তানিয়া আক্তার
ময়মনসিংহে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালের দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজিবপুরে পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু!
নিহতরা হলো- ওই এলাকার ওসমান গনির মেয়ে আছিয়া আক্তার (৪) ও সাইদুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার (৪)। তারা দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে নিহত পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার বিকালে বাড়ি থেকে ২০০ গজ দূরে পুকুরপাড়ে তিন চারজন শিশু খেলা করছিল। এসময় শিশু আছিয়া ও তানিয়া পুকুরের পানিতে পড়ে যায়।
তখন ওই দুই শিশুর চাচাতো ভাই জুবায়ের (৪) দৌড়ে বাড়িতে গিয়ে খবরটি জানায়। পরে তাদের পরিবারের লোকজন পুকুরে গিয়ে মৃত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে।
ওসি আরও বলেন, নিহত শিশুদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
১০৯১ দিন আগে