ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
মেয়র হানিফ ফ্লাইওভারে অটোরিকশা সংঘর্ষে শিশুসহ আহত ৬
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বুধবার একটি মেয়ে শিশুসহ ছয়জন গুরুতর আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাত ৯টার দিকে এ দুর্ঘটনায় আহত হয় আলী হোসেন (৬৮), সালমা বেগম (৫৬), আলেয়া বেগম (৩৮), আলেয়ার মেয়ে খাদেজা আক্তার (৮), আইনুল হক (৫০) ও সিএনজি চালক আব্দুর রব (৩৫)।
আহতরা সবাই ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ৭
ঢাকা-মাওয়া হাইওয়েতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
চুয়াডাঙ্গায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
পোস্তগোলায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
ঢাকার পোস্তগোলায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে সোমবার দুইজন নিহত হয়েছেন। বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।
নিহতরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার আতিকুর রহমান আপেল(৩০) ও কামরুল হুদা(২৬)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা ৭টায় রাইদা পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ও তার সহকারীসহ দুই পথচারী গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, ‘ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে পথচারীদের মৃত ঘোষণা করা হয়। লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।’
এদিকে শ্যামপুর থানা পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান বাচ্চু মিয়া।
আরও পড়ুন: ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সদ্য বিবাহিত যুবকের মৃত্যু!
কিশোরগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২
রাজধানীর খিলগাঁও ও পোস্তগোলায় অগ্নিকাণ্ড
গাজীপুরে ফিলিং স্টেশনে আগুন: ঢামেকে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু
গাজীপুরের এক ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত সাতজনের মধ্যে একজন শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
নিহত মিঠু (২৬) মৌলভীবাজার জেলার বাসিন্দা।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, শতভাগ দগ্ধ মিঠু সকাল ৮টায় ঢামেক হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের বড়বাড়ি এলাকায় ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে গ্যাস ভরতে গিয়ে একটি সিলিন্ডার বোঝাই ভ্যানে বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: শেরপুরে অগ্নিদগ্ধ হয়ে ৪ বছরের শিশুর মৃত্যু
আগুনে পুড়ে আহত সাতজন সবাই কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন। তাদের দ্রুত তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে (টিএমএমসিএইচ) নিয়ে যাওয়া হয়।
টিএমএমসিএইচের আবাসিক চিকিৎসক মাইনুল ইসলাম জানান, আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অন্য আহতরা হলেন-আল আমিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮) ও পারভেজ (৩৩)।
আরও পড়ুন: রাজধানীতে ৪ জন অগ্নিদগ্ধ
লঞ্চে অগ্নিদগ্ধদের হাসপাতালে দেখতে গেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু
পদ্মা সেতু খোলার প্রথম দিনেই দুর্ঘটনায় গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন মো. আলমগীর (২৪) ও ফজলু (২৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার রাত ৮টার দিকে মোটরসাইকেলে পার হওয়ার সময় পদ্মা সেতুতে প্রথম এই দুর্ঘটনা ঘটে।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রবিবার সকাল ৬টার দিকে সেতুর গেট খুলে দেয়ার পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শত শত বাস, ট্রাক, গাড়ি, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।
সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগের জারি করা নিষেধাজ্ঞা সোমবার সকাল ৬টা থেকে কার্যকর হয়েছে।
পড়ুন: পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
যশোরে পেট্রল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ
যশোরে শিরিনা বেগম (২৮) নামে এক সন্তানের জননীর শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সদরের আরবপুর এলাকায় মঙ্গলবার দুপুরের এই ঘটনায় নিহতের স্বামী জুয়েল পলাতক রয়েছেন।
পুলিশ বলছে, গৃহবধূ মৃত্যুর ঘটনায় দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। তবে, যেহেতু এটি স্পর্শকাতর ঘটনা, সে কারণে পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।
নিহতের ছোট ভাই সোহেল রানা অভিযোগ করেন, যৌতুকের টাকার কারণে তার দুলাভাই বোনের শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা করেছে। মঙ্গলবার দুপুরে তার বোনকে নিজবাড়িতে ঘরের ভেতরে আটকে রেখে গায়ে পেট্রল ঢেলে দেয়। এরপর আগুন দিলে তার চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে এবং যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে৷
অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনায় রেফার করেন সংশ্লিষ্ট ডাক্তাররা। সেখান থেকে শিরিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়। খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথেই শিরিনা রাত ১০টার দিকে মারা যান।
সোহেল রানা জানান, শিরিনার লাশ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
পেট্রল পাম্পের কর্মচারী জুয়েল ইতোপূর্বে আরও একটি বিয়ে করেন। সেই স্ত্রীকেও সে হত্যা করেছে বলে সোহেল রানা দাবি করেছেন।
আরও পড়ুন: চাঁদপুরে স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রী কারাগারে
জুয়েলের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের করে গৃহবধূ নিজেই শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আমরা গৃহবধূর মৃত্যুর বিষয়ে দুই ধরনের বক্তব্য পাচ্ছি। বিষয়টি তদন্তসাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, দাহ্য পদার্থে ওই নারীর শরীরের অধিকাংশ জায়গা পুড়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা রেফার করা হয়েছিল।
আরও পড়ুন: বগুড়ায় যৌতুক নিয়ে বিরোধে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ
মগবাজার বিস্ফোরণ: মৃত্যুর সংখ্যা বেড়ে ১১
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ নুর নবী (৩০) ও মো. রাসেল (২১) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
আরও পড়ুন: মগবাজার বিস্ফোরণ তদন্তে দ্রুত ইতি টানতে নারাজ আইজিপি
নিহত মোহাম্মদ নুর নবী (৩০) পেশায় ভ্যান চালক ছিলেন।
গত রবিবার মগবাজার ওয়্যারলেস গেটের কাছে এক বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়। আহতদের মধ্যে মোহাম্মদ নুর নবীর শরীরের ৯০ শতাংশ আগুনে পুড়ে যায়। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: দুই দিন পর নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার
বৃহস্পতিবার আনুমানিক ভোর ৪ টা ৩০ মিনিটের দিকে মোহাম্মদ নুর নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ শঙ্কর পাল।
এছাড়া বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটায় আইসিইউতে মো. রাসেল (২১) মারা যায় বলে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পুলিশের মামলা
এদিকে মঙ্গলবার বিস্ফোরণের দুই দিন পর ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে ভবনটির নিরাপত্তারক্ষীর লাশ পাওয়া যায়। এদিন বেলা সাড়ে ৩টার দিকে হারুন-উর-রশিদ (৬৫) এর লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগের দিন মগবাজারে অবহেলার কারণে বিস্ফোরণের অভিযোগ এনে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: পুলিশের তদন্ত কমিটি
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ইউএনবিকে জানান, উপপরিদর্শক রেজাউল করিম রমনা থানায় এই মামলা করেন।
রবিবার সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেটের কাছে আড়ংয়ের পাশে একটি ভবনেশক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহতে এবং ৬৬ জনেরও বেশি আহত হয়।
পরের দিন সোমবার পুলিশ প্রধানের নির্দেশে বিস্ফোরণ তদন্তের জন্য একটি সাত সদস্যের কমিটি গঠন করে পুলিশ। এই কমিটির নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর অতিরিক্ত পুলিশ কমিশনার।
এছাড়া বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোধে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
ব্ল্যাক ফাঙ্গাস রোধে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘ভারতের নতুন ভ্যারিয়েন্টের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসও দেশে চলে এসেছে বলে জানা গেছে। করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধের পাশাপাশি এখন ব্ল্যাক ফাঙ্গাসও আমাদেরকে মোকাবিলা করতে হবে।’
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ভ্যাকসিন প্রাপ্তির অনিশ্চয়তা শিগগিরই কেটে যাবে: স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক বলেন, ‘এই মুহূর্তে খুব বেশি ভয়ের কারণ নেই। কারণ এখন পর্যন্ত ভাইরাসটি দেশে ছড়িয়ে পড়েনি। আগাম সতর্কতা হিসেবে দেশের বিভিন্ন ওষুধ কোম্পানিকে ব্ল্যাক ফাঙ্গাসেরপ্রতিষেধক ওষুধ উৎপাদন বৃদ্ধি করতে বলা হয়েছে এবং একই সাথে এই রোগের উপযুক্ত চিকিৎসায় করণীয় কি হবে সে ব্যাপারেও সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।’
আরও পড়ুন: রাশিয়ার টিকা 'স্পুটনিক ভি’ ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ
মেডিকেল শিক্ষার্থীদের টিকা প্রদানের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীদের মধ্য থেকে যারা পঞ্চম বর্ষে অধ্যয়ন করছে, প্রথম অবস্থায় তাদেরকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। কারণ, এই মেডিকেল শিক্ষার্থীরা কোভিড রোগীদের সাথে কাজ করছে এবং আগামীতেও করবে।
