ভারতীয় গণমাধ্যম
ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদ, সেনাবাহিনীর কড়া জবাব
ভারতীয় গণমাধ্যম নর্থইস্ট নিউজে প্রকাশিত ‘বাংলাদেশ টু ডিক্লেয়ার কক্সবাজার টু বান্দরবান এরিয়া এজ এ মিলিটারি ওপারেসনস জোন’ শিরোনামে প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে’ বলে ইঙ্গিত দেয়া হয়েছে, যা একেবারে ভিত্তিহীন, অসত্য ও এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার। প্রমাণ ছাড়া এই ধরনের কাল্পনিক সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।’এটি জনমনে বিভ্রান্তি ছড়ানো ও বিভেদ উসকে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।এতে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সংবিধান রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনোই আপস করেনি, আর ভবিষ্যতেও করবে না।আএসপিআর জানায়, ‘এ ধরনের বানোয়াট প্রতিবেদনকে সাংবাদিকতা বলা যায় না। এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুৎসা রচনার অংশ। বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে। দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।’
১৮৬ দিন আগে
ভারতীয় গণমাধ্যম বাংলাদেশবিরোধী অপপ্রচারে লিপ্ত: ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, ভারতের সুপ্রতিবেশীসুলভ আচরণ বাংলাদেশ প্রত্যাশা করলেও তাদের গণমাধ্যম সব সময় এই দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
তিনি বলেন, ‘ভালো প্রতিবেশী হিসেবে আমরা সবসময় আমাদের প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে ভালো আচরণ প্রত্যাশা করি। কিন্তু ভারতীয় গণমাধ্যম সব সময় বাংলাদেশবিরোধী অপপ্রচারে লিপ্ত।’
বুধবার (১৯ মার্চ) বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী ও অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বিএনপির এই নেতা বলেন, এটা দুর্ভাগ্যজনক যে, ভারতীয় মিডিয়া শুধু অপপ্রচারই চালায়নি, উসকানি ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
একটি সংঘবদ্ধ গোষ্ঠী বিভিন্ন অজুহাতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, হঠাৎ করে কিছু বিষয় সামনে আসছে, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বিব্রতকর। তিনি বলেন, 'এগুলো একজন পতিত স্বৈরাচারের কাজ বলে মনে হচ্ছে।’
ফারুক বলেন, সংখ্যালঘু ইস্যুতে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন: নির্বাচন পেছাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এনসিপি: ফারুক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, তার দল তাকে সমর্থন দিচ্ছে কিন্তু তার আশপাশের কিছু লোক তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
তিনি প্রধান উপদেষ্টাকে খারাপ লোকদের প্রভাবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। ‘মনে রাখতে হবে, এসব ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচন বানচাল করা বা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে আপনাদের বিপদে ফেলা।’
ফারুক বলেন, 'মনে রাখতে হবে, এসব ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচন বানচাল করা অথবা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে আপনাদের বিপদের দিকে ঠেলে দেওয়া।’
২৬০ দিন আগে
ইমক্যাবের উপদেষ্টা পরিষদ গঠিত
বাংলাদেশে কর্মরত ভারতীয় গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব) ৫ সদস্যের নতুন উপদেষ্টা পরিষদ গঠন করেছে।
তারা হলেন- দ্য ফ্রন্টলাইনের প্রতিবেদক হারুন হাবিব, দ্য টেলিগ্রাফের প্রতিবেদক ফরিদ হোসেন, দৈনিক সংবাদের প্রতিবেদক সোহরাব হাসান, টাইমস নাউয়ের প্রতিবেদক দীপ আজাদ ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদক আনিসুর রহমান।
শনিবার সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
ইমক্যাব সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি রাজিব খান, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান, কোষাধ্যক্ষ আবু আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম সবুজ, সিয়াম সারোয়ার জামিল, জাকির হোসেন।
আরও পড়ুন: ইমক্যাবে বাসুদেব সভাপতি, মাছুম বিল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত
ডিক্যাবের সভাপতি লোটাস, সেক্রেটারি কায়েশ
৮৩১ দিন আগে
ইউক্রেন যুদ্ধের সমাধানে মধ্যস্থতাকারী হতে পারে ভারত: ভারতীয় গণমাধ্যমকে মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করতে ভারত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে।
জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গিয়ে নয়াদিল্লিতে মোমেন আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন: ‘ভুল বোঝাবুঝি’ বাদ দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায়: মোমেন
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন যে তারা সীমান্ত সমস্যা নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে ‘কোনো গুলি না চালিয়ে’ তাদের সমস্যাগুলো সমাধান করেছে।
ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়ে তিনি বলেন, ‘আমরা একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি বজায় রাখি।’
তবে তিনি বলেন, ভারত মিয়ানমারের বন্ধুত্বপূর্ণ দেশ।
ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউইওনের সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
আরও পড়ুন: দিল্লিতে জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: পার্শ্ব বৈঠক করবেন মোমেন
ঢাকায় মোমেনের সঙ্গে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক সোমবার
১০০৯ দিন আগে