পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
নিরাপত্তা সহযোগিতা কোনো কৌশলগত জোট বোঝায় না: শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বুধবার বলেছেন, নিরাপত্তা সহযোগিতা বলতে কোনো কৌশলগত জোট বোঝায় না।
তিনি অবশ্য বলেছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে তারা সম্ভবত কিছু বড় ক্রয় পরিকল্পনার গতি কমিয়ে দিয়েছে, যা অর্থনৈতিক অবস্থার আরও উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
সরকার আরও অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোনিবেশ করছে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা কোনো যুদ্ধ চাই না। কিন্তু বাংলাদেশের স্বাধীনতায় আঘাত লাগলে, সার্বভৌমত্বে আঘাত লাগলে তা মোকাবিলায় আমাদের সরঞ্জাম লাগবে।’
রাজধানীর একটি হোটেলে 'বাংলাদেশ অ্যাট দ্য ক্রসরোডস' শীর্ষক এক ইন্টারেক্টিভ সেশনে তিনি এসব কথা বলেন।
দৈনিক ইত্তেফাকের প্রকাশক ও নির্বাহী পরিচালক তারিন হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
আরও পড়ুন: চীনের জিডিআই নিয়ে এখনই কিছু বলার নেই: শাহরিয়ার আলম
প্রতিমন্ত্রী বলেন, কোনো দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অর্থ এই নয় যে, বাংলাদেশ কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে।
তিনি বলেন, ‘আমাদের দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে হবে। আমাদের ফোর্সেস গোল ২০৩০ আছে। দেশের অর্থনৈতিক কল্যাণ এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।’
অবশ্যই চরমপন্থার ঝুঁকি সবসময়ই থাকে এবং বাংলাদেশ তা প্রতিরোধ করবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কোনো নিরাপত্তা হুমকির মধ্যে নেই।’
শাহরিয়ার বলেন, ফোর্সেস গোল ২০৩০ এর অংশ হিসেবে বাংলাদেশের কিছু কৌশলগত পরিকল্পনা রয়েছে এবং এটি সম্পন্ন হতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, ঢাকায় অবস্থানরত বিদেশি মিশনের কূটনীতিকরা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পৃথিবীর বর্ধিষ্ণু অর্থনৈতিক অঞ্চল হলো এশিয়া: শাহরিয়ার আলম
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি যথেচ্ছভাবে প্রয়োগের পরিবর্তে বস্তুনিষ্ঠতার সঙ্গে অনুসরণ করা হবে: বাংলাদেশের প্রত্যাশা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ আশা করে যে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি যথেচ্ছভাবে প্রয়োগের পরিবর্তে বস্তুনিষ্ঠতার সঙ্গে অনুসরণ করা হবে।
বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমের সামনে তিনি বিবৃতিটি পাঠ করেন।
ইউএস ইমিগ্রেশন অ্যান্ড অ্যাক্টের অধীনে তথাকথিত থ্রিসি বিধান অনুযায়ী ভিসা সীমাবদ্ধতা নীতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার বিষয়টি বাংলাদেশ সরকার আমলে নিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে সকল পর্যায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের দ্ব্যর্থহীন অঙ্গীকারের বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশ এই ঘোষণাকে দেখতে চায়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও রাজনৈতিকভাবে স্থিতিশীল দেশ এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে ধারাবাহিক নির্বাচন অনুষ্ঠানের অভিজ্ঞতা রয়েছে।
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনার জন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সত্তার কোনো বেআইনি কর্মকাণ্ড বা হস্তক্ষেপ প্রতিরোধ ও মোকাবিলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আরও পড়ুন: নতুন ভিসা নীতি শুধুমাত্র গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করার জন্য: রাষ্ট্রদূত হাস
বিবৃতি অনুযায়ী, নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক পর্যবেক্ষকসহ নির্বাচনী প্রক্রিয়া কঠোর নজরদারিতে থাকবে।
সরকার আশা করে যে স্থানীয় অগণতান্ত্রিক শক্তি যারা সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালায় তারা সতর্ক থাকবে এবং সংবিধানের নির্দেশিত নির্বাচনী প্রক্রিয়াকে বিপন্ন করার তাদের বিভ্রান্তিকর প্রচেষ্টা থেকে বিরত থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘কঠিন ত্যাগের মাধ্যমে অর্জিত দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দেশের উন্নয়ন অর্জনকে সমুন্নত রাখা সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করে।’
