৪৭ লাখ টাকা
শেরপুরে ৮ ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা
বায়ুদূষণ বন্ধে শেরপুরের নকলায় আটটি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুন অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ডাদেশ দেন।
ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে কয়েকটি ইটভাটার চুল্লি ও স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মামুন জানান, যথাযথ আইন না মেনে ইটভাটা স্থাপনের কারণে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণের কবল থেকে দেশ-জাতিকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ১০০ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৫১৮৫০০ টাকা জরিমানা
জরিমানার সাজা পাওয়া ইটভাটাগুলো হলো— নকলার কুর্শাবাদাগৈড় এলাকার মেসার্স এফআর ব্রিকস, পাইস্কার মেসার্স ঝিকঝাক এফআর ব্রিকস, শিববাড়ির সুমন ঝিকঝাক ব্রিকস, ধনাকুশা গ্রামের মেসার্স জননী ব্রিকস, বন্দটেকি গ্রামের মেসার্স বাবা ঝিকঝাক ব্রিকস, গৌড়দারের মেসার্স তাহের ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও রুনীগাও এলাকার মেসার্স চমক ব্রিকস।
৩৩২ দিন আগে
বাগেরহাটে ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন উদ্ধার, আটক ৪
বাগেরহাটের রামপাল কলয়াভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার থানা পুলিশ বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে মেশিন চুরির সঙ্গে জড়িত সন্দেহে চার যুবককে আটক করে পুলিশ।
আরও পড়ুন: ফেনীতে জামায়াতের ১২ নেতাকর্মী আটক
আট ব্যক্তিরা হলেন, পিরোজপুর জেলার নরখালী গ্রামের নূরল আলম শেখের ছেলে রাব্বী ইসলাম ওরফে গোলাম রাব্বী (২৪), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার খাজুড়া গ্রামের শামসুল আলমের ছেলে আব্দুল কারীম (২৭), জেলার রামপাল উপজেলার চিত্রা গ্রামের প্রকাশ চন্দ্র শীলের ছেলে কার্তিক শীল (২৫) এবং একই উপজেলার বর্ণি গ্রামের বাচ্চু শেখের ছেলে বাদশা শেখ (২৩)।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে গত ১৪ জানুয়ারি ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার ওই মেশিনটি চুরির ঘটনা ঘটে। এরপর ১৬ জানুয়ারি বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে চোর চক্রের চার সদস্যকে আটক করে।
এরপর তাদের থানা রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের স্বীকারোক্তিমতে ঢাকার ডেমরা এলাকার কোনাবাড়ী থেকে চোর চক্রের এক সদস্যের আত্মীয়ের বাড়ি থেকে ৪৭ লাখ টাকা মূল্যের ওই মেশিনটি উদ্ধার করা হয়। পুলিশি জিজ্ঞাবাবাদে আটক যুবকরা রামপাল কলয়াভিত্তিকি তাপবিদ্যুৎ কেন্দ্রে থেকে মেশিন চুরির কথা স্বীকার করেছে বলে ওসি জানান।
আরও পড়ুন: চবির চারুকলায় পুলিশের অভিযান, ছাত্র হোস্টেল থেকে ছাত্রী আটকের দাবি
ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক
১০৩৬ দিন আগে