পদযাত্রা
ফেনীতে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দাবিতে পদযাত্রা
টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেনী অফিস অভিমুখে পদযাত্রা করেছে জেলার ৬ উপজেলার স্বেচ্ছাসেবীসহ সাধারণ মানুষ।
বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করেন তারা। মহিপাল পাউবোর সামনে বিক্ষোভের মধ্য দিয়ে সকাল ১১টার দিকে পদযাত্রাটি শেষ হয়।
পরে, পাউবো কর্মকর্তাদের হাতে ৮ দফা দাবির লিফলেট তুলে দেন তারা। এ সময় আন্দোলনকারীরা নানা প্রতিবাদী স্লোগান দেন।
পদযাত্রার আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের দাবিতে বিভিন্ন মহলে দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। এবার শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে দাবিগুলোর ব্যাপারে জোরালো জনমত গড়ে তোলা হবে।
পদযাত্রা কর্মসূচির সংগঠক ওসমাণ গণি রাসেল বলেন, টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে ফেনী পাউবো অভিমুখে পদযাত্রা সম্পন্ন হয়েছে। এতে, ফেনীর ৬ উপজেলার স্বেচ্ছাসেবীসহ সাধারণ মানুষের সর্বাত্মক অংশগ্রহণ ছিল।
নিশাদ আদনান নামের আরেক সংগঠক বলেন, ফেনীর বিভিন্ন মহলে পদযাত্রা কর্মসূচি নিয়ে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ যেন জনদুর্ভোগের কারণ না হয় সেদিকটিও খুব গুরুত্বের সঙ্গে বিবেচনায় ছিল।
পদযাত্রার সংগঠক আবদুর রহিম ফরহাদ বলেন, আমাদের কর্মসূচিটি ছিল সর্বাত্মক। ফেনীর প্রবাসীদের সার্বিক সহযোগিতায় সাধারণ মানুষেরা পদযাত্রায় অংশগ্রহণ করেন।
পদযাত্রার দাবিগুলো হলো— টেকসই ও প্রজন্মভিত্তিক বাঁধ নির্মাণ, বাঁধ নির্মাণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া, নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ, মুসাপুর ক্লোজার ও তৎসংশ্লিষ্ট এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণ, খাল খনন ও ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া, দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা ও ২০২৪ এর বন্যায় সরকার ঘোষিত পুনর্বাসন প্রকল্পের প্রতিবেদন ও ব্যবসা, বাড়িঘর, ফসল, গবাদি পশু, মুরগি, মৎস্য খামারের সঠিক তথ্য প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা।
এ দিকে, এই কর্মসূচি ঘিরে সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডসহ শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
১৩৫ দিন আগে
ফরিদপুরের উদ্দেশে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা
পূর্বঘোষণা অনুযায়ী ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নিতে খুলনা ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
গতকাল (বুধবার)গোপালগঞ্জে সমাবেশে ছাত্রলীগের হামলার পর খুলনায় যান তারা। সেখানে খুলনা সার্কিট হাউজ এবং হোটেল সিটি ইন-এ রাত্রিযাপন শেষে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তারা খুলনা ত্যাগ করেন।
এনসিপি নেতাদের ওই বহরে রয়েছেন, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ আরও কয়েকজন।
আরও পড়ুন: গোপালগঞ্জে হামলা: সারা দেশে এনসিপির বিক্ষোভ আজ
তাদের খুলনা ত্যাগের বিষয়টি নিশ্চিত করে এনসিপির খুলনার মুখ্য সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত বলেন, তারা যশোর হয়ে ফরিদপুর যাবেন। সেখানে তাদের পদযাত্রা সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।
এনসিপি সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার ফরিদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংক মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি। এরপর সেখানে পদযাত্রা-পরবর্তী পথসভা করবে তারা। ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
১৪১ দিন আগে
যমুনা অভিমুখে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের বাধা, হাতাহাতি
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রায় শাহবাগ পেরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা।
অব্যাহত খুন-ধর্ষণ-নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ৮ বছরের শিশু আছিয়াসহ সব ধর্ষণের বিচারের দাবিতে মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা।
দুপুর আড়াইটার দিকে মিছিলটি শাহবাগ পেরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশি বাধার মুখে পড়ে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগুতে চেষ্টা করলে পুলিশ তাদের ওপর চড়াও হয় এবং দুপক্ষের মধ্যে দফায় দফায় হাতাহাতি হয়।
আরও পড়ুন: বরিশালে আ.লীগ-ছাত্রলীগের হাতাহাতি, ছবি তোলায় ৩০ সাংবাদিককে অবরুদ্ধ
