য় ঢাকা খুলনা মহাসড়ক
গোপালগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংর্ঘষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার রাত সোয়া ৯টায় ঢাকা খুলনা মহাসড়কের বেদগ্রাম হাজী বাড়ি মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গোপালগঞ্জের পৌরসভার বেদগ্রামের মৃত কানছু চৌধুরীর ছেলে মজনু চৌধুরী (৪৮) ও একই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে জাকির মোল্লা (৫৮)। পেশায় তারা রাজমিস্ত্রি।
আহত শিবু বিশ্বাস (৫০) ওই গ্রামের বাসিন্দা ও হাজী নাদের আলী সাদেক আলী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেলের আরোহি নিহত
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মো. আরিফুল হক জানান, শনিবার মোটরসাইকেলে করে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে বেদগ্রাম খালপাড়া সংযোগ সড়ক থেকে ঢাকা-খুলনা মহাসড়কে পৌঁছায়। এই সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মজনু চৌধুরী ও জাকির মোল্লা নিহত হন।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
তিনি জানান, খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে আহত শিবু বিশ্বাসকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
১২৭৯ দিন আগে