আগ্রহী
বাংলাদেশের মানসম্মত উন্নয়নে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত ইয়াও
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের ভালোমানের উন্নতি অর্জনে সহায়তা করতে সামরিক বাহিনীসহ বাংলাদেশের সকল ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদারে ইচ্ছুক চীন।
বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজে দেওয়া বক্তব্যে তিনি বলেন, চীন একটি সমান ও সুশৃঙ্খল বহুপক্ষীয় বিশ্ব এবং একটি সর্বজনীনভাবে উপকারী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে। বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ‘চীনের নীতিতে আধিপত্যবাদ, সম্প্রসারণ বা প্রভাবের ক্ষেত্রগুলোর কোনো স্থান নেই’। চীন একটি সাধারণ, ব্যাপক, সহযোগিতামূলক এবং টেকসই পদ্ধতির উপর জোর দেয় এমন একটি নিরাপত্তা ধারণা প্রতিষ্ঠার পক্ষে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত ইয়াও।
পড়ুন: উত্তরায় বিমান দুর্ঘটনা: বহু হতাহতের ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক
রাষ্ট্রদূত ইয়াও গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ ও গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ (জিসিআই) এগিয়ে নেওয়ার এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যতের একটি সম্প্রদায় গড়ে তোলার প্রচেষ্টা চালানোর উপর জোর দেন।
তিনি বলেন, চীন সবসময় বাংলাদেশের সকল জনগণের প্রতি সুপ্রতিবেশীসুলভ নীতি অনুসরণ করে আসছে এবং চীন-বাংলাদেশের উন্নত সম্পর্ককে দৃঢ়ভাবে এগিয়ে নিয়েছে।
এনডিসির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট রিয়ার অ্যাডমিরাল একেএম জাকির হোসেন, বাংলাদেশি সশস্ত্র বাহিনীর ১০০ জনেরও বেশি কর্মকর্তা ও বিদেশি সামরিক বাহিনীর প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ইয়াও বলেন, ২০২৫ সাল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধের ৮০তম বর্ষ পূরণ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বক্তব্যের শেষে, রাষ্ট্রদূত ইয়াও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, ব্রিকস ও রোহিঙ্গা ইস্যুতে দর্শকদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন।
১৩৬ দিন আগে
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ তৈরিতে আগ্রহী মাইক্রোসফট
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ও ডেভেলপার তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে মাইক্রোসফট। এছাড়াও দেশীয় স্টার্টআপগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল বিজনেস সক্ষমতা তৈরি এবং সাইবার নিরাপত্তা বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১১ জুন) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুপ ফারুক।
আরও পড়ুন: দক্ষিণখান-উত্তরখানের ৮১ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে: ডিএনসিসি মেয়র
সাক্ষাৎকালে তারা স্টার্ট আপ অন মাইক্রোসফট ফাউন্ডার প্রোগ্রাম,সাইবার নিরাপত্তা, পরিপূর্ণ ডাটা ও এআইয়ের জন্য একক প্লাটফর্ম তৈরিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পৃথিবী আরেকটি যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পরিবর্তনের এই যাত্রায় অনেক চ্যালেঞ্জ রয়েছে। স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতেই হবে।
তিনি আরও বলেন, দেশের ব্যাংকিং, টেলিকম, আইসিটিসহ সব খাতে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং প্রযুক্তির নতুন টুল তৈরিতে মাইক্রোসফট অবদান রাখতে পারে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজব্যবস্থা, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকারব্যবস্থা গড়তে চাইলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে এড়িয়ে কিছু করা সম্ভব নয়।
আরও পড়ুন: ‘সুস্থ সমাজ গঠনে খেলাধুলা করতে হবে: ডিএনসিসি মেয়র
ভবনের গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকান বন্ধ করা হবে: ডিএনসিসি মেয়র
৫৪২ দিন আগে
বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী অস্ট্রেলিয়ার সহকারী বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন অস্ট্রেলিয়ার বাণিজ্য বিষয়ক সহকারী মন্ত্রী সিনেটর টিম আয়ার্স।
অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকীর সঙ্গে বৈঠককালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
সহকারী মন্ত্রী টিম আয়ার্স বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্রচেষ্টার প্রশংসা করেন। ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে উচ্চপর্যায়ের বাণিজ্য বিষয়ক প্রতিনিধিদলের সফরের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ক্যানবেরাস্থ অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসে সহকারী মন্ত্রী সিনেটর টিম আয়ার্সের অফিস কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ড. যশোদা জীবন দেবনাথ উপস্থিত ছিলেন। বর্তমানে এফবিসিসিআইয়ের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল অস্ট্রেলিয়া সফর করছেন।
আরও পড়ুন: ঢাকায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী, বিকালে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ হাইকমিশন ও সিডনিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় এফবিসিসিআই বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ জোরদারকরণ শীর্ষক একটি সেমিনার আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য দেন হাইকমিশনার আল্লামা সিদ্দীকী।
তিনি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করে সম্প্রতি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে দু’দেশের সম্পর্ক উন্নয়নের আরও একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশকে একটি অপার সম্ভাবনার দেশ হিসেবে তুলে ধরেন তিনি।
এ সেমিনারে অস্ট্রেলিয়ার বাজার আকৃষ্ট করার লক্ষ্যে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাংলাদেশের রপ্তানিযোগ্য কতিপয় সম্ভাবনাময় খাত যেমন- পাট ও পাটজাতদ্রব্য, চামড়া, গার্মেন্টস ও টেক্সটাইল এবং প্লাস্টিক শিল্পকে তুলে ধরা হয়। এসময় এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ড. যশোদা জীবন দেবনাথ ও সেক্রেটারি জেনারেল ড. আলমগীর দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে উভয় দেশের যৌথ উদ্যোগ ও অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে নিউসাইথ ওয়েলসের ক্ষুদ্রশিল্প ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্টিফেন ক্যাম্পার, শিল্প বিষয়ক মন্ত্রী সফি কটসিস, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক বিভাগের দক্ষিণ ও মধ্য এশীয় সহকারী সচিব ব্রুস সত্তর, অস্ট্রেলিয়ান ফ্যাশন কাউন্সিলের প্রধান নির্বাহী, বিভিন্ন চেম্বার্স, অস্ট্রেলিয়ার বাণিজ্য সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ১২০ জন উপস্থিত ছিলেন।
এফবিসিসিআইয়ের প্রতিনিধিদল গত ২৮ মে ক্যানবেরায় অস্ট্রেডের প্রধান নির্বাহী, ক্যানবেরার বিজনেস চেম্বারস, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক বিভাগের ডেপুটি সেক্রেটারি জর্জ মিনার সঙ্গে বৈঠক করেন।
এছাড়া সিডনিতে বিজনেস নিউ সাউথ ওয়েলসের সঙ্গেও বৈঠক করেন তারা।
আরও পড়ুন: এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের ডিউটি-কোটা ফ্রি সুবিধা থাকবে: অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী
৫৫৪ দিন আগে
পোশাককর্মীদের কল্যাণে বিজিএমইএর সঙ্গে কাজ করতে আগ্রহী ইন্ডাস্ট্রিঅল
বাংলাদেশের পোশাক শিল্পের কর্মীদের কল্যাণে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রিঅলের টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রির ডিরেক্টর ক্রিস্টিনা হাজাগোস-ক্লসেন।
সোমবার (২৭ মে) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এস এম মান্নানের (কচি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের পোশাক শিল্পের বিভিন্ন বিষয়, বিশেষ করে কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিয়ে আলোচনা করেন তারা।
বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক শিল্পের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বিজিএমইএ।
আরও পড়ুন: যাতায়াতের দুর্ঘটনা অন্তর্ভুক্ত হলো আরএমজি এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমে
এ সময় পোশাককর্মীদের স্বাস্থ্য ও কল্যাণের জন্য বিজিএমইএর চলমান প্রচেষ্টাগুলো তুলে ধরেন তিনি।
