নিরবের
ওসি রায়হান হয়ে নিরবের অভিযান
ছবিতে পুলিশের পোশাক পরে নিরব হোসেনকে দেখে মনে হতে পারে কোনো নতুন সিনেমার লুক। তবে এমনটা আদতে নয়, চিত্রনায়ককে এই চরিত্রে দেখা যাবে একটি বিজ্ঞাপনে। এই বিজ্ঞাপনের শুটিংয়ের একটি ছবি এটি।মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) একটি পত্রিকার বিজ্ঞাপনের শুটিং মানিকগঞ্জে রয়েছেন নিরব। সেখান থেকে ইউএনবিকে জানান, অনন্য মামুনের নির্দেশনায় বিজ্ঞাপনটিতে ওসি রায়হান চরিত্রে দেখা যাবে তাকে।
আরও পড়ুন:'হেই সামালো' দিয়ে শেষ হলো কোক স্টুডিও বাংলা সিজন ১বিজ্ঞাপনটি নির্মাণ হচ্ছে পাঁচটি গল্প নিয়ে। যেখানে সমাজের বিভিন্ন পেশার পাঁচটি চরিত্র উঠে আসবে। সেখানকারই একটিতে দেখা যাবে নিরবকে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজ্ঞাপনের গল্পটা ভিন্নধর্মী। এখানে আমি ওসি রায়হানের চরিত্রে অভিনয় করেছি। যিনি একটি অভিযান চালান। আর কাজটি বেশ উপভোগ করছি।’এই বিজ্ঞাপনে আরও রয়েছেন ফারুক আহমেদ, মাসুম বাশার, বড়দা মিঠু প্রমুখ।উল্লেখ্য, ‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামে নতুন এক সিনেমা সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন নিরব। এতে তার বিপরীতে রয়েছেন নিপুণ আক্তার ও ইয়ামিন হক ববি।
আরও পড়ুন:শিশুদের অস্কারখ্যাত কিডস্ক্রিন অ্যাওয়ার্ড পেল সিসিমপুর
কন্যার ছবি প্রকাশ্যে আনলেন তিশা
১১৭৯ দিন আগে