দুইজন
নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
নওগাঁর পোরশা উপজেলায় বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম ও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।
আসামিরা হলেন—পোরশা উপজেলার সুরানন্দ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাকিল (২৪) ও আলাদিপুর গ্রামের রবুর ছেলে আব্দুল আলীম (৩০)। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ মার্চ রাতে ১৪ বছরের স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে সুরানন্দ গ্রামের হাবিবুল্লাহ শাহের আম বাগানের দোচালা ঘরে নিয়ে যান সাকিল। সেখানে সাকিল ও আব্দুল আলীম ওই ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করেন।
আরও পড়ুন: মসজিদে শিশু বলাৎকার, যুবকের যাবজ্জীবন
পরে ওই ছাত্রী নিজেই থানায় অভিযোগ করেন। অভিযোগের তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
আজ (মঙ্গলবার) শুনানি শেষে ১০ জন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে আদালত তাদের যাবজ্জীবন দেন। জরিমানার টাকা ধর্ষণ শিকার স্কুলছাত্রীকে দেওয়ার নির্দেশ দেন বিচারক।
রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষে আইনজীবী আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
২২০ দিন আগে
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে ও শুক্রবার (৭ জুলাই) ভোররাতে ঢাকা-বগুড়া মহাসড়কে ও বগুড়া-রংপুর মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের পাঠানো পাহান মিয়ার ছেলে পিন্টু পাহান (২০) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর গড়িয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে আল ইমরান (৩৫)।
আরও পড়ুন: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
জানা যায়, জেলার শেরপুরে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) ভোররাতে উপজেলার কলেজ রোড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মহাসড়কের কলেজরোড এলাকায় পৌঁছালে বিপরীতগামী অপর একটি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক পিন্টু পাহান মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।
তবে দুর্ঘটনার পরপরই চালক-হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
অপরদিকে, বগুড়া সদরে ট্রাকচাপায় আল ইমরান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন এই তথ্য নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাককর্মী নিহত, আটক ১
৮৮২ দিন আগে
সিরাজগঞ্জে নারীসহ দুইজনের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৃথক দু’টি স্থান থেকে নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলো-ওই উপজেলার পলাশী গ্রামের এলাহী বক্সের ছেলে শহিদুল ইসলাম (৩৮) ও একই এলাকার চরকুশাবাড়ি মধ্যপাড়া গ্রামের ওসমান প্রামানিকের স্ত্রী জোসনা (৪৮)।
আরও পড়ুন: শাহবাগ থেকে রিকশাচালকের লাশ উদ্ধার
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারিক সূত্রে বলা হয়েছে, বুধবার দুপুরে শহিদুল নিজ ঘরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং বৃহস্পতিবার সকালে তার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনও জানা যায়নি। এদিকে জোসনা দীর্ঘদিন ধরে পেট ব্যথায় অসুস্থ ছিল। এ ব্যথা সহ্য করতে না পেরে ওইদিন বিকালে সে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় ওইদিন রাতেই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: জাফলংয়ে পর্যটকের লাশ উদ্ধার, স্ত্রীসহ আটক ৪
জাফলংয়ে পর্যটকের লাশ উদ্ধার, ‘স্ত্রী’ পলাতক
৯৫৯ দিন আগে