বৈঠকে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রম অধিকারসহ আরও বেশকিছু ক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্পের অর্জনকে এগিয়ে নেওয়ার জন্য একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে বিজিএমইএ ও ইন্ডাস্ট্রিঅল।
ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই বৈঠকে আরও ছিলেন- বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, পরিচালক হারুন আর রশিদ, পরিচালক আশিকুর রহমান (তুহিন) এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটি অন লেবার অ্যান্ড আইএলও অ্যাফেয়ার্সের চেয়ারম্যান আ ন ম সাইফুদ্দিন।
আরও পড়ুন: ন্যায্য-ন্যূনতম মূল্য ও সমন্বিত আচরণবিধি প্রণয়নের আহ্বান বিজিএমই সভাপতির
৫৫৭ দিন আগে
সৌদি আরবের ৮০ কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: সালমান এফ রহমান
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী এমন ৮০টি সৌদি আরবের কোম্পানির তালিকা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি আরব সফররত সালমান এফ রহমান সৌদি আরবের মন্ত্রী ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্য সুযোগগুলো নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকে যোগ দেওয়ার পর সৌদি কর্মকর্তাদের সঙ্গে এসব বৈঠক করেন সালমান এফ রহমান।
তিনি সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) চিফ অব স্টাফ ও পরিচালনা পর্ষদের সেক্রেটারি জেনারেল সাদ আলক্রুদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
সালমান বলেন, ‘পিআইএফ মহাসচিব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেছেন এবং বৈঠকে সৌদির ৮০টি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করার তথ্য তুলে ধরেছেন।’
আরও পড়ুন: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ: সালমান এফ রহমান
তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশের সঙ্গে জ্বালানি সহযোগিতায় আগ্রহী। সৌদি আরবের সহকারী জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল ইব্রাহিম বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে বকেয়া পাওনা পরিশোধের ভিত্তিতে অপরিশোধিত তেল কেনার প্রস্তাব সৌদি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ সময় তারা দুই দেশের অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। এখন কারিগরি বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে এবং সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশের কারিগরি দলের সঙ্গে বৈঠক করবে। সভায় জেভি ডিপিটি সার কারখানা নিয়েও আলোচনা করা হয় এবং বিজ্ঞপ্তির কথা জানানো হয়।
সাদ আলক্রুদ পতেঙ্গা বন্দরে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেছে।
আরও পড়ুন: অর্থনৈতিক সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ: সালমান এফ রহমান
৫৮২ দিন আগে
বাংলাদেশি আম আমদানিতে আগ্রহী চীন
চীন চলতি বছর বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এ তথ্য জানান।
জুনের প্রথম সপ্তাহে চীন থেকে একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল বাংলাদেশের আমবাগান ও উৎপাদন কেন্দ্রগুলো পরিদর্শন করবে।
আরও পড়ুন: আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরে ভিড়েছে এমভি আবদুল্লাহ
চীনা প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ আম রপ্তানির অনুমোদন দেবে।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মলয় চৌধুরী, যুগ্ম সচিব মো. মাহমুদুর রহমান ছিলেন।
কৃষি খাতে চীনের বিনিয়োগের প্রত্যাশা করে মন্ত্রী বলেন, কৃষি খাতের আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণের জন্য বাংলাদেশের আধুনিক ও কারিগরি সহায়তা প্রয়োজন। বিশেষ করে দেশের কৃষকদের চীনের সহযোগিতা প্রয়োজন, যাতে কৃষকরা কম দামে আধুনিক কৃষি যন্ত্রপাতি পেতে পারে।
এর আগে কৃষিমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
সভায় কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময় জোরদারে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে নেদারল্যান্ডস সরকারের উদ্যোগে ময়মনসিংহের ভালুকায় পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণ ও চালু করার বিষয়ে আলোচনা হয়।
২ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এই স্টোরেজ। এখানে সারা বছর পেঁয়াজ সংরক্ষণ করা যাবে।
পেঁয়াজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফসল উল্লেখ করে মন্ত্রী বলেন, 'পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হতে আমরা পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের ওপর জোর দিচ্ছি।’
নেদারল্যান্ডস সরকারের এ উদ্যোগ এক্ষেত্রে বেশ সহায়ক ভূমিকা রাখবে।
আরও পড়ুন: দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বোঝাপড়া জোরদারের লক্ষ্যে কাতারের আমিরের সদ্য সফর: ঢাকা
কাতারের আমিরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী
৫৮৫ দিন আগে
শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী এডিবি
প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা খাতে আরও বিনিয়োগ বৃদ্ধি, উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে ও শিক্ষার্থীদের কর্ম সংশ্লিষ্ট যোগ্যতা ও দক্ষতা বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বে প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান।
আরও পড়ুন: ২ জেলার বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনায় ৭১ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির
ফাতেমা ইয়াসমিন বলেন, এডিবির সবচেয়ে বড় সহযোগী রাষ্ট্র বাংলাদেশ।
এই প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত ছিলেন- এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডাইরেক্টরএডিয়েনন গিনটিং, এডিবি অফিসের পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্সের সিনিয়র ডাইরেক্টর নিয়াজি, এডিবির প্রাইভেট সেক্টর অপারেশন ডিপার্টম্যান্টের ডাইরেক্টর আসিফ সারদ চিমা, এডিবির ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর জিয়াংবো নিং, এডিবির কান্ট্রি অপারেশন হেড না উন কিম, এডিবির এক্সটার্নাল রিলেশনের টিম লিডার গোবিন্দ বার প্রমুখ।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশে সহযোগিতা বাড়াবে এডিবি: পরিবেশমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহযোগিতা চান প্রধানমন্ত্রী
৬১১ দিন আগে
স্বাস্থ্যখাতে কাজ করতে আগ্রহী ইউনিসেফ: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতে কাজ করতে বাংলাদেশের আহ্বানে ইউনিসেফ আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
রবিবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে ইউনিসেফের জাতিসংঘ শিশু তহবিলের প্রতিনিধি শেলডন ইয়েট এবং জাতিসংঘ শিশু তহবিলের হেলথ সেকশনের চিফ মায়া ভ্যানডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: গাজীপুরে দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্যমন্ত্রীর বোর্ড সভা
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফ করোনার সময় বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও নানাভাবে সহযোগিতা করেছে। নিরাপদ মাতৃত্ব, ভ্যাকসিন কার্যক্রমকে ফলপ্রসূ করা, দেশে ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করা, তৃণমূল পর্যায়ে শিশুদের স্বাস্থ্যসংক্রান্ত অবকাঠামো নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজেও ইউনিসেফ ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে।
তিনি বলেন, এগুলোর সঙ্গে শিশুদের জন্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণের জন্য ইউনিসেফ প্রতিনিধিদের এগিয়ে আসার অনুরোধ জানালে তারা তাতে আগ্রহ দেখিয়েছেন।
সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটো মিয়া, স্বাস্থ্য সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান (অতিরিক্ত সচিব), স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (বিশ্ব স্বাস্থ্য) মামুনুর রহমান।
আরও পড়ুন: স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার করলেন ইন্টার্ন চিকিৎসকরা
ডেঙ্গুর চিকিৎসা দিতে সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
৬১৪ দিন আগে
যুবসমাজকে মাদক থেকে ফেরাতে ক্রীড়ার প্রতি আগ্রহী করুন: মাগুরায় সাকিব
