বেনাপোল
বেনাপোলে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন থেকে বিদেশি সিগারেট মদ জব্দ
যশোরের বেনাপোল রেলস্টেশনে ভারত থেকে খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মদ, প্রসাধনী ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাস্টমস কর্তৃপক্ষ এসব পণ্য জব্দ করে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: বেনাপোলে বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আবদুর রশিদ মিয়া জানান, সকাল ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সহায়তায় তারা ট্রেনে অভিযান চালায়।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে যাত্রীদের ফেলে যাওয়া বিভিন্ন লাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মদ, থ্রি-পিস সেট, শাড়ি, প্রসাধনী, খাদ্য সামগ্রী এবং ৭০ লাখ টাকার অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে।
র্যাব-৬ এর কমান্ড্যান্ট এম নাজিউর রহমান জানান, চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আর পড়ুন: ব্রাজিলের পতাকাবাহী অটোরিকশায় ৫৭ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ২
বেনাপোলে এক কোটি টাকা সমমূল্যের স্বর্ণের বার উদ্ধার
বেনাপোলে এক কেজি ১৬২ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
মঙ্গলবার ভোররাতে সাদিপুর সীমান্ত থেকে এক কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল সীমান্তের চেকপোস্ট সাদিপুর সড়কের ব্রিজের পাশে এক ব্যক্তিকে ধাওয়া করে।
আরও পড়ুন: নাটোরে স্যান্ডেলের ভেতর থেকে ২১ লাখ টাকার হেরোইন জব্দ, নারীসহ গ্রেপ্তার ২
তিনি আরও বলেন, পুলিশের ধাওয়া খেয়ে সাদা কসটেপে মোড়ানো অবস্থায় একটি প্যাকেট ফেলে পালিয়ে যায় পাচারকারী। পরে কসটেপ খুলে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ১৬২ গ্রাম। উদ্ধার স্বর্ণের মূল্য এক কোটি টাকা।
উদ্ধার স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা দেয়া হবে বলে ওসি জানান।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২
রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি যাওয়া মালামাল জব্দ, গ্রেপ্তার ১
শুল্কায়ন মূল্য বাড়িয়ে দেয়ায় বেনাপোল বন্দরে ৪২ ট্রাক চিনি আটকে আছে
মূল্য সংক্রান্ত জটিলতায় বেনাপোল বন্দরে ২৮ দিন ধরে আটকা পড়ে আছে এক হাজার ২৫০ মেট্রিক টন চিনিবাহী ৪২টি ভারতীয় ট্রাক। এর ফলে ট্রাকের ডেমারেজসহ বন্দরের চার্জ নিয়ে বিপাকে পড়েছে আমদানিকারক প্রতিষ্ঠান।
তবে কাস্টমসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গত বছরের ২৫ ডিসেম্বর ভারত থেকে ৬টি চালানে ৮৪টি ভারতীয় ট্রাকে দুই হাজার ৫০০ মেট্রিক টন চিনি বেনাপোল বন্দরে আসে।
আরও পড়ুন: রাজধানীতে বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত: চালক ও হেলপার আটক
এর মধ্য তিনটি চালানে এক হাজার ২৫০ মেট্রিক টন (৪২ ট্রাক) চিনি সরকার নির্ধারিত ট্যারিফ মূল্যে শুল্কয়ন করার পর খালাস দেয়া হয়।
পরে বাংলাদেশ সুগার রিফাইনারি অ্যাসোসিয়েশন কম মূল্যে শুল্কায়নের অভিযোগ তুলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে বাকি তিন চালান বন্দরে আটকা পড়ে যায়।
সেই থেকে এখনো আমদানিকৃত চিনি বোঝাই ভারতীয় ট্রাকগুলো বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে দাঁড়িয়ে আছে। এসব ট্রাকের চালক ও হেলপাররা বন্দরের মধ্যে ট্রাকের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।
চিনির আমদানিকারক সেতু এন্টারপ্রাইজের প্রতিনিধি সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আবদুল লতিফ বলেন, ‘ছয়টি চালানের মধ্যে তিনটি চালান সরকার নির্ধারিত ট্যারিফ মূল্য পরিশোধ করে খালাস করেছি। কিন্তু সুগার রিফাইনারি অ্যাসোসিয়েশন হঠাৎ আমদানি মূল্য কম দেখানোর অভিযোগ তোলায় কাস্টমস কর্তৃপক্ষ ট্যারিফ মূল্য বাড়িয়ে দিয়েছে। এতে বাকি তিনটি চালানের চিনি খালাস করতে পারছি না। প্রতিদিন ভারতীয় ট্রাকপ্রতি দুই হাজার টাকা করে ডেমারেজ দিতে হচ্ছে। এছাড়াও বন্দরের চার্জ রয়েছে। দ্রুত সমাধান না হলে আমদানিকারক লাখ লাখ টাকা ক্ষতির মধ্যে পড়বেন।’
তিনি আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতি মেট্রিক টন চিনি ৪৩০ মার্কিন ডলারে শুল্কায়ন মূল্য নির্ধারণ (ট্যারিফ মূল্য) করে দিয়েছে চলতি বাজেটে। কিন্থু বাংলাদেশ সুগার রিফাইনারি অ্যাসোসিয়েশনের অভিযোগের পর কাস্টমস কর্তৃপক্ষ প্রতি মেট্রিক টন ৫৭০ ডলারে শুল্ক পরিশোধের নির্দেশ দেয়। যার ফলে এই চিনি খালাস করে বাজারে বিক্রি করা সম্ভব নয়। বর্ধিত মূল্যে চিনি খালাস করলে কয়েক লাখ টাকা আর্থিক লোকসান হবে বলে আমদানিকারক চিনি খালাস করছে না।
ভারতীয় ট্রাকচালক আশিষ সরকার বলেন, ‘আমদানি জটিলতায় ২৮ দিন ধরে চিনি নিয়ে বেনাপোল বন্দরে আটকে আছি। কবে খালাস হবে কিছুই জানি না। এই প্রচণ্ড শীতে রাতে ট্রাকের মধ্যে থাকতে হচ্ছে। গোসল খাওয়া নিয়ে খুব কস্টের মধ্যে আছি।’
এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মো. শাফায়েত হোসেন বলেন, ‘চিনির তিনটি চালান বৈধ পন্থায় বন্দর থেকে খালাস হয়েছে। তবে যেহেতু আমদানি মূল্য বাড়ানোর বিষয়ে একটি অভিযোগপত্র এসেছে। বিষয়টি কাস্টমসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।’
আরও পড়ুন: ডিএমপি’র মাদকবিরোধী অভিযানে আটক ৬০
বেনাপোল সীমান্তে সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দ
যশোরের বেনাপোলে ভারত সীমান্তের ইছামতী নদীর তীরে কাঁদার ভেতর থেকে তিন কেজি ৩৫৩ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। তবে এসময় অভিযুক্ত পাচারকারী ইছামতী নদী পার হয়ে ভারতে পালিয়ে যায়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার দৌলতপুর সীমান্তের কালীয়ানি বিএসএফ ক্যাম্পের ৩০০ গজ বিপরীতে বাংলাদেশের সীমানার ভেতর থেকে এ স্বর্ণ জব্দ করা হয়।
আরও পড়ুন: বেনাপোলে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ
খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের দৌলতপুর সীমান্তের ইছামতী নদীর তীরে বিপুল পরিমাণ স্বর্ণের চালান অবস্থান করছে।
বেনাপোল সীমান্তে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত
ভারত ও বাংলাদেশের সৌহার্দ্য সম্প্রীতির অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন ইস্যু নিয়ে বেনাপোলের গাতীপাড়ার কামারবাড়ী বিজিবি পোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মধ্যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার সময় বিএসএফ’র ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের তেরোঘর নামক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি’র পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী হরেন্দ্র সিং কুমার সহ পাঁচজন প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। এ সময় বিজিবির পক্ষে খুলনা সেক্টরের কমান্ডার লে. কর্নেল তানভীর রহমান পিএসসি সহ পাঁচজন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে সোয়া ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ
বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ,অস্ত্র চোরাচালান,মাদক চোরাচালান ও নারী-শিশু পাচাররোধে উভয় পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্মেলন শেষে সন্ধ্যায় প্রতিনিধি দলটি ভারতে ফিরে যান।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ৮২টি স্বর্ণের বার জব্দ
বেনাপোল সীমান্তে ১৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
বেনাপোলে কোটি টাকার ৯ স্বর্ণের বার উদ্ধার
বেনাপোলের আমড়াখালি এলাকায় একটি ভ্যান থেকে শনিবার রাতে এক কেজি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার বাজারমূল্য ৯৩ দশমিক ৫ লাখ টাকা।
খবর পেয়ে বিজিবি-৪৯ ব্যাটালিয়নের একটি দল রাত সাড়ে ৯টায় ওই এলাকায় অভিযান চালায়।
রবিবার বিজিবি ৪৯-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কাগজিপুকুরগামী ভ্যানের চালককে বিজিবি সদস্যরা থামানোর চেষ্টা করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে ভ্যানের এক অংশে লুকিয়ে রাখা ৯৩ দশমিক ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করা হয়।
চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হবে বলে জানিয়েছে বিজিবি-৪৯।
উদ্ধার স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ১২
ব্রাজিলের পতাকাবাহী অটোরিকশায় ৫৭ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ২
বেনাপোল সীমান্তে সোয়া ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ
বেনাপোল সীমান্তে সোয়া ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ
ভারতে পাচারের সময় বেনাপোলের শিকারপুর সীমান্ত থেকে প্রায় সোয়া দুই কোটি টাকা মূল্যের ২০ টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা।
সোমবার সকালে শিকারপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি সরিষা খেত থেকে স্বর্ণ জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, শিকারপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচেছ এমন ধরনের গোপন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। সরিষা খেতে অবস্থান করা তারিকুল ইসলাম তারেক নামে এক ব্যক্তিকে বিজিবি তাকে ধাওয়া দিলে সে একটি কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ, এনজিও পরিচালক আটক
