খেরসন
ইউক্রেনের কাখোভকা বাঁধ ধ্বংস, নিহতের সংখ্যা বেড়ে ১৭
ইউক্রেনের কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ধ্বংস এবং খেরসন অঞ্চলে তীব্র বন্যার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
মঙ্গলবার আঞ্চলিক সরকারের প্রধান আন্দ্রেই আলেক্সিয়েঙ্কো এ কথা জানিয়েছেন।
আলেক্সিয়েঙ্কো এক টেলিগ্রাম পোস্টে বলেন, আজ সকালে হোলা প্রিস্তান শহরে ১২ জন এবং ওলেশকি শহরে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার আহ্বান চীনের
ওই কর্মকর্তা আরও জানান, যোগাযোগের সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, বিশেষ করে ওলেশকি ও হোলা প্রিস্তান শহরে।
গত ৬ জুন কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে চালানো এক হামলায় বাঁধটি ভেঙে পড়ার পর ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে সেখানকার হাজার হাজার বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হয়।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের সমালোচনা করায় শিক্ষার্থীর ৮ বছরের কারাদণ্ড
ইউক্রেনে যুদ্ধ ও দুর্যোগে ২০২২ সালে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৭১ মিলিয়ন: প্রতিবেদন
৯০৬ দিন আগে
ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত, স্বাক্ষর করলেন পুতিন
ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করার আইনে বুধবার স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এটি এমন একটি পদক্ষেপ যা আন্তর্জাতিক আইনের অমান্য করে সম্মিলিতকরণকে চূড়ান্ত করে।
এই সপ্তাহের শুরুতে রাশিয়ান পার্লামেন্টের উভয় কক্ষ দোনেস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝঝিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ করার চুক্তি অনুমোদন করে।
এর আগে ইউক্রেন থেকে দখল করা এই চার অঞ্চলে গণভোট আয়োজনের পর রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দেন পুতিন।
তবে রাশিয়ার এই কর্মকাণ্ডকে পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেন প্রত্যাখ্যান করেছে।
পড়ুন: রাশিয়ার ৩টি তেল শোধনাগারের নিয়ন্ত্রণ নিল জার্মানি
জ্বালানির মূল্যবৃদ্ধি, কম দামে রাশিয়ার তেল কেনার কথা ভাবছে ইন্দোনেশিয়া
রাশিয়া অধিকৃত ডনবাসে শ্রমিক পাঠাতে পারে উ. কোরিয়া
১১৫৭ দিন আগে
‘ইউক্রেনের খেরসনকে স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে রাশিয়া’
মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছে যে রাশিয়া এই মাসের শেষের দিকে পূর্ব ইউক্রেনের বড় অংশ নিজেদের অধীনে করার পরিকল্পনা করছে।
সোমবার ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার মার্কিন রাষ্ট্রদূত মাইকেল কার্পেন্টার এ কথা বলেছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ক্রেমলিনও দক্ষিণের শহর খেরসনকে একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে।
তিনি আরও বলেছেন, কোনো পদক্ষেপই যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের দ্বারা স্বীকৃত হবে না।
আরও পড়ুন: ইউক্রেনের খারকিভ থেকে ‘পুতিনের সমর্থক’ আটক
কার্পেন্টার বলেছেন, রাশিয়া তথাকথিত ডোনেটস্ক ও লুহানস্ক জনগণের প্রজাতন্ত্রে জাল গণভোট আয়োজনের পরিকল্পনা করছে যা সংস্থাগুলোকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করবে।
তিনি উল্লেখ করেছেন যে সেখানকার মেয়র এবং স্থানীয় বিধায়কদের অপহরণ করা হয়েছে। তাছাড়া ইন্টারনেট ও সেলফোন পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে।
কার্পেন্টার বলেছেন, অঞ্চলটিতে রাশিয়ান স্কুল পাঠ্যক্রম শিগগিরই আরোপ করা হবে।
এদিকে ইউক্রেন সরকার বলেছে, রাশিয়া সেখানে মুদ্রা হিসেবে রুবেল চালু করেছে।
আরও পড়ুন: ইউক্রেন সফরকালে নাগরিকদের ওপর হামলায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা
১৩১২ দিন আগে