দুর্বৃত্তের গুলি
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে ফরিদগঞ্জের যুবক নিহত
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মো. মমিন হোসেন (৩০) মারা গেছেন। গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তিনি মারা যান।
মমিন হোসেন ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের জমাদ্দার বাড়ির মৃত শাহাদাত উল্যা ও রোকেয়া বেগম দম্পতির ছেলে।
দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় শনিবার (১৪ জুন) রাতে জোহানেসবার্গের এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
তখন মমিনের সঙ্গে আরও কয়েকজনও গুলিবিদ্ধ হয়েছিল বলে জানা গেছে। কেনো গুলি করা হয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি।
মঙ্গলবার (১৭ জুন) স্বজনরা এ দু সংবাদ পান।
পড়ুন: শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংর্ঘষে প্রবাসী নিহত
মৃতের স্বজনরা ও স্থানীয় ইউপি সদস্য মো. সুমন পাটোয়ারি ইউএনবিকে জানান, ১০ সদস্যের পরিবারের জীবিকার টানে মমিন হোসেন ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। মাস মাসে রেমিট্যান্সও পাঠাতেন। ভালোভাবেই চলছিল তাদের পরিবার। কিন্তু একটি দুঃসংবাদ সকলের জন্য। ঘটনার দিন রাতে মমিনসহ কয়েকজন এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে একটা সাদা গাড়িতে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়।
এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মমিন হোসেন মারা যান।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ইউএনবিকে বলেন, ‘এই দুঃখজনক সংবাদটি পেয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।
তিনি বলেন, নিহতের পরিবারের কেই আমার সঙ্গে এখনো যোগাযোগ করেনি। তিনি আরও বলেন, ‘মমিনের লাশ দেশে আনার ক্ষেত্রে যা যা সহযোগিতা দেওয়া যায় তা করা হবে।’
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে দুর্বৃত্তদের গুলিতে মমিন হোসেনসহ আরও ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
১৭০ দিন আগে
কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কিশোর নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে রাজু হোসেন নামের এক কিশোর নিহত হয়েছেন।
সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরে এই ঘটনা ঘটে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, এখনও তা জানা যায়নি।
নিহত রাজু (১৮) ওই ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকার ইব্রাহিম প্রামাণিকের ছেলে। তিনি পদ্মা নদীর চরে বালুরঘাটে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘রাজুর বুকের বাঁ পাশে গুলি করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সোমবার রাতে গুলিবিদ্ধ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
২৯৭ দিন আগে
রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতার বাবা নিহত
রাজশাহীর পবায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিবর্ষণে সালাহউদ্দিন মিন্টু নামে এক যুবদল নেতার বাবা মো. আলাউদ্দিন (৬০) নিহত হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকলে কলেজ (রামেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে তিনি মারা যান বলে জানান মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস।
তিনি বলেন, ‘গুলিটি তার কমরের ভিতরে থেকে যায়। সেটি বের করার জন্য দুপুরে অপারেশন থিয়েটারে নেওয়া হয় সেখানেই তিনি মারা যান। গুলিতে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল।’
নিহত আলাউদ্দিনের বাড়ি ওই উপজেলার ভুগরইল গ্রামে। তার ছেলে সালাহউদ্দিন মিন্টু নওহাটা পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিহত ৪
নিহতের ছেলে সালাহউদ্দিন মিন্টু জানান, গেল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। এ সময় দরজা ভেদ করে একটি গুলি বাড়িতে ঢোকে। এতে আহত হন তার বাবা আলাউদ্দিন। গুলিটি তার কোমরে লেগেছিল। রাতেই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মিন্টু আরও জানান, তাদের এলাকায় দুপক্ষের টাকা-পয়সা নিয়ে একটা বিরোধ ছিল। এর মীমাংসার জন্য রাতে উভয়পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিল। একপক্ষের একটি ছেলে তার ‘ছোট ভাই’। এ জন্য তিনিও গিয়েছিলেন। থানায় মীমাংসাও হয়ে যায়। এরপর তিনি বাড়ি ফেরেন। এর আধা ঘণ্টা পরেই তার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।
