআই) মো. তারেক খুলনা জানান, যুথী পাল সকালে কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে ১০টার দিকে হেঁটেই আলাইপুর ব্রিজ পার হওয়ার সময় বিপরীতদিক থেকে আসা একটি ইটবাহী ট্রলি তাকে ধাক্কা দিলে রাস্তার ওপরে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক ট্রলি ও চালক ইয়ামিন শেখকে আটক করেছে পুলিশ।
১৩৬৫ দিন আগে