কামারখন্দ
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) উপজেলার তাজুরপাড়া রেলওয়ে ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান সরকার বলেন, ভোরে অজ্ঞাত এক ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
সকালে স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দেন।
তিনি বলেন, দুপুরের দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ নিহত ৪
চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
৯৫২ দিন আগে
সিরাজগঞ্জে পুলিশ মনে করে নদীতে ঝাঁপ, যুবকের মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে পুলিশ মনে করে নদীতে ঝাঁপ দিয়ে কচুরিপানায় আটকে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বলরামপুর এলাকায় হুরা সাগর নদী থেকে তার লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।
নিহত মো. আনিসুর রহমান (৩০) উপজেলার কর্ণসূতি গ্রামের রেজাউল করিমের ছেলে।
আরও পড়ুন: বিএসএফের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ১১ দিন পর লাশ উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বলরামপুর বাজারে হোটেলে খাওয়ার সময় অপরিচিত কয়েক ব্যক্তির সঙ্গে আনিসুরের কথা কাটাকাটি হয়। এ সময় আনিসুর তাদের পুলিশ মনে করে পালানোর উদ্দেশ্যে হুরাসাগর নদীতে ঝাঁপ দেন। কিন্তু তখন নদীতে প্রচুর কচুরিপানা থাকায় তাতে আটকে মারা যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে তার লাশ উদ্ধার করেন।
নিহতের চাচা রফিক মণ্ডল বলেন, ৭ ফেব্রুয়ারি আনিসুরের ঘরের পেছন থেকে সালেহা খাতুন নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মৃত সালেহার ভাইয়েরা আনিসুরকে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দিয়েছিল। সেই আতঙ্কে মাসখানেক ধরে শ্বশুরবাড়ি পালিয়ে থাকেন আনিসুর। বুধবার (৭ মার্চ) হঠাৎ করে অচেনা কেউ তার খোঁজ নিতে এলে সে পুলিশ ভেবে দৌঁড়ে নদীতে ঝাঁপ দিয়ে কচুরিপানায় আটকে মারা গেছেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, নদীতে ঝাঁপ দেয়া আনিসুরের বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট নেই। তাকে পুলিশ ধাওয়া দেয়নি।
তিনি আরও বলেন, খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দুই হাতে দুই মেয়েকে ধরে নদীতে ঝাঁপ দিলেন মা!
সিলেটে দুই অটোরিকশাচালকের মারামারিতে একজনের মৃত্যু
১০০৩ দিন আগে
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ঢাকা-ঈশ্বরদী রেলপথের আলোকদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জমিলা বেগম (৫০) ওই গ্রামের সামছুল হক তালুকদারের স্ত্রী।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ মৃধা এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে কামারখন্দ উপজেলার আলোকদিয়া এলাকায় জমিলা রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পরিবারের সদস্যরা তার লাশ নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে চবি’র সাবেক শিক্ষকের মৃত্যু
১০২৪ দিন আগে
সিরাজগঞ্জে ভিজিএফের চাল উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কামারখন্দ হাটের দুটি দোকানে অভিযান চালিয়ে ভিজিএফ’র এক হাজার ৯৫০ কেজি চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভিজিএফ এর চাল উদ্ধারের পর তা জব্দ করেন।
আরও পড়ুন: ঈদ উপলক্ষে ১ লাখ ৩০০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ
এব্যাপারে ইউএনও মেরিনা সুলতানা জানান, ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষের জন্য বরাদ্দ দেয়া ভিজিএফের চাল বিতরণ না করে কামারখন্দ হাটের আল মাহমুদ এবং আব্দুল হান্নানের দোকানে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক এক দোকান থেকে ১৭ এবং ২২ বস্তা করে চাল জব্দ করা হয়।
এ ঘটনায় দোকান মালিক আল মাহমুদ ও হান্নানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
১২৪৬ দিন আগে
সিরাজগঞ্জে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা!
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গলায় দড়ি দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার ধোপাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজওয়ান হোসেন (২১) একই গ্রামের অদুত সরকারের ছেলে।
আরও পড়ুন: পরকীয়ার জেরে মাগুরায় গৃহবধূর আত্মহত্যা
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, শুক্রবার সকালে ওই যুবক ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
১৩০৯ দিন আগে