তার ভাইয়ের সঙ্গে ভুগরইল শিহাবের মোড় এলাকার কয়েকজনের বিরোধ চলছিল বলে উল্লেখ করে সালাহউদ্দিন মিন্টু।
তিনি বলেন, ‘১০ থেকে ১২ জন তাদের বাড়ির সামনে এসেছিল। তারা সবাই মাদক কারবারি। তারাই গুলিবর্ষণ করেছে।’
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ‘দুটি পক্ষ থানায় একটি আপস-মীমাংসার জন্য বসেছিল। তারপর নাকি একপক্ষ গিয়ে মিন্টুর বাড়িতে গুলিবর্ষণ করেছে। ঘটনাস্থলটা পড়েছে শাহমখদুম থানা এলাকায়। শাহমখদুম থানা পুলিশ বিষয়টি দেখছেন।’
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘হাসপাতালে অপারেশন থিয়েটারে আলাউদ্দিন মারা গেছেন বলে শুনেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হবে। তবে কারা মিন্টুর বাড়িতে গুলিবর্ষণ করেছে তাদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করছে।’
আরও পড়ুন: মুন্সীগঞ্জে স্পিডবোট-বাল্কহেডের সংঘর্ষে নিহত ২
৩২৩ দিন আগে
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ব্যক্তির মৃত্যু
খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে স্বর্ণ কুমার ত্রিপুরা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বোয়ালখালি (সদর) ইউনিয়নের পোমাংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) ত্রিপুরা পোমাংপাড়া গ্রামের মৃত বদন কুমার ত্রিপুরার ছেলে। তিনি ওই এলাকায় নামকরা বাবুর্চি হিসেবে পরিচিত ছিলেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাকারিয়া জানান, মধ্যরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে। ভোরে খবর পেয়ে নিহতের বাড়ির কাছে পোমাংপাড়া থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা যাচ্ছে যে, আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে।
৪১৬ দিন আগে
খিলগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে ট্রাকচালক আহত
রাজধানীর খিলগাঁওয়ে এক ট্রাকচালককে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১০ মার্চ) এলাকার আমুলিয়া বাইকদিয়ায় এ ঘটনা ঘটে।
আহত আলম (৪৮) খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: গাজীপুরে দুর্বৃত্তের হামলায় অটোরিকশাচালক নিহত, আহত ভাই-ভাতিজা
আহতের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আমুলিয়া বাইকদিয়ায় আলমের ট্রাক লক্ষ্য করে ৮-১০ জন যুবক ইটপাটকেল নিক্ষেপ করে।
একপর্যায়ে তারা ট্রাকের জানালার কাঁচ ভেঙে ফেলে। সে সময় আলম গাড়ি চালানো বন্ধ করলে দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং তার ডান পায়ে গুলি করে।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।
আরও পড়ুন: কুমিল্লায় দুর্বৃত্তের হাতে যুবক খুন
৬৩৫ দিন আগে
উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৩ মার্চ) বিকালে উখিয়ার ক্যাম্প-১৯ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমদ।
নিহত রোহিঙ্গা যুবকের নাম রফিক (৩৫)। তিনি ক্যাম্প-১৯ ব্লক-এ/৯ এর দিল মোহাম্মদের ছেলে। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রথমে পিটিয়ে ও পরে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।
নিহতের পরিবারের বরাত দিয়ে এএসপি ফারুক আহমদ জানান, মুখে কালো কাপড় বাধা ১০-১৫ জনের সশস্ত্র দল শুক্রবার দুপুর দেড়টার দিকে ক্যাম্প-১৯ এলাকার রোহিঙ্গা রফিককে তার নিজ ব্লক থেকে তুলে নিয়ে যায়। প্রথমে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
এএসপি ফারুক আরও জানান, মরদেহ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বিকাল ৫টার দিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে রফিক নামের ওই যুবকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: উখিয়া ক্যাম্পে ২ রোহিঙ্গাকে গুলি করে হত্যা, আটক ২
উখিয়ায় গোলাগুলিতে রোহিঙ্গা নিহতের ঘটনায় ৭৮ জনের বিরুদ্ধে মামলা
১০০৮ দিন আগে