পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
আইএএফএম ১৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবে
২০২২ সালে ১৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম)।
এ বছরের মে মাস থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য একটি স্ক্রিপ্ট ল্যাবের আয়োজন করে এবং ল্যাবে জমা পড়া ২০টি আইডিয়া থেকে ট্রিটমেন্টের যাত্রা শুরু হয়েছে।
ইউরোপিয়ান ফিল্ম একাডেমির সদস্য ও ইতালির প্রখ্যাত চিত্রনাট্যকার জিওভানি রোবিয়ান ল্যাবটির প্রশিক্ষক ছিলেন। প্রশিক্ষণ শেষে চূড়ান্ত চিত্রনাট্য রচনার জন্য ১৩টি ট্রিটমেন্ট বেছে নেন তিনি।
আরও পড়ুন: রাজধানীতে বসবে লালন ‘স্মরণোৎসব’ ও সাধু মেলার ৩১তম আসর
বাংলাদেশ থেকে চিত্রনাট্যগুলো লিখবেন পার্থগুপ্ত, এন রাশেদ চৌধুরী, তৌহিদুল আলম, তায়রান রাজ্জাক, মনির হোসেন, আমিন রবিন, মেহেদী মুস্তফা, জগন্ময় পাল, অনার্য মুর্শিদ ও সন্দীপ বিশ্বাস।
ভারত থেকে লিখবেন নন্দিতা পাল, সুদীপ্ত কুন্ডু ও ভিবেক পোদ্দার।
ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার পরিচালক বিবেশ রায় বলেন, ২০ অক্টোবর থেকে শুরু হওয়া জিওভানির প্রত্যক্ষ প্রশিক্ষণ ও পরামর্শে স্ক্রিপ্ট ডেভলপমেন্ট কর্মশালায় অংশগ্রহণ করে নির্বাচিত ১৩টি ট্রিটমেন্ট পূর্ণাঙ্গ চিত্রনাট্যে রূপ পাবে।
আরও পড়ুন: টিআইসিতে তির্যকের নাটক রবীন্দ্রনাথের ‘রাজা’
স্ক্রিপ্ট ল্যাবে অংশগ্রহণকারী আইএএফএমের ফেলো চলচ্চিত্রকার অনার্য মুর্শিদ বলেন, ট্রিটমেন্ট থেকে নির্বাচিত চিত্রনাট্যগুলো ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে ও আন্তর্জাতিক কো-প্রোডাকশনের অর্থায়নে আগামী বছর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ লাভ করবে।
১৫০৬ দিন আগে
মহারাষ্ট্রের শর্ট ফিল্ম ফেস্টিভালের জুরি হলেন মনজুরুল ইসলাম মেঘ
ভারতের মহারাষ্ট্র প্রদেশের আওরাঙ্গবাদে অনুষ্টিতব্য রোশানী ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালের জুরি হয়েছেন বাংলাদেশ সরকারের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানপ্রাপ্ত চিত্রনাট্যকার ও চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।
১৯৪৫ দিন আগে
‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র স্পন্সর করছে সিকদার গ্রুপ
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ নির্মাণে পাঁচ কোটি টাকা স্পন্সর করছে সিকদার গ্রুপ।
২১৫৪ দিন আগে