শিকাগো
বায়ুদূষণে আজ লাহোরের দারুণ উন্নতি, শীর্ষ পাঁচে শিকাগো
এক মাসেরও বেশি সময় ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশের প্রধান দুই শহর ঢাকা ও দিল্লির বায়ুদূষণ কমে এলেও প্রায় পুরোটা সময়জুড়েই বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর কাতারে অবস্থান করছিল পাকিস্তানের লাহোর। তবে আজ সকালে সেই অবস্থা থেকে প্রভূত উন্নতি হয়েছে শহরটির।
বুধবার (৬ আগস্ট) সকাল সোয়া ৯টায় গতানুগতিক সময়ের তুলনায় লাহোরের বাতাসের দূষণ কমেছে প্রায় ১০০ পয়েন্ট। শহরটির একিউআই স্কোর যেখানে প্রতিনিয়ত দেড়শ’র আশপাশে থাকে, সেখানে আজ সকালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৬৮-তে। দূষণের এই মাত্রা নিয়ে আজ দিল্লির (৭৫) চেয়েও ভালো অবস্থানে রয়েছে লাহোর। ‘মাঝারি’শ্রেণিতে থাকলেও শহরটির বাতাস ভালোর কাছাকাছি চলে এসেছে।
এদিকে, এই সময়ে দূষিত বায়ুর শীর্ষ পাঁচ শহরের মধ্যে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো। কানাডার দাবানলের ধোঁয়ায় শহরটির দূষণের স্কোর ছিল তখন ১১৮, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। এই স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকার পঞ্চম স্থানে ছিল শিকাগো।
এ ছাড়া, ১২৭, ১৩৪, ১৬৪ ও ১৭১ একিউআই স্কোর নিয়ে শিকাগোর উপরের চারটি স্থানে ছিল যথাক্রমে কাতারের দোহা, ইন্দোনেশিয়ার জাকার্তা, বাহরাইনের মানামা ও কঙ্গোর কিনশাসা।
আরও পড়ুন: বৃষ্টিতে ঢাকার বাতাসে উন্নতি, দাবানলের ধোঁয়ায় আজও কানাডার বাতাসে দূষণ
অন্যদিকে, ৬৩ একিউআই স্কোর নিয়ে ‘মাঝারি’ শ্রেণিতেই অবস্থান করছে ঢাকা। ওই সময় শহরগুলোর তালিকার ৩৬তম স্থানে ছিল বাংলাদেশের রাজধানী।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১২১ দিন আগে
যুক্তরাষ্ট্রে প্যারেডে হামলা: সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ
যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্বাধীনতা দিবসের প্যারেডে ৭০ রাউন্ডের বেশি গুলি ছোঁড়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২০১৯ সালে তার বাড়িতে কর্তৃপক্ষকে দুবার ডাকা সত্ত্বে গুলির জন্য ব্যবহৃত উচ্চ ক্ষমতার রাইফেলসহ বৈধভাবে পাঁচটি আগ্নেয়াস্ত্র কিনেছিল।
লেক কাউন্টি স্টেটের অ্যাটর্নি এরিক রিনহার্ট বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি যদি ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়, তবে প্যারোলের সম্ভাবনা ছাড়াই বাধ্যতামূলক যাবজ্জীবন কারাদণ্ড পাবেন।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আরও কয়েক ডজন অভিযোগ আনা হবে।
লেক কাউন্টি মেজর ক্রাইম টাস্ক ফোর্সের একজন মুখপাত্র বলেছেন, সন্দেহভাজন বন্দুকধারীকে সোমবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। একটি বাণিজ্যিক ভবনের ওপর থেকে স্বাধীনতা দিবসের প্যারেডে জড়ো হওয়া ভিড়ের মধ্যে ৭০ রাউন্ডের বেশি গুলি ছোঁড়ে। বন্দুকধারী ‘এআর-১৫ এর মতো’ একটি রাইফেল ব্যবহার করেছে।
টাস্ক ফোর্সের মুখপাত্র ক্রিস্টোফার কোভেলি বলেছেন, সোমবারের ওই ঘটনায় আহত আরও একজন মঙ্গলবার মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা সাত জনে দাঁড়িয়েছে। এছাড়া হামলায় আরও তিন ডজনেরও বেশি লোক আহত হয়েছেন।
তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা করেছিল এ হামলা ঘটানোর জন্য।
পরিবারের একজন সদস্যের কলের পর পুলিশ সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে যাওয়ার তিন বছরেরও কম সময়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটে।
