ভিসা আবেদন
সোমবার দুপুরের মধ্যে ভিসা আবেদন না করলে হজে যাওয়া অনিশ্চিত
হজে যেতে আগ্রহী ব্যক্তিদের সোমবার (৫ মে) দুপুর ১২টার মধ্যে ভিসার আবেদন করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় হজে যেতে পারবেন না হজযাত্রীরা। লিড বা সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এখন পর্যন্ত ১০ হাজারের বেশি হজযাত্রীর ভিসা হয়নি বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
শনিবার (৩ মে) দুপুর বারোটায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে পাঠানো ক্ষুদে বার্তার বরাত দিয়ে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, যেসব হজযাত্রীর পাসপোর্ট, বায়োমেট্রিক, হোটেল বা বাড়ি ও ফ্লাইটের তথ্য দিয়ে এখনও ভিসার আবেদন দাখিল করা হয়নি, তাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ ৫ মে দুপুর ১২টার মধ্যে ভিসার আবেদন নুসুক মাসার প্লাটফর্মে এ দাখিল করতে হবে।
আরও পড়ুন: পারমিট ছাড়া হজ পালন না করতে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধ এরপরে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়ার পর আর কোনোভাবেই ভিসার আবেদন দাখিল করা যাবে না। ফলে উল্লেখিত সময়ের মধ্যে যেসব হজযাত্রীর ভিসার আবেদন দাখিল করা হবে না, তারা চলতি বছরে হজে যেতে পারবেন না।
এ কারণে সোমবার দুপুর ১২ টার মধ্যে পাসপোর্ট, বায়োমেট্রিক, হোটেল বা বাড়ি ও ফ্লাইটের তথ্যসহ ভিসার আবেদন করার জন্য সংশ্লিষ্ট সব লিড এজেন্সিকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
এতে আরও বলা হয়, হজ এজেন্সির অবহেলার কারণে কোনো হজযাত্রীর ভিসার আবেদন ৫ মে দুপুর ১২টার মধ্যে দাখিল করা না হলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট লিড এজেন্সিকেই বহন করতে হবে।
এছাড়া, তাদের অবহেলার কারণে কোন হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হলে ওই সমন্বয়কারী এজেন্সি বা লিড এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ ও ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২’ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ হবে ৩১ মে।
এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।
আরও পড়ুন: হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন ২২,২০৩ হজযাত্রী। চলতি বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত সর্বমোট ২২ হাজার ২০৩ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে দু'জন হজযাত্রী মারা গেছেন।
রোববার (৪ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, সৌদি আরবে যাওয়া সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৫৬৪ জন। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৭ হাজার ৬৩৯ জন। মোট হজ ফ্লাইট সংখ্যা ৫৪টি।
সর্বশেষ ২ মে হজযাত্রী ফরিদুজ্জামান (৫৭)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো দুজন।
২১৪ দিন আগে
ঝুঁকি এড়াতে দ্রুত ভিসা আবেদনের আহ্বান ভিএফএস গ্লোবালের
শেষ মুহূর্তের চ্যালেঞ্জ এড়াতে ভিসা আবেদনকারীদের সতর্ক থাকতে এবং আগেভাগে ভিসার জন্য আবেদন করার আহ্বান জানিয়েছে বিশ্বের সরকার ও কূটনৈতিক মিশনগুলোর জন্য বিশ্বের বৃহত্তম ভিসা আউটসোর্সিং ও প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল।
অনেক ভুয়া ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট/পেইজ অর্থের বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দাবি করছে। এমনকি আবেদনকারীদের প্রতারিত করতে ভিএফএস গ্লোবালের নাম ব্যবহার করছে। ইতোমধ্যে এগুলোর বিরুদ্ধে রিপোর্ট করেছে ভিএফএস গ্লোবাল।
বুধবার এক বিবৃতিতে ভিএফএস গ্লোবাল বলেছে, 'একটি দায়িত্বশীল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি অব্যাহত রেখেছি।’
আরও পড়ুন: আয়ারল্যান্ডের মন্ত্রীকে ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
