সিলেট বোর্ড
এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ: সিলেট বোর্ডে পরিবর্তন হয়েছে ৫১ শিক্ষার্থীর
এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে সিলেট বোর্ডে ৫১ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ২৩ জন। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন পরীক্ষার্থী।
বাকি ১৫ জনের গ্রেড পরিবর্তন হলেও পরিবর্তিত ফলাফলে কোনো শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পায়নি।
শুক্রবার (১০ মার্চ) এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীকক্ষার ফল প্রকাশ করা হয়।
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫০ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
জানা গেছে, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের চার হাজার ৮৭১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়। এ বছর বোর্ডের ৮১ দশমিক চার শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল বলেন, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীকক্ষায় ৫১ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে ১৩ জন জিপিএ-৫ পেলেও ফেল থেকে কেউ জিপিএ-৫ পায়নি।
আরও পড়ুন: এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২২: ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
১০০১ দিন আগে