কোভেলি বলেন, সন্দেহভাজন ব্যক্তি গত বছরের মধ্যে ইলিনয়ে হামলায় ব্যবহৃত রাইফেলটি বৈধভাবে কিনেছেন। সব মিলিয়ে পুলিশ বলছে, সে পাঁচটি আগ্নেয়াস্ত্র কিনেছে, যেগুলো তার বাবার বাড়িতে অফিসাররা উদ্ধার করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কাছে সোমবার (৪ জুলাই) স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় শিকাগোর হাইল্যান্ড পার্ক এবং আশেপাশে কয়েকঘণ্টা অভিযানের পর সোমবার গভীর রাতে সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
পড়ুন: যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে হামলা, নিহত ৬
১২৪৮ দিন আগে
যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে হামলা, নিহত ৬
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কাছে সোমবার (৪ জুলাই) স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে একজন বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় শিকাগোর হাইল্যান্ড পার্ক এবং আশেপাশে কয়েকঘণ্টা অভিযানের পর সোমবার সন্ধ্যায় একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটি ধ্বংসাত্মক কাজ। আমেরিকার একটি উদযাপন আমাদের অনন্য আমেরিকান দ্বারা বন্ধ হয়ে গেছে।’
প্যারেড অনুষ্ঠানের পাশের একটি ভবনের ছাদ থেকে ওই বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালান বলে পুলিশ জানিয়েছে। এ সময় রক্তাক্ত অবস্থায় অনেকে পালিয়ে যায়।
হাইল্যান্ড পার্কের বাসিন্দা বারবারা হার্ট বলেন, ‘এখানে কোনও নিরাপদ জায়গা নেই।’
তিনি গুলির ভয়ে প্যারেড থেকে দূরে ছিলেন, তবে পরে তার বাড়ি থেকে বেরিয়ে পড়েন।
হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সন্দেভাজন ২২ বছর বয়সী যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করছে।
পড়ুন: যুক্তরাষ্ট্রের নেওয়ার্কে গুলিবিদ্ধ হয়ে আহত ৯
ভারতে বাস খাদে পড়ে নিহত ১৬
১২৪৯ দিন আগে
কাল পালিত হবে ঐতিহাসিক মে দিবস
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রবিবার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মে দিবস পালিত হবে।
শ্রমঘণ্টা কমিয়ে দৈনিক আট ঘণ্টা করার দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রাস্তায় নেমে আসা শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের স্মরণে প্রতি বছর মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করা হয়।
দিনটি বাংলাদেশে সরকারি ছুটির দিন।
এ বছর মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
আরও পড়ুন: বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি
রাষ্ট্রপতি হামিদ দেশের শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে উন্নয়ন সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য, উৎপাদন বাড়ানোর জন্য সরকারের সঙ্গে শ্রমিক ও নিয়োগকর্তাদের ভাল সম্পর্ক বজায় রাখতে আরও নিবেদিত হতে হবে।’
প্রধানমন্ত্রী তার বাণীতে শ্রমজীবী মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও সোনার বাংলা গড়তে সকলের প্রতি আহ্বান জানান।
দিনটির গুরুত্ব তুলে ধরে টেলিভিশন ও রেডিও স্টেশনগুলোতে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং পত্রিকাগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য ১৮৮৬ সালের ১ মে দৈনিক ১২ ঘণ্টার পরিবর্তে আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে শ্রমিকরা বিক্ষোভ করে। বিক্ষোভে পুলিশ গুলিবর্ষণ করলে ১০ শ্রমিক নিহত হন। উত্তাল সেই আন্দোলনের মুখে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে দিতে বাধ্য হয় এবং বিশ্বব্যাপী কর্মঘণ্টা দৈনিক আট ঘণ্টা চালু করা হয়।
১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সমাবেশে ১ মে’কে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর থেকে বিশ্বব্যাপী এ দিনটি পালিত হচ্ছে।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের অবস্থান কর্মসূচি
১৩১৪ দিন আগে