১০ টাকা
বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত
১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট এবং ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বিশ্ব ডাক দিবস উপলক্ষে বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন। এসময় একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেওয়া হবে: উপদেষ্টা নাহিদ
অনুষ্ঠানে ডাক বিভাগের দুর্লভ ডাক টিকিটের ছবি সম্বলিত বিশেষ অ্যালবামের (নেচারেল বিউটি অ্যান্ড ওয়াইল্ডলাইফ অব বাংলাদেশ পোস্টেজ স্টাম্প) মোড়ক উন্মোচন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
উল্লেখ্য, ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্নে ২২ দেশের অংশ গ্রহণে গঠিত হয় ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ)।
ইউনিয়ন গঠন করার দিনটি স্মরণীয় রাখতে সংগঠনের পক্ষ থেকে ১৯৬৯ সালে ডাক ইউনিয়নের ১৬তম অধিবেশনে ৯ অক্টোবরকে বিশ্ব ‘ডাক ইউনিয়ন দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
পরে ১৯৮৪ সালে জার্মানির হামবুর্গে ১৯তম অধিবেশনে বিশ্ব ডাক ইউনিয়ন দিবসের নাম পরিবর্তন করে বিশ্ব ডাক দিবস রাখা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন।
আরও পড়ুন: বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য: উপদেষ্টা নাহিদ
সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে: উপদেষ্টা নাহিদ ইসলাম
৪২২ দিন আগে
কুড়িগ্রামে ১০ টাকায় শাড়ি-লুঙ্গি, ২ টাকায় ব্লাউজ
কুড়িগ্রামে ১০ টাকায় শাড়ি ও লুঙ্গি এবং ২ টাকায় ব্লাউজ পিস বিক্রির আয়োজন করছে ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি বেসরকারি সংস্থা।
সোমবার (১ এপ্রিল) শহরের কলেজমোড়ের আউটার স্টেডিয়ামে এই আয়োজন করে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: ‘গরিবের কসাইখানায়’ ১০ টাকায় গরুর মাংস!
ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোঁটাতে আমরা তিন হাজার মানুষকে শাড়ি, লুঙ্গি ও ব্লাউজ বিতরণ করার পরিকল্পনা নিয়েছি।
তিনি বলেন, কুড়িগ্রাম পৌরসভার ১৫০ জনকে বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হলো। ঈদের আগেই বাকিদের বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, আমরা এলাকায় এলাকায় গিয়ে জরিপ করে নিম্ন আয়ের মানুষের তালিকা করে টোকেনের মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। এর আগে আমরা রমজানে ১০ হাজার মানুষকে ২ টাকায় ব্যাগ ভর্তি বাজার দিয়েছি। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
যুব উন্নয়ন অধিদপ্তরে উপপরিচালক আলী আর রেজা বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ। মাত্র ১০ টাকায় শাড়ি-লুঙ্গি পাওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবেননি। এভাবে আরও অনেক সংগঠন ও বৃত্তবানরা দরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবে এই প্রত্যাশা করছি।
আরও পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমলো
টাঙ্গাইলে ১০ টাকায় গাছ বিক্রি
৬১২ দিন আগে
মুন্সীগঞ্জে ১০ টাকায় ইফতার বাজার
রমজান মাসকে ঘিরে নিত্যপণ্যের দামে যখন ঊর্ধ্বগতি, তখন নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকায় ইফতার সামগ্রী দিচ্ছে মুন্সীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন’।
এর আগে ১০ টাকায় গরুর মাংস ও ইফতার বাজার দিয়ে দেশব্যাপী আলোচনায় আসে এ সংগঠনটি।
আরও পড়ুন: বিদেশি কূটনীতিকদের সম্মানে আওয়ামী লীগের ইফতার
শুক্রবার মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া বাজারে ‘১০ টাকায় ইফতার বাজার’ নামক এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়। অস্থায়ী এই বাজার থেকে ১০ টাকার বিনিময়ে এক কেজি তেল, খেজুর, পেঁয়াজ, ছোলা, চিনি, চিড়া ও মুড়ি ইফতারে সাতটি পণ্য কিনে নেন নিম্ন আয়ের ২১০টি পরিবার। এমন আয়োজনে অসহায় নিম্ন আয়ের মানুষের মুখে তৃপ্তির হাসি ফোটে।
৯৮০ দিন আগে