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর অব্যাহত অঙ্গীকারের পাশে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় সমর্থনকে বাংলাদেশ সরকার ইতিবাচকভাবে বিবেচনা করে।
আরও পড়ুন: মার্কিন ভিসা নীতি: বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা বিএনপির
মার্কিন সরকারের নতুন ভিসা নীতিতে বাংলাদেশ সরকার বিচলিত নয়: শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বুধবার বলেছেন যে মার্কিন সরকার ঘোষিত নতুন ভিসা নীতি বাংলাদেশ সরকারকে ‘বিচলিত করে না’, কারণ কর্তৃপক্ষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ‘প্রতিশ্রুতিবদ্ধ’।
তার প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি দ্রুত প্রতিক্রিয়ায় ইউএনবিকে বলেন, ‘এটা কোনো নিষেধাজ্ঞা নয়। বরং বিএনপির উদ্বিগ্ন হওয়া উচিত, কেননা নির্বাচনের আগে বা সময়ে সহিংসতা ভিসা বিধিনিষেধের আরেকটি মানদণ্ড।’
প্রতিমন্ত্রী বলেন, বৃহস্পতিবার নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানার পর তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ঘোষণা দেন- ‘এই নীতির অধীনে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি ব্যক্তির জন্য ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপে সক্ষম হবে।’
আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচনকে লক্ষ্য করে নতুন ভিসা নীতি ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের মহাসচিবের সঙ্গে জিএসপিসহ অন্যান্য বিষয় নিয়ে শাহরিয়ার আলমের আলোচনা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের সেক্রেটারি জেনারেল (মহাসচিব) স্টেফানো স্যানিনোর সঙ্গে বৈঠক করেন এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করেন।
তারা ইইউ'র নতুন জিএসপি (অগ্রাধিকারমূলক বাণিজ্য–সুবিধা) স্কিম এবং গ্লোবাল গেটওয়ে উদ্যোগের পাশাপাশি অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা করেন।
উভয়পক্ষ জলবায়ু পরিবর্তন, অভিবাসন, উপ-আঞ্চলিক, আঞ্চলিক ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা নিয়ে আলোচনা করে।
আলোচনায় রোহিঙ্গা সংকটের বিষয়টিও উঠে আসে।
বৈঠকে সংসদ সদস্য নাহিম রাজ্জাক এবং বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ ও ইইউ দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও গভীর করতে সম্মত
রাষ্ট্রদূতদের প্রকাশ্য বিবৃতি দেয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বুঝতে হবে: মার্কিন ডেপুটি সেক্রেটারিকে শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যুক্তরাষ্ট্রকে বলেন, রাষ্ট্রদূতদের কোনো প্রকাশ্য বিবৃতি দেয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বোঝা দরকার।
বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে টেলিফোনে তার কথা হয়।
ডেপুটি সেক্রেটারি ও প্রতিমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের পারস্পরিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।
শাহরিয়ার ও শেরমান কূটনৈতিক সম্পর্ক ১৯৬১-এর ভিয়েনা কনভেনশনে পারস্পরিক প্রতিশ্রুতির বিষয়েও কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন যে বাংলাদেশে কূটনৈতিক সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, রাষ্ট্রদূতরা বরাবরের মতো পর্যাপ্ত নিরাপত্তা পেতে থাকবেন।
আরও পড়ুন: কোনো দল নির্বাচনে অংশ না নেয়ার দায় সরকার নেবে না: শাহরিয়ার আলম
শারম্যান বাংলাদেশে তার বেশ কয়েকটি সফরের কথা উল্লেখ করেন, সাম্প্রতিক জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) নির্বাচনে বাংলাদেশের বিজয়ের জন্য শাহরিয়ারকে অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন করার জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রতিমন্ত্রীর সঙ্গে এই টেলিফোন কলটি ১২ ডিসেম্বর নির্ধারিত ছিল কিন্তু পরে তা পুনঃনির্ধারণ করা হয়।
আরও পড়ুন: বিদেশি মিশনের সঙ্গে নথি শেয়ারের কারণ জানালেন শাহরিয়ার আলম
‘বিজিবি সতর্ক, মিয়ানমার থেকে এখন কেউ ঢুকতে পারবে না’: শাহরিয়ার আলম
পর্তুগালের বিনিয়োগ,বায়ু বিদ্যুতের অভিজ্ঞতা চায় বাংলাদেশ: শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সম্ভাব্য বিনিয়োগ এবং সমুদ্র তীরে বায়ু বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা অনসন্ধানসহ নীল অর্থনীতিতে পর্তুগালের অভিজ্ঞতা চাইবে বাংলাদেশ।
