গুলি জব্দ
কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা, অস্ত্র-মোটরসাইকেল ও কয়েক রাউন্ড গুলি জব্দ
কুষ্টিয়া সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী টুটুল হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় শটগান, মোটরসাইকেল এবং কয়েক রাউন্ড গুলি জব্দ করেছে।
মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার মধুপুর পশুহাট সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে গুলিবিদ্ধ লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত টুটুল হোসেন (৪০) ওই গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালাচ্ছিলেন।
আরও পড়ুন: মানিকগঞ্জের ঝিটকা বাজারে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকা ক্ষতির দাবি
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান বলেন, ‘রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থানে টুটুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পাশ থেকে একটি শটগান, কয়েক রাউন্ড গুলি ও মোটরসাইকেল জব্দ করেছে। নিহতের মুখে আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে লাশ এখানে নিয়ে ফেলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
১৭৭ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ, এনজিও পরিচালক আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক এনজিওর নির্বাহী পরিচলককে আটকের দাবি করেছে পুলিশ। বৃস্পতিবার সকালে উপজেলার চৌডালা ব্রিজ চত্বর থেকে তাকে আটক করা হয়।
আটক মাসুদ রানা মধুমতি উন্নয়ন সংস্থা নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক। তার বাড়ি শিবগঞ্জ উপজেলায়।
আরও পড়ুন: রাজশাহীতে হেরোইনসহ ইউপি সদস্য আটক
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে থানা পুলিশের একটি দল উপজেলার চৌডালা ব্রিজ চত্বর এলাকায় মাসুদ রানাকে আটক করে তল্লাশি চালায়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এসময় তিনি অস্ত্রের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
আটকের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ১৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
১১১৩ দিন আগে