তদন্ত কমিটি গঠিত
লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি
লালমনিরহাট রেলওয়ে স্টেশনের অদূরে বিডিআর গেট এলাকার কাছে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। লালমনিরহাট রেল বিভাগের ডিভিশনাল ট্রাফিক সুপারইন্টেডেন্ট আব্দুল্লাহ আল মামুনকে কমিটির প্রধান করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রী নামিয়ে দেয়। এরপর সেটি ওয়ার্ক শেডের দিকে পরিষ্কারের জন্য অগ্রসর হচ্ছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬৬ নম্বর কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশের চেষ্টা করে। একই লাইনে থাকা অবস্থায় ট্রেন দুটি মুখোমুখি চলে এলে কমিউটার ট্রেনটি লালমনি এক্সপ্রেসের পেছনে ধাক্কা দেয়। এতে এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয় এবং রেললাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল রাত ৮টার পরে লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় লালমনি এক্সপ্রেস ট্রেনের অন্তত ৮ যাত্রী আহত হন।
আহত যাত্রীদের মধ্যে আকলিমা বেগম নামের এক নারী বলেন, ‘ট্রেনটি স্টেশনে ঢোকার আগ মুহূর্তে বিকট শব্দ হলো। কিছু বুঝে ওঠার আগেই আমি ও আমার মেয়ে সিট থেকে পড়ে যাই। মাথা ও হাতে আঘাত পেয়েছি।’
বিডিআর গেট এলাকার স্থানীয় ব্যবসায়ী রশিদুল ইসলাম জানান, ‘প্রতিদিনের মতো এক্সপ্রেস ট্রেনটি লোকশেডে ঢোকার আগ মুহূর্তে আচমকা কমিউটার ট্রেনটি এসে পেছন থেকে ধাক্কা দেয়।’
দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কাজে সহায়তা করেন।
আরও পড়ুন: লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষে দুটি বগি লাইনচ্যুত
রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আরএমবি বেনজির আহমেদ বলেন, ‘বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পুলিশ মোতায়েন রয়েছে এবং উদ্ধার কাজ দ্রুত চালানো হয়েছে।’
রেলওয়ের লোকো দপ্তরের ডিএমই সাজিদ হাসান নির্ঝর বলেন, ‘ঘটনায় কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, ‘চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
১২৯ দিন আগে
আদালত চত্বর থেকে ২ জঙ্গি ছিনতাই: আরেকটি তদন্ত কমিটি গঠিত
ঢাকার একটি আদালতের প্রাঙ্গণ থেকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আনসার আল-ইসলামের সদস্যদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির পালানোর ঘটনা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগ চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।
রবিবার (২০ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
আরও পড়ুন: পেপার স্প্রে করে জঙ্গি ছিনতাই: আদালতের ৫ পুলিশ সদস্য বরখাস্ত
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিরাপত্তা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রিজন সাব-ডিভিশন) এর নেতৃত্বে গঠিত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রবিবার জাগৃতি পাবলিকেশন্সের প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের (ঢাকা সিএমএম কোর্ট) প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়।
পলাতক আসামিরা হলেন- আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব ও মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে সিফাত ওরফে ইমরান।
২০১৫ সালের ৩১ অক্টোবর ঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের ছেলে প্রকাশক দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।
আরও পড়ুন: পেপার স্প্রে দিয়ে জঙ্গি ছিনতাই: নাটোর আদালতে বিপুল নিরাপত্তায় আনসারুল্লাহ বাংলা টিমের আরিফ
পেপার স্প্রে করে জঙ্গি ছিনতাই: হিলি সীমান্তে বাড়তি সতর্কতা
১১০৮ দিন আগে