আরও পড়ুন: হাসপাতালে অক্সিজেনের সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী
‘শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় অগ্রাধিকারভিত্তিতে এদেরকে আগে ভ্যাকসিন দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা মেডিকেল কলেজের পাশাপাশি দেশের অন্যান্য সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরকেও ভ্যাকসিন দেয়া হবে,’ বলেন তিনি।
দেশেই ভ্যাকসিন উৎপাদন কাজ শুরু করা হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশেই ভ্যাকসিন উৎপাদনের নির্দেশনা দিয়েছেন। সব পক্ষের সাথে আলাপ আলোচনা চলছে। ওষুধ উৎপাদনের মতো করে শিগগরই দেশে ভ্যাকসিন উৎপাদন কাজ শুরু করা হবে। ওষুধের মতো দেশের চাহিদা মিটিয়ে এই ভ্যাকসিন আগামীতে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।’
জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন আমদানিতে চীন, রাশিয়ার সাথে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। একই সাথে আমেরিকা, যুক্তরাজ্যের সাথেও আলোচনা এগিয়ে গেছে। আশা করা যাচ্ছে, দেশে ভ্যাকসিন প্রাপ্তিতে আগামীতে কোন সমস্যা থাকবে না।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিয়ার সভাপতিত্বে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এবং স্বাচিপ’র মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ সভায় উপস্থিত ছিলেন।
কুমিল্লায় ছেলের হাতে মা হত্যার অভিযোগ
কুমিল্লার বরুড়ায় মমিনা খাতুন (৫৫) নামে এক নারীকে তার ছেলে দা দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
নিহত মমিনা বরুড়া পৌরসভার শালুকিয়া এলাকায় সিরাজুল ইসলামের স্ত্রী। তবে প্রাথমিকভাবে ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
আরও পড়ুন: কুমিল্লায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন
এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইমাম হোসেন সাবুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাবু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ইফতারের আগে মা মমিনা খাতুন পেঁয়াজ কাটার জন্য তাকে দা দিতে বলেন। এ সময় সাবু দা এনে মায়ের উপর অতর্কিত হামলা চালায়। হাতে থাকা দা দিয়ে মা মমিনার ঘাড়ে ও শরীরের পেছনের অংশে কয়েকটি আঘাত করে।
এ সময় মমিনার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে সাবুকে আটক করে। গুরুতর আহত মমিনাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে ছেলের হাতে মা খুন
ঢাকায় নেয়ার পথেই রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি। রাতেই অভিযুক্ত সাবুকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
পল্লবীতে স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) ইউএনবিকে এখবর নিশ্চিত করে পুলিশ।
নিহত উমামা বেগম কনক (৪০) উমর ফারুকের স্ত্রী।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রীকে হত্যা, গণপিটুনিতে যুবক নিহত
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াজেদ জানান, উমর এবং তার স্ত্রী ডিওএইচএস এর একটি ফ্ল্যাটে একসাথে থাকতেন। শুক্রবার আনুমানিক রাত ১১টার দিকে এই দম্পতির মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এক পর্যায়ে উমর ফারুক রাগান্বিত হয়ে তার স্ত্রীকে ছুরিকাঘাত করে আহত করে।
আহত উমামাকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ভোর ৫টার দিকে উমামা চিকিৎসারত অবস্থায় মারা যায়।
আরও পড়ুন: খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন
পুলিশের এই কর্মকর্তা বলেন, পুলিম অভিযুক্ত উমরকে গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
আরমানিটোলায় অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৫
পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি ভবনে শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজনের নাম সুমাইয়া আক্তার এবং এছাড়া ভবনের একজন নিরাপত্তারক্ষীসহ তিন জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০ বিঘা জমির পান বরজ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আব্দুল খালেক বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
তিনি বলেন, ছয়তলা ভবনের নিচতলায় ভোর ৩টা ১৭মিনিটের দিকে আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
খালেক জানান, প্রায় তিন ঘণ্টা চেষ্টা করার পর দমকল কর্মীরা ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার (মিডিয়া) রায়হান জানান, প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: গাজীপুর টেক্সটাইল কারখানায় আগুন
তিনি বলেন, ‘আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হবে।’