ঈদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সস্ত্রীক সাক্ষাৎ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (৭ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সাক্ষাৎ করেন। তার সঙ্গে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান ও তার সহধর্মিণীও উপস্থিত ছিলেন।
এ সময় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এর আগে, সকালে অধ্যাপক ইউনূস জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। তিনি সকাল সাড়ে ৭টার দিকে ঈদের জামাতে অংশ নেন।
ঈদের নামাজে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের শীর্ষ কর্মকর্তারা এবং ঢাকায় অবস্থানরত মুসলিম দেশগুলোর কূটনীতিকসহ হাজারো ধর্মপ্রাণ মুসলিম।
আরও পড়ুন: বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্য ও ত্যাগের আহ্বান অধ্যাপক ইউনূসের
তার আগে, শুক্রবার (৬ জুন) রাতে ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বাণীতে অধ্যাপক ইউনূস পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ধারণ করে বৈষম্যমুক্ত, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।
তিনি বলেন, ‘আসুন আমরা পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ধারণ করি এবং জুলাইয়ের অভ্যুত্থানের পর বৈষম্যমুক্ত, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে নতুন বাংলাদেশ গড়ে তুলি।’
এ সময় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাঁর দেশবাসী এবং বিশ্বজুড়ে মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পাশাপাশি বাংলাদেশ ও দেশের জনগণের ধারাবাহিক সমৃদ্ধি ও অগ্রগতির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।
১৮১ দিন আগে
হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে বিজিবি ও বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়
দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফের সদস্যরা।
আজ শনিবার সকাল ১০ টায় সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করেন দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম বিএসএফের পতিরাম-৬১ ব্যাটালিয়ন কমান্ডার রমেশ কুমারের হাতে ৬ প্যাকেট মিষ্টি তুলে দেন পরে বিএসএফের পক্ষ থেকেও ৪ প্যাকেট মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দুই বাহিনীর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি ও বিএসএফ জানান, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন তাদের দায়িত্ব পালন করতে পারে সেজন্যই দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এ ধরনের রেওয়াজ চলে আসছে।
আরও পড়ুন: সংসদ চত্বরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
সিলেটের শাহী ঈদগাহে লাখো মানুষের ঈদের নামাজ আদায়
৯৫৮ দিন আগে