গ্রামীণ ফোন
গ্রামীণ টেলিকম নিয়ে দুদকের তদন্ত শুরু
টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করে সোমবার গ্রামীণ টেলিকমকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের চার সদস্যের তথ্য চেয়ে রবিবার চিঠি পাঠিয়েছে দুদক।
এর আগে দুদক সচিব মাহাবুব হোসেন জানান, গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করেছে।
তিনি জানান, অভিযোগ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুদক সূত্র জানায়, তদন্ত কমিটিতে তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এবং উপ-পরিচালক গুলশান আনোয়ারকে টিম প্রধান করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক জেসমিন আক্তার ও নূরে আলম সিদ্দিকী।
আরও পড়ুন: খুলনার খাদ্য পরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
পাশাপাশি পরিচালনা পর্ষদের চার সদস্যের বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে শ্রমিকদের মধ্যে বণ্টনের জন্য সংরক্ষিত লভ্যাংশের পাঁচ শতাংশ অপব্যবহার, শ্রমিকদের বকেয়া পরিশোধের সময় অ্যাডভোকেট ফি ও অন্যান্য ফি হিসেবে অবৈধভাবে ছয় শতাংশ কর্তন, শ্রমিক কল্যাণ তহবিলে বরাদ্দের সুদ, অর্থ আত্মসাতসহ অভিযোগের তদন্ত করছে দুদক। অর্থ পাচারের উদ্দেশ্যে কোম্পানি থেকে দুই হাজার ৯৭৭ কোটি টাকা বিতরণ ও আত্মসাৎ ছাড়াই ৪৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার টাকা বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।
১২২১ দিন আগে