লক্ষ্য অর্জন
বাণিজ্য লক্ষ্য অর্জনে বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: উপদেষ্টা
জনবহুল দেশ বাংলাদেশ-পাকিস্তানের মধ্য কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে দুদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, ‘বাংলাদেশ-পাকিস্তানের বিজনেস ফোরাম দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক শক্তিশালী ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সোমবার (২৮ এপ্রিল) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও দুদেশের মধ্যে যে বাণিজ্য—তা প্রত্যাশিত নয়। কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে দুদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।’
শেখ বশিরউদ্দীন বলেন, ‘দুদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাণিজ্য সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য প্রসার এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণের প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে।’
এসময় তিনি দুদেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: উচ্চ আদালতে আমাদের হস্তক্ষেপের সুযোগ নেই: আইন উপদেষ্টা
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ-পাকিস্তান এই দুদেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা নিয়ে আলোচনার পাশাপাশি সেগুলো কিভাবে যৌক্তিক করা যায় সেটি আমাদের বের করতে হবে।’
দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) সঙ্গে পাকিস্তান রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (পিআরজিএমইএ) সমঝোতা স্মারক সই হয়।
২২১ দিন আগে
২০২৩ সালে আমরা আরও ভালোভাবে প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ২০২৩ সালে লক্ষ্য অর্জনে সরকার দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জ মোকাবিলায় ভালোভাবে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, যদি এটি আরও চ্যালেঞ্জিং বলে মনে হয় তবে আমরা আরও ভালভাবে প্রস্তুত রয়েছি।
আরও পড়ুন: ইরানের উপমন্ত্রী ও শাহরিয়ার আলমের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ২০২২ সালকে নতুন বাজার খোলায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে জড়িত থাকার পরিপ্রেক্ষিতে একটি অত্যন্ত সফল বছর হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন এখনও শুরু হয়নি, এটা ব্যর্থতা।
এক প্রশ্নের জবাবে শাহরিয়ার বলেন, সরকার অন্তত একটি প্রতিষ্ঠান হিসেবে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত রয়েছে।
তিনি বলেন, বেদনাদায়ক, এটি একটি ধীর প্রক্রিয়া। আমরা আমাদের প্রচেষ্টা জোরদার করব।
তিনি বলেন, ভুল তথ্য ও অন্যান্য সমস্যা মোকাবিলায় একটি আইনের প্রয়োজন রয়েছে। তবে ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের হয়রানির জন্য নয়।
আরও পড়ুন: রাষ্ট্রদূতদের প্রকাশ্য বিবৃতি দেয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বুঝতে হবে: মার্কিন ডেপুটি সেক্রেটারিকে শাহরিয়ার আলম
শিগগিরই প্রধানমন্ত্রীর জাপান সফর অনুষ্ঠিত হবে: শাহরিয়ার আলম
১০৬৯ দিন আগে