মাগুরা জেলার শ্রীপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সব্দালপুরকে দুই-এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাদিরপাড়া ইউনিয়ন দল। শুক্রবার (১ মার্চ) বিকালে উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
নিজ সংসদীয় এলাকার টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ উপভোগ করলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসান।
আরও পড়ুন: সৌদিতে আপত্তিকর আচরণের অভিযোগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শুক্রবার বিকাল ৩টায় উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে ফুটবল খেলায় অংশ নেয় সব্দালপুর ইউপি বনাম কাদিরপাড়া ইউনিয়ন একাদশ।
এ সময় প্রধান অতিথি হয়ে সাকিব আল হাসান মাঠে দর্শকদের সঙ্গে করমর্দন করেন। তার আগমনে মাঠে উপস্থিত ফুটবল প্রেমীরা ‘সাকিব সাকিব’ বলে স্লোগান দিতে থাকে।
শ্রীপুর উপজেলা পর্যায়ের এ ফাইনাল খেলায় কাদিরপাড়া ইউনিয়ন একাদশ ২-১ গোলের ব্যবধানে সব্দালপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
সাকিব আল হাসান বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন। এ সময় তিনি যুবসমাজকে মাদক থেকে ফেরাতে ক্রীড়ার প্রতি আগ্রহী করতে সকলকে আহ্বান জানান।
আরও পড়ুন: বিপিএল ২০২৪ ফাইনাল: প্রথমবারের মতো কুমিল্লার বিপক্ষে মাঠে বরিশাল
বিপিএল ফাইনালের টিকিট নিয়ে হুড়োহুড়ি
৬৪৩ দিন আগে
বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে আগ্রহী মঙ্গোলিয়া: বাণিজ্য প্রতিমন্ত্রী
মঙ্গোলিয়া ডাক্তার-নার্স এবং ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন খাতে দক্ষ জনবল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেন, বাংলাদেশের অনেক দক্ষ জনবল বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। বিদেশি শ্রম বাজারে বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে।
আরও পড়ুন: বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সিআইএস-বিসিসিআইকে একযোগে কাজের আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর
মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত ডাক্তার-নার্স, ইঞ্জিনিয়ার এবং কন্সট্রাকশন, কৃষিসহ বিভিন্ন খাতে জনবল নেওয়ার যে আগ্রহ প্রকাশ করায় দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।
বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, মঙ্গোলিয়া দেশটির দ্বিতীয় ভাষা ইংরেজি ঘোষণা করায় ইংরেজিতে দক্ষ জনবলের বড় চাহিদা রয়েছে বলে বাণিজ্য প্রতিমন্ত্রীকে অবহিত করলে তিনি বাংলাদেশ থেকে এ ভাষায় দক্ষ শিক্ষার্থী নেওয়ার আহ্বান জানান।
এ প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ইংরেজিতে অসংখ্য গ্রাজুয়েট রয়েছে যারা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ যেমন-আইএলটিএস, টোফেল, জিআরই করে নিজেদের দক্ষ করে তৈরি করেছে।
আরও পড়ুন: দেশের রপ্তানিযোগ্য পণ্যের নতুন বাজার খোঁজার নির্দেশ বাণিজ্য প্রতিমন্ত্রীর
তিনি বলেন, মঙ্গোলিয়া সরকার বাংলাদেশ থেকে এ ভাষায় দক্ষ শিক্ষার্থীদের সে দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে মঙ্গোলিয়ার সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ তৈরি পোশাকসহ নানা পণ্য পৃথিবীর অনেক দেশে রপ্তানি করে থাকে। সরকার পাটজাত ও চামড়াজাত পণ্য এবং হস্তশিল্পকে বর্ষপণ্য ঘোষণা করে ব্যাপক কর্মসূচি নিয়েছে। এছাড়া বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসের বিশ্বব্যাপী বাজার সৃষ্টি হয়েছে। মঙ্গোলিয়া সরকারকেও বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি করার আহ্বান জানান।
বৈঠককালে রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ জানান, মঙ্গোলিয়া ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধাভোগী দেশ এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বের চুক্তি রয়েছে।
রাষ্ট্রদূত আরও বলেন, এছাড়া চীন এবং রাশিয়ার সঙ্গেও অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে অনুকূল সম্পর্ক বিদ্যমান। তাই বাংলাদেশ মঙ্গোলিয়ার সঙ্গে বিনিয়োগসহ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে পারে।
আরও পড়ুন: প্রতিটি ক্ষেত্রে আরও স্বচ্ছতা-জবাবদিহি আনার চেষ্টা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
৬৭৪ দিন আগে