শুক্রবার এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে নবায়নযোগ্য জ্বালানিতে পর্তুগালের বড় আকারের ও ন্যায়সঙ্গত বিনিয়োগ বিশ্বজুড়ে বর্তমান জ্বালানি সংকট থেকে অনেকাংশে রক্ষা করেছে।’
প্রতিমন্ত্রী আলম বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে কাজে লাগানো হয়নি এমন অনেক সম্ভাবনা রয়েছে। আমরা বিশ্বাস করি যে উভয় দেশে দ্বিমুখী বিনিয়োগ আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।’
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতা সিরিজের (ইপিএলএস) অংশ হিসেবে ‘বাংলাদেশ-পর্তুগাল সম্পর্ক: গভীর দ্বিপক্ষীয় সহযোগিতার সন্ধান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।
সেমিনারে অতিথি বক্তা হিসেবে পর্তুগাল প্রজাতন্ত্রের ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশনের সেক্রেটারি ড. ফ্রান্সিসকো আন্দ্রে ও আলোচক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বিআইআইএসএস’র চেয়ারম্যান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন।
বাংলাদেশে কোনও পর্তুগিজ কূটনৈতিক বা কনস্যুলার মিশনের অনুপস্থিতিতে বাংলাদেশিরা বিশেষ করে তাদের পরিবারের সদস্যদের জন্য ভিসার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হয়।
তিনি বলেন, ‘আমরা ড. আন্দ্রেকে আশ্বস্ত করেছি যে তার প্রশাসন অদূর ভবিষ্যতে সমস্যাটির একটি বাস্তবসম্মত সমাধান খুঁজতে কাজ করবে। যা প্রকৃতপক্ষে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে বিশাল এক গুণগত পার্থক্য করবে।’
ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পক্ষে কথা বলতে পর্তুগালের ওপর নির্ভর করছে বাংলাদেশ।
২৭ সদস্যবিশিষ্ট ইউরোপিয় ইউনিয়নের অনেক প্রতিযোগী অগ্রাধিকার রয়েছে। তাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই সংস্থায় নির্ভরযোগ্য একটি অংশীদার থাকা বেশ সহায়ক হবে।
আলম বলেন, ‘এটা আমাদের জন্য আশ্বস্তের বিষয় যে পর্তুগাল ২০২৯ সালের পরেও ইইউ বাজারে বাংলাদেশের জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য অনুকূল থাকবে। আমি নিশ্চিত যে ইউরোপীয় ইউনিয়নে আমাদের সম্পৃক্ততাকে আরও কৌশলগত দিকে নেয়ার প্রচেষ্টাকে উপলব্ধি করতে পর্তুগাল সময়ের সঙ্গে সঙ্গে একটি অনুঘটক ভূমিকা পালন করবে।’
তিনি পর্তুগালকে মানবিক সহায়তা, ন্যায়বিচার ও জবাবদিহিতা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য তার কণ্ঠস্বর ও সমর্থন বজায় রাখার আহ্বান জানান।
বাংলাদেশ পর্তুগালকে ‘লস অ্যান্ড ড্যামেজ’ এজেন্ডাকে সমর্থনসহ জলবায়ু কর্মকাণ্ডে এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আমাদের মহাসাগরগুলোকে সংরক্ষণ ও রক্ষা করার বিষয়ে পর্তুগালের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমরা ২০২৭-২০২৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য পর্তুগালের আকাঙ্ক্ষাকে যথাযথভাবে বিবেচনা করেছি।’
প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে বিনিয়োগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: ‘ঈশ্বরদী বিমানবন্দর’ সচল করতে রাশিয়ার বিনিয়োগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
উভয় দেশ ২০২৪ সালে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করবে।
শাহরিয়ার আলম বলেন, ‘আমরা উপযুক্ত আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি করতে এখন থেকে পরিকল্পনা করতে সম্মত হয়েছি।’
তিনি বলেন যে এই বছর পর্তুগালের সঙ্গে তারা যে নতুন যাত্রা ও সম্পৃক্ততা শুরু করেছে তা আগামী বছরগুলোতে এক পরিপক্ক, প্রাণবন্ত ও বহুমাত্রিক আভ্যন্তরীণ কাজের সূচনা করবে।
বক্তারা মোটামুটি ১৬ শতক থেকে শুরু করে বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের ওপর আলোকপাত করেন।
তারা এই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক তুলে ধরেন এবং নতুন উপায় খুঁজে বর্তমান অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নেয়ার ওপর জোর দেন।
বক্তারা নবায়নযোগ্য জ্বালানি, সবুজায়ন, টেকসই উন্নয়ন, জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের ওপর জোর দেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উদযাপনে ভারতে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ টিকা পাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী