২ শিশু
ফেনীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ফেনীর দাগনভূঞায় পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ মে) দুপুরে উপজেলায় ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে হাটপুকুর মোহাম্মদ আলী মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— সাইফুল ইসলামের ছেলে নাফিস (৯) ও নেজাম উদ্দিনের ছেলে ইয়াছিন (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে সবাই যখন জুমার নামাজে চলে যান, তখন তারা বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। মসজিদ থেকে এসে তাদেরকে এদিক সেদিক খোঁজ করে না পেয়ে পরে পুকুরে খোঁজ করলে পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। দুপুর ২টা ২০ মিনিটে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
২১৬ দিন আগে
গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামের নাহিদ মিয়ার ছেলে মোমিন মিয়া ও মোরছালিন মিয়া একই গ্রামের মাইদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে ওই দুই শিশু খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ের স্বজনরা পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, ‘পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশু মারা গেছে। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।’
২৫৯ দিন আগে
খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
চাঁদপুরের কচুয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো— উপজেলার কড়ইয়া গ্রামের অটোরিকশা চালক আলমের ছেলে মেহেদী হাছান (৫) ও মাসুদ বাবুর্চির ছেলে জাবেদ (৫)।
শিশু জাবেদের বাবা মাসুদ বলেন, ‘দুপুরে জাবেদ তার বন্ধুদের সঙ্গে খেলতে যায়। প্রায় দুই ঘণ্টা তাদের কোনো খোঁজ ছিল না। একপর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে তাদের দুজনকে পানিতে ভেসে উঠতে দেখেন মেহেদী হাছানের ফুফু।’
‘এমন দৃশ্যে তিনি চিৎকার করতে থাকেন। তখন আশপাশের লোকজন আমাদের খবর দিলে দ্রুত উদ্ধার করা হয়। এর মধ্যে দেখি আমার ছেলে জাবেদ আর নাই।’
আরও পড়ুন: সিরাজগঞ্জে নদীতে ডুবে ৩ কলেজছাত্র নিখোঁজ, একজনের লাশ উদ্ধার
হাসানের বাবা আলম বলেন, ‘আমার ছেলে হাছান জাবেদের সঙ্গে খেলা করছিল। আমার বোন গোসল করতে গিয়ে তাদের পানিতে ভেসেতে দেখে। পরে হাছান ও জাবেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নাই বলেও জানান উভয় শিশুর বাবা।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হোসাইন ইউএনবিকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।’
২৬৬ দিন আগে
কুষ্টিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে তামিম হোসেন (১২) ও আশিক আহমেদ (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষিকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
তামিম ওই গ্রামের রাকিবুলের ছেলে ও আশিক আকছেদ মন্ডলের ছেলে।
আরও পড়ুন: মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বেশ কয়েকজন শিশু গোসল করতে নামে।
এসময় তামিম ও আশিক পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুদের চিৎকারে এলাকাবাসীরা এসে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুপুরে পুকুরের পানিতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: নাফ নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
সিলেটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
৪৫৪ দিন আগে
নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরের বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নেমে মীম (১১) ও হাসি (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বাগচির খামার ইন্দারারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিংড়ায় আত্রাই নদীতে পড়ে শিশুর মৃত্যু
নিহত মীম উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বাগচির খামার ইন্দারারপাড় এলাকায় মোন্নাফ মিয়া এবং হাসি একই এলাকার হাবিবুর রহমানে মেয়ে।
উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলক চন্দ্র বর্মন বলেন, ‘বুড়ি তিস্তা নদীতে শুক্রবার দুপুরে দাদি হাসেনা বেগমকে সঙ্গে নিয়ে হাসি ও মীম গোসল করতে যায়। গোসলের উদ্দেশ্যে দুই শিশু পানিতে ডুব দেয়। ১৫ মিনিট অতিবাহিত হওয়ার পরও তাদের সাড়াশব্দ না পেয়ে তাদের দাদির চিৎকারে লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে। পরে নদী থেকে হাসি ও মীমের লাশ উদ্ধার করা হয়।’
আরও পড়ুন: পিরোজপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
৪৯৬ দিন আগে
পিরোজপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে জান্নাতি আক্তার ও তাইফা আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিহত জান্নাতি (৩) আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউসুফের মেয়ে এবং তাইফা (৩) একই এলাকার খালেক শেখের মেয়ে।
শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি বলেন, ‘শুক্রবার ১১টার দিকে কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে জান্নাতি ও তাইফা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।’
আরও পড়ুন: জামালপুরে বন্যার পানিতে ডুবে যুবকের মৃত্যু
স্থানীয় ইউপি সদস্য মো. ওমর ফারুক বলেন, ‘জান্নাতি ও তাইফা বাড়ির বাইরে খেলতে যায়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করলে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। বেলা ১১টার দিকে তাদের দুইজনকে পাশের পুকুর থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রঞ্জন বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’
আরও পড়ুন: শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
৪৯৭ দিন আগে
চাঁদপুরে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশু লাশ উদ্ধার করা হয়েছে।
দুই শিশু হলো- ওমর ফারুক (৫) ও জিহাদ হোসেন মানিক (৬)।
আরও পড়ুন: ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি যাওয়া শিশুর লাশ মিলল বিলে
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত ওমর ফারুক হাওলাদার বাড়ির শাহ পরানের ছেলে এবং জিহাদ হোসেন মানিক একই বাড়ির জুয়েলের ছেলে। তারা চাচাতো ভাই।
স্বজনরা জানায়, ওমর ফারুকের বাবা শাহ পরান গ্রামের একটি দোকান থেকে চিপস কিনে দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন। বেশ কিছুক্ষণ হলেও তারা বাড়ি পৌঁছায়নি। পরে খুঁজে না পেয়ে বাড়ির পাশের একটি পুকুরে জাল ফেলা হয়। সেখান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রশিদ ইউএনবিকে বলেন, কোনো অভিযোগ না থাকায় রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: তিস্তায় নৌকাডুবি: নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তিস্তায় নৌকাডুবি: শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ৭
৫২৫ দিন আগে
রংপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
রংপুরে নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুন) দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের ভুরারঘাটে ঘাঘট নদীতে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে খালে ডুবে দুই শিশু নিখোঁজ
নিহতরা হলো- আজমাইন (১১) ভুরারঘাট এলাকার আনিসুল ইসলামের মেয়ে এবং জিম (৭) রতন মিয়ার ছেলে। নিহতরা সম্পর্কে জ্যাঠাত-চাচাতো ভাই-বোন।
আজমাইন স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণি ও জিম ওই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আতাউর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ২ শিশুর লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: দিনাজপুরে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
শরীয়তপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৫২৬ দিন আগে
সিলেটে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সিলেটের জকিগঞ্জে পানিতে ডুবে ইভা (৭) ও শুভা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে) সকালে উপজেলার সুলতানপুর ইউনিয়নের গেছুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজশাহীতে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নিহত শিশু ইভা উপজেলার গেছুয়া গ্রামের গোউস উদ্দিনের মেয়ে এবং শুভা ইকরাম উদ্দিনের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই শিশু। পরে স্থানীয়রা তাদের লাশ পুকুর থেকে উদ্ধার করে।
জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পানিতে ডুবে ২ জনের মৃত্যু
বীরগঞ্জে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
৫৫৫ দিন আগে
কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে কাজী ইয়াছিন আরাফাত ও রোজা মনি নামে ৩ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ঝর্ণার পানিতে ডুবে যুবকের মৃত্যু
নিহত দুই শিশু হলো- উপজেলার কালারাইয়া গ্রামের কাজী তানভীর মিয়ার ছেলে কাজী ইয়াছিন আরাফাত এবং একই এলাকার মিদন মিয়ার মেয়ে রোজা মনি।
শিশু ইয়াছিন আরাফাতের বাবা কাজী তানভীর মিয়া বলেন, ‘আমার চাচাতো বোন রোজা ও আমার ছেলে ইয়াছিন বাড়ির পেছনের পুকুর পাড়ে খেলতে গেলে কিছুক্ষণ পর পুকুরের পানিতে তাদের ভাসতে দেখি। তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।’
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ‘আমরা দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তাদের আমাদের হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। অভিভাবকরা শিশুদের লাশ নিয়ে যায়।’
আরও পড়ুন: রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
৫৮৩ দিন আগে