ইউনিয়ন পর্যায়
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা শুরু
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে দেশের সব ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি শুরু করেছে প্রধান বিরোধী দল বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া গণতন্ত্র মঞ্চ, গণতান্ত্রিক বাম ঐক্য, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণফোরাম ও পিপলস পার্টি যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় একই ধরনের কর্মসূচি পালন করছে। গণতন্ত্র মঞ্চ বিভাগীয় ও জেলা পর্যায়ে এ কর্মসূচি পালন করছে।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেছেন, চলমান সরকারবিরোধী আন্দোলনে তৃণমূল পর্যায়ের জনগণকে সম্পৃক্ত করার অংশ হিসেবে তাদের কর্মসূচি শুধুমাত্র ইউনিয়ন পর্যায়ে পালন করা হচ্ছে।
৪ ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে ইউনিয়ন পর্যায়ের এই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: বিএনপির বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত
সেদিন তিনি বলেন, ‘আমাদের এবারের কর্মসূচি হবে ইউনিয়ন পর্যায়ে। গ্যাস-বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ ও আমাদের ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার) সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করব।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন শুক্রবার ইউএনবির সঙ্গে আলাপকালে বলেন যে সকল ইউনিয়নে তাদের পদযাত্রা কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে চলমান আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়া।
তিনি আরও বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে আমাদের পদযাত্রা কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলন নতুন মাত্রা পাবে।’
২৪ ও ৩০ ডিসেম্বর গণমিছিল, ১১ জানুয়ারি অবস্থান কর্মসূচি, ১৬ জানুয়ারি সমাবেশ এবং ২৫ ও ৪ ফেব্রুয়ারির পদযাত্রার পর এটি হচ্ছে যুগপৎ আন্দোলনের পঞ্চম কর্মসূচি।
আরও পড়ুন: নাটোরে বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ
রাজধানীতে ৯ ও ১২ ফেব্রুয়ারি আরও দুটি পদযাত্রার ঘোষণা বিএনপির
১ বছর আগে