বিভিন্ন দেশের সরকারের বিশ্বস্ত অংশীদার হিসেবে ভিএফএস গ্লোবাল জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়ায় তারা সবার আগে প্রশাসনিক দাপ্তরিক কাজগুলো পরিচালনা করে।
এর মধ্যে রয়েছে সরকার প্রদত্ত চেকলিস্ট অনুযায়ী আবেদনপত্র ও ডকুমেন্টেশন সংগ্রহ করা, প্রযোজ্য ক্ষেত্রে বায়োমেট্রিক্স তালিকাভুক্ত করা এবং দূতাবাস বা কনস্যুলেটের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শেষে পাসপোর্টের নিরাপদ ফেরত নিশ্চিত করা।
বিবৃতিতে বলা হয়, ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টের প্রাপ্যতা নিয়ন্ত্রণ করে না। এগুলো আমরা যেসব সরকারকে সেবা দিচ্ছি সেসব সরকার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। ভিসা অ্যাপয়েন্টমেন্টের প্রাপ্যতা, বাধ্যতামূলক ডকুমেন্টেশন এবং ভিসা আবেদনের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট সরকারের বিবেচনার উপর নির্ভর করে। প্রক্রিয়াকরণের সময়ও তাদের নিয়ন্ত্রণ রয়েছে।
এসব ক্ষেত্রে ভিএফএস গ্লোবালের কোনো ভূমিকা নেই বলেও বিবৃতিতে জানানো হয়।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে এক বছরে ভিসা আবেদন বেড়েছে দিগুণ: ভিএফএস গ্লোবাল
ভিসা অ্যাপয়েন্টমেন্ট বিনামূল্যে এবং আগে আসলে আগে পাওয়ার ভিত্তিতে শুধুমাত্র www.vfsglobal.com ওয়েবসাইটে পাওয়া যায়।
মহামারির পরে কাজের ভিসাসহ ভিসা ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্টের প্রাপ্যতা সীমিত দেখা গেছে।
এ বিষয়ে ভিএফএস গ্লোবাল জানিয়েছে, গ্রে অপারেটর / কালোবাজারিরা পরিস্থিতির অপব্যবহার করছে এবং অর্থের বিনিময়ে ভিসা অ্যাপয়েন্টমেন্টের প্রতিশ্রুতি দিচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশসহ ১৪২ দেশে যুক্তরাজ্যের ভিসা সেবা দেবে ভিএফএস গ্লোবাল
৬১৭ দিন আগে
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ভিসা আবেদনের পেমেন্ট পদ্ধতির পরিবর্তন
যুক্তরাজ্য ভিসা ও অভিবাসন (ইউকেভিআই) বাংলাদেশে শিগগিরই তাদের সমস্ত ভিসা আবেদনের অর্থ পরিশোধ পদ্ধতি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করতে যাচ্ছে। বর্তমানে, গ্রাহকদের জন্য অনলাইনে অথবা ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে নগদ অর্থের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করার ব্যবস্থা রয়েছে।
২৮ নভেম্বর থেকে যুক্তরাজ্য ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদনকারী সকলকে যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফি জমা দেয়ার পর আবেদনকারীরা তাদের মনোনীত ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে পাসপোর্ট ও বায়োমেট্রিক তথ্য জমা করতে পারবেন।
আরও পড়ুন: কর্মকর্তা-কূটনীতিকদের ভিসা মওকুফে চুক্তি সই করল বাংলাদেশ ও কসোভো
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, 'কাজ, পড়াশোনা ও ভ্রমণের জন্য যুক্তরাজ্য অনেকের কাছেই পছন্দের শীর্ষে। জুলাই ২০২১ থেকে জুন ২০২২, এই এক বছরে বাংলাদেশি নাগরিকদের জন্য ২৪ হাজার ৪০০ এর বেশি যুক্তরাজ্য ভিসা ইস্যু করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৮৪ শতাংশ বেশি। বাংলাদেশের চলমান ডিজিটাইজেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি অবলম্বন করা এবং সকল আবেদনকারীর জন্য ভিসা আবেদনের অর্থ পরিশোধ প্রক্রিয়া সহজতর করার এখনই সময়।'
তিনি আরও বলেন, এই পরিবর্তনের ফলে কোন ভিসা আবেদনকারী কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে তার জন্য যুক্তরাজ্য ভিসা ও অভিবাসন (ইউকেভিআই) দুঃখ প্রকাশ করছে।
সকল ভিসা আবেদনকারীকে ভিসার আবেদন শুরু করার আগেই সঠিক পেমেন্ট পদ্ধতি নিশ্চিত করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
আরও পড়ুন: মাল্টার ওয়ার্ক পারমিট ভিসা যেভাবে আবেদন করবেন
চট্টগ্রামে ভারতের ভিসা নিতে গিয়ে পদদলিত হয়ে বৃদ্ধের মৃত্যু
১১১০ দিন আগে