২৬৯ দিন আগে
উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা বাধার মুখে
জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রা বাধার মুখে পড়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এসে পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে থাকতে দেখা গেছে।
এরআগে দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। এরআগে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে বেলা তিনটার পর শিক্ষাভবন মোড়ে এলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। তারা শিক্ষাভবন মোড়ে আসার আগেই পুলিশ ব্যারিকেড দেয়।
আরও পড়ুন: শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে: সেনাপ্রধান
২৮৪ দিন আগে
তিস্তা বাঁচানোর পদযাত্রায় মানুষের ঢল
তিস্তা রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে তিস্তার ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় তিস্তা ব্রিজের লালমনিরহাট সীমান্ত থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে এ পদযাত্রা হয়।
‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ তিস্তাপাড়ের মানুষেরা অংশ নিয়েছেন। পদযাত্রায় নেতৃত্ব দেন তিস্তা রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
আরও পড়ুন: তিস্তা ব্যারাজে হঠাৎ বেড়েছে পানি, ফসলহানির আশঙ্কা
প্রথম দিনের মতো সমাপনীর দিনও সকাল থেকেই তিস্তা নদীবেষ্টিত রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী ও কুড়িগ্রামের ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।
২৮৯ দিন আগে
চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ন্যায় বিচারের দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা
মুষলধারে বৃষ্টির মধ্যে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে চাঁদপুর জেলা জজ আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উত্তর পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: 'মার্চ ফর জাস্টিস': যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
বিক্ষোভের শুরুতে শিক্ষার্থীরা জেলা জজ আদালতের সম্মুখে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। পরে তাদের সরিয়ে সড়কের একপাশে নিয়ে যাওয়া হয়। সেখানে মুষলধারে বৃষ্টির মধ্যেই শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা স্লোগান দেন- ‘আমার খাও, আমার পর, আমাকে গিয়ে গুলি কর’; ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’; ‘আমার ভাই মরল কেন, আমার বোন মরল কেন? জবাব চাই’; ‘দিয়েছি ত রক্ত আরও দেব রক্ত’; ‘কোটা না মেধা, মেধা, মেধা..।’
৪৯২ দিন আগে
ঢাকাসহ সারা দেশে বিএনপির শোকমিছিল আজ
মঙ্গলবার দলের পদযাত্রার সময় লক্ষ্মীপুরে কৃষকদল নেতা নিহতের প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) ঢাকাসহ দেশব্যাপী ‘শোকমিছিল’ করবে বিএনপি।
মঙ্গলবার দল ও জোটের শরিকদের পদযাত্রায় হামলার প্রতিবাদ জানাতেও আজকের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোকমিছিল বের করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী অভিমুখে দ্বিতীয় দিনের পদযাত্রা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কর্মসূচি ঘোষণা করেন।
পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের সব মহানগর ও জেলা শহরে শোকমিছিল বের করা হবে।
তিনি বলেন, বিকাল ৩টায় নয়াপল্টন থেকে একটি শোকমিছিল বের করে শান্তিনগর, মালিবাগ ও মৌচাক হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।
আরও পড়ুন: ১০ দফা দাবি এক দফায় পরিণত, শেখ হাসিনার পদত্যাগ: ফখরুল
তিনি বলেন, সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের মসজিদে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করবেন দলের নেতা-কর্মীরা।
এক দফা আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার ও বুধবার রাজধানীসহ সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।
মঙ্গলবারের কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত একজন নিহত ও কয়েকশ’ মানুষ আহত হন।
একই দিন রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে।
১২ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করে 'নিরপেক্ষ' সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে 'এক দফা' আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
আরও পড়ুন: আর নিপীড়ন সহ্য নয়, উপযুক্ত জবাব দিন: মির্জা আব্বাস
এক দফা আন্দোলন: আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু
