ফাইলপত্র
খুলনা দুদক কার্যালয়ে আগুন, পুড়ে গেছে ফাইলপত্র
দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ে আগুন লেগে বেশ কিছু ফাইল ও আসবাবপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুদকের ডিএডি কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বিকাল ৫টায় অফিস ছুটি হওয়ায় বেশির ভাগ কর্মী অফিস ত্যাগ করে বাসায় চলে গিয়েছিল। হঠাৎ ৩য় তলায় শব্দ এবং পরে ধোয়া দেখে পাশেই দমকল বিভাগে খবর দেয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দরজার তালা এবং জানালার কাচঁ ভেঙে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে আলমারিতে থাকা মূল্যবান ফাইলপত্র বিনষ্ট হয়েছে বলে তিনি জানান।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আজিজুর রহমান জানান, ৬টি কক্ষর ফাইলপত্র সব পুড়ে গেছে। দমকল বিভাগ দ্রুত আসায় আগুন ছড়াতে পারেনি।
পড়ুন: চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন
১২৮২ দিন আগে