ট্রাকচালক নিহত
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইকারীর হাতে ট্রাকচালক নিহত
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শামীম নামে শাহ্ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের চালক নিহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) ভোরে মহাসড়কের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ (সোমবার) ভোরের দিকে ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় শাহ্ সিমেন্ট কোম্পানির গাড়ির চালককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে সাভার থানা রোডের একটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: খুলনায় পিকআপের চাপায় ইজিবাইক-চালকসহ নিহত ৩, আহত ৫
ঘটনাস্থল আশুলিয়া থানা এলাকায় হওয়ায় ওই থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলেও জানান তারা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘হত্যাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’
উল্লেখ্য সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়কে নিরাপত্তা পরিস্থিতি অবনতি হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তাদের দাবি, রাতের বেলায় মহাসড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে, যার ফলে প্রায়ই ঘটছে প্রাণহানির ঘটনা।
১০২ দিন আগে
বগুড়ায় ট্রাক-ভটভটির মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত
বগুড়ায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে চান মিয়া নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এসময় ইয়াকুব আলী নামে ভটভটিচালক আহত হয়েছেন।
রবিবার (৭ জুলাই) সকাল ১০টায় দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকচালক নিহত
নিহত চান মিয়া ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার থানা মোড় কলেজ গেট এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে এবং আহত ইয়াকুব আলী নওগাঁর মহাদেবপুরের বড়াইল এলাকার ইনছের আলীর ছেলে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, ময়মনসিংহ থেকে নওগাঁগামী ট্রাকের (ঢাকা মেট্টো-ট-১৬০৪১৬) সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও ভটভটিচালক আহত হন।
তিনি আরও বলেন, এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক চান মিয়া মারা যান। ভটভটি চালক ইয়াকুব আলী আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: অন্য গাড়ির পেছনে ধাক্কা দিয়ে ট্রাকচালক নিহত
মাগুরায় ট্রাকচাপায় ট্রাকচালক নিহত
৫১৬ দিন আগে
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ট্রাকচালক নিহত
যশোরের বেনাপোল বন্দর থানার সামনে ট্রাকচাপায় ৫৭ বছরের এক ভারতীয় ট্রাকচালক নিহত হয়েছেন।
রবিবার সকাল ৮টার দিকে বেনাপোল বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে আটক করেছে বেনাপোল বন্দর থানা পুলিশ।
আরও পড়ুন: নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিহত শ্যামসুন্দর ভারতের মথুরার আমরালা এলাকার তেজী সুন্দরের ছেলে।
আটক শিলন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হাকিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত জবি শিক্ষার্থীর মৃত্যু
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন কামাল ভূঁইয়া জানান, ভারতীয় ট্রাকচালক শ্যাম সুন্দর বন্দরের ভেতরে ট্রাক রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বাংলাদেশি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে বাংলাদেশি ট্রাকসহ চালককে আটক করা হয়।
এ ঘটনায় পোর্ট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
১১৪৬ দিন আগে