৮৬৯ দিন আগে
১০ দফা দাবি এক দফায় পরিণত, শেখ হাসিনার পদত্যাগ: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ দফা দাবি এখন এক দফায় পরিণত হয়েছে- শেখ হাসিনার পদত্যাগ।
তিনি বলেন, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
বুধবার বিকালে দিনাজপুরের ইনস্টিটিউট চত্বরে প্রধান অতিথির ভাষণে মির্জা ফখরুল বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংসদ এবং জনগণের একটি নতুন সরকার গঠন করতে হবে।’
তিনি বলেন, ‘এই আন্দোলন শুধু বিএনপি বা খালেদা জিয়া বা তারেক রহমানের আন্দোলন নয়, এই সংগ্রাম সারা দেশের ১৮ কোটি মানুষের মুক্তির আন্দোলন।’
আরও পড়ুন: বিএনপি রাজধানীতে শোক সমাবেশ করবে বৃহস্পতিবার
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন। বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. এ.জেড.এম. জাহিদ হোসেনসহ অন্যান্যরা।
এর আগে বিভাগের ৮ জেলার নেতা-কর্মীরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে সভাস্থলে জড়ো হন।
সমাবেশ শেষে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হয়।
এদিকে ছাত্রলীগের হামলায় দলের ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেন ফখরুল।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ
আর নিপীড়ন সহ্য নয়, উপযুক্ত জবাব দিন: মির্জা আব্বাস
৮৬৯ দিন আগে
এক দফা আন্দোলন: আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে এক দফা আন্দোলনের অংশ হিসেবে উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু করেছে বিএনপি।
বুধবার বেলা ১১টা ৫ মিনিটে উত্তরার আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রখর রোদে টানা দ্বিতীয় দিনের মতো বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী এই পদযাত্রায় অংশ নেন।
আজ অন্যান্য সব মহানগর ও জেলা শহরেও একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংক্ষিপ্ত বক্তব্যে আব্বাস বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রতিহত করে 'শান্তি মিছিলের' নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
আরও পড়ুন: মিরপুর বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলা
তিনি অভিযোগ করেন, মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়ে একজনকে হত্যা ও অনেককে আহত করেছে।
আব্বাস বলেন, ‘আমাদের দলের নেতা-কর্মীরা ১৫ বছর ধরে নিপীড়নের শিকার। আমরা আর দমনমূলক কর্মকাণ্ড সহ্য করব না। আমরা এর উপযুক্ত জবাব দিব।’
তিনি আরও বলেন যে তারা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করবেন এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন করতে বর্তমান সরকারকে বাধ্য করবেন।
দলটির মঙ্গলবারের কর্মসূচিতে সারা দেশে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা প্রত্যক্ষ করা হয়, যাতে কমপক্ষে একজন নিহত এবং কয়েকশ’ মানুষ আহত হয়।
রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলা হলে ক্ষমতাসীন ও বিরোধী দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম, পিপলস পার্টি, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট ও স্বাধীন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও রাজধানীর বিভিন্ন এলাকায় পদযাত্রা করবে।
আরও পড়ুন: এখনই ক্ষমতা ছাড়ুন, জনগণ আপনাদের আর ক্ষমতায় দেখতে চায় না: ফখরুল
এর আগে, ১২ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে 'এক দফা' আন্দোলনের ঘোষণা দেন।
এক দফা দাবি আদায়ে প্রথম কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ ও ১৯ জুলাই দেশব্যাপী ২ দিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন তিনি।
বিএনপিসহ ৩৬টি দল আজ তাদের এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে।
দলটির এই দাবির মধ্যে রয়েছে- বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, বিদ্যমান সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দির মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব ‘মিথ্যা’ ও ‘বানোয়াট’ মামলা প্রত্যাহার এবং সকল ‘মিথ্যা সাজা’ বাতিল।
আরও পড়ুন: বিএনপির বিজয় মিছিল নয়, পরাজয়ের মিছিল: কাদের
৮৭০ দিন আগে
মিরপুর বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলা
রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির এক দফা দাবিতে পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে।
এক দফা আন্দোলনের অংশ হিসেবে বেলা ১১টা ২০ মিনিটের দিকে গাবতলী থেকে পুরান ঢাকার দিকে যাত্রা শুরু করে বিএনপি।
৮৭১ দিন আগে