ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)
খাগড়াছড়িতে ইউপিডিএফ–জেএসএস সংঘর্ষে চারজন নিহতের শঙ্কা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার একটি দুর্গম এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জেএসএস (সন্তু লারমা) গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। শনিবার (২৬ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এখনো নিশ্চিতভাবে হতাহতের বিষয়টি বলা যাচ্ছে না।’
তিনি জানান, শনিবার সকাল পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নারাইছড়ি ইউনিয়নের সিন্ধুকরবাড়ি পাড়ার একটি দুর্গম এলাকায় রাতের আঁধারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে গোলাগুলির খবর তারা পেয়েছেন, তবে এখনো কোনো হতাহতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সেখানে পৌঁছাতে সময় লাগবে বলে জানান তিনি।
ইউপিডিএফ খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা বলেন, ‘শুক্রবার রাতে এলাকায় কিছু ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে হতাহতের যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয়।’
১৩২ দিন আগে
খাগড়াছড়িতে দু’পক্ষের গোলাগুলিতে যুবক নিহত
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সোমবার সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত উত্তম কুমার ত্রিপুরা (২৫) স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে।
আরও পড়ুন: বাঁশখালীতে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, সকাল সাড়ে ৫টার দিকে তাইন্দং ইউনিয়নের সুকুমার কার্বারি পাড়ায় আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত) এবং ইউপিডিএফ গণতান্ত্রিক কর্মীদের মধ্যে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত এবং দুজন আহত হন।
ওসি জানান, খবর পেয়ে জামিনীপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিমের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২৩) সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ, ২২টি আগ্নেয়াস্ত্র ও ১৩টি গুলি উদ্ধার করে।
আরও পড়ুন: উখিয়ায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত
আহতদের মধ্যে একজন হলেন ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) কর্মী চিগন চিজি চাকমা (২৪) এবং অপরজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এদিকে, ইউপিডিএফ জেলা শাখার সংগঠক অংগ্য মারমা ঘটনার নিন্দা জানিয়েন। তার দাবি, অজ্ঞাত মুখোশধারী কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে যুবক উত্তম কুমারকে হত্যা করে।
১২৩৬ দিন আগে