পরে ব্যাগ তল্লাশী করে দুই কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০ টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ১৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ভারতে পাচারের সময় শিকারপুর সীমান্ত থেকে বিজিবির সদস্যরা দুই কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০ টি স্বর্ণের বার জব্দ করেছে। তবে পাচারকারী তারিকুল ইসলাম তারেক পালিয়ে যায় ভারতে। এ ঘটনায় থানা একটি মামলা হয়েছে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ৮২টি স্বর্ণের বার জব্দ
বেনাপোলে ১১২ টি স্বর্ণের বার জব্দ, আটক ২
বেনাপোল সীমান্তে ৮২টি স্বর্ণের বার জব্দ
ভারতে পাচারের সময় বেনাপোলের পাঁচভুলোট সীমান্ত থেকে ৮২টি স্বর্ণের বার জব্দ করা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৬ টায় পাচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৯ কেজি ওজনের ৮২টি স্বর্ণের বার জব্দ করা হয়।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ১৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
বিজিবি জানায়, গোপন সুত্রে খবর আসে পাঁচভুলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। মেহেদী নামে একজন লোক মোটর সাইকেল চালিয়ে সীমান্তে যাওয়ার সময় বিজিবি তাকে আটক করার চেষ্টা করলে মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় সে।
পরে মোটর সাইকেলে থাকা একটি কাপড়ের ব্যাগ তল্লাশী করে সাড়ে ৯ কেজি ওজনের ৮২টি স্বর্ণের বার জব্দ করা হয়।
আটক স্বর্ণের মূল্য ছয় কোটি ৭৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, ভারতে পাচারের সময় পাচভুলোট সীমান্ত থেকে বিজিবির সদস্যরা সাড়ে ৯ কেজি ওজনের ৮২ টি স্বর্ণের বার জব্দ করেছে। তবে পাচারকারী মেহেদী পালিয়ে যায় ভারতে।
এ ঘটনায় মামলা হয়েছে থানায়।
আরও পড়ুন: ঝিনাইদহে সাড়ে ১২ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১
কুষ্টিয়ায় ৫২ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১
বেনাপোল সীমান্তে ১৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
বেনাপোল আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে ১১২টি স্বর্ণের বার সহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টায় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিস বার জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ৫২ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১
আটককৃতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি এলাকার মনু মিয়ার ছেলে ওমর ফারুক(২৭) ও চাঁদপুর জেলার মতলব উওর থানার কালিপুর বাজার এলাকারে বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার(৩২)।
খুলনা ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বিপুল পরিমাণের একটি সোনার চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, এ সময় একটি পিকআপ গাড়ী জব্দ করা হয়। আটক সোনার মূল্য ১৫ কোটি ৬৫ লাখ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন বিজিবি।
আরও পড়ুন: ঝিনাইদহে সাড়ে ১২ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১
বেনাপোলে ১১২ টি স্বর্ণের বার জব্দ, আটক ২
বেনাপোলের আমড়াখালি সীমান্তে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২ টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় দু’জনকে আটকের দাবি করেছে বিজিবি। বুধবার রাত সাড়ে ৯ টার সময় তাদের আটক করা হয়।
আটক ওমর ফারুক ( ২৭) চাদপুরের মতলব থানার মোবারকপুরের মনুমিয়ার ছেলে এবং ফরহাদ হোসেন (৩২) একই গ্রামের বারেক সরকারের ছেলে।
বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে বেনাপোলের আমড়াখালি সীমান্ত দিয়ে ২ পাচারকারি বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার করছে। এমন ধরনের গোপন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। পরে বিজিবি তাদের অটক করে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরে তাদেরও দেহ তল্লাশি করে সেখান থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২ পিছ স্বর্ণের বার জব্দ করা হয়। আটক স্বর্ণের মূল্য সাড়ে ১৬ কোটি টাকা।
আরও পড়ুন: বেনাপোল ইমিগ্রেশনে ৯ টি স্বর্ণের বার জব্দ, আটক ১
বিজিবি আরও জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায় জব্দ করা সোনার একটি অংশের মালিক স্থানীয় বড় আচড়া গ্রামের ক্ষীতিষ চন্দ্র্র দের ছেলে অশোক কুমার দে।
অশোক নারী ও শিশু পাচারের সঙ্গে জড়িত আছেন বলেও বিজিবি জানায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মিনহাজ আহমেদ সিদ্দিকি জানান, ভারতে পাচারের সময় আমড়াখালি সীমান্ত থেকে বিজিবির সদস্যরা ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২ টি স্বর্ণের বার জব্দ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বেনাপোল পোর্ট থানায়।
আরও পড়ুন: শার্শা সীমান্তে ৬২ স্বর্ণের বার জব্দ, আটক ২
টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা জব্দ: বিজিবি