হেলপার নিহত
নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
নাটোরের গুরুদাসপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় আবু সাঈদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ট্রাকের হেলপার ছিলেন। এ সময় ট্রাকচালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৫টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার এনামুল হকের ছেলে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনা: কুষ্টিয়ায় পাশাপাশি দাফন একই পরিবারের চারজনকে
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসের জানান, ভোর ৫ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঢাকা থেকে রডবোঝাই একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার আবু সাঈদ ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১২৯ দিন আগে
সিলেটে দুই বাসের সংঘর্ষ, হেলপার নিহত
সিলেটের ওসমানীনগরে এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুরুয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়ার (২৬) বাড়ি ফরিদপুর জেলার তারাকান্দা থানায়। তিনি ইউনিক বাসের হেলপার ছিলেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের বাসের সঙ্গে ঢাকা থেকে আসা এনা পরিবহনের বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিকের হেলপার রাজু মিয়ার নিহত হন। বেপরোয়া গতিতে ভুল পাশ থেকে এসে এনা পরিবহনের ওই কোচটি এ দুর্ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়াস সার্ভিস, ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর কুরুয়া বাজারের দুই পাশে ঢাকা-সিলেট মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়। পরে সকাল সোয়া ১০টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে যানজট নিরসন করে পুলিশ।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুই গাড়ির সংঘর্ষ হলে বিকট শব্দে স্থানীয়রা এগিয়ে গিয়ে প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। পরে স্থানীয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাতে যোগ দেন।
তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ রাজুর লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আরও পড়ুন: জুনে সড়ক দুর্ঘটনায় ঝড়েছে ৬৯৬ প্রাণ
১৫৩ দিন আগে
নড়াইলে ট্রাক উল্টে হেলপার নিহত
নড়াইলে ট্রাক উল্টে ইমন আলী নামে ট্রাকের এক সহকারী নিহত হয়েছেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) নড়াইল-লোহাগড়া সড়কের সদর উপজেলার হাওয়াইখালী সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
ইমন আলী যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের আহাদ আলির ছেলে। এ ঘটনায় ট্রাকের চালক পলাতক রয়েছেন।
আরও পড়ুন: পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্যাকেটজাত ডালডা বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে যশোর যাওয়ার পথে নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী সেতুর সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় সহকারী ইমন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকে পড়ে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা গেছে।
ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে তিন বাহনের সংঘর্ষ, নিহত ১
রাজশাহীতে বখাটের ঘুষিতে আনসার সদস্য নিহত
৬৬৪ দিন আগে
খুলনায় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের হেলপার নিহত
খুলনায় লেভেল ক্রসিংয়ে একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রেনের ধাক্কায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার ভোরে জেলার গিলাটোলা আফিল গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আফজাল হোসেন পিকআপ ভ্যানের হেলপার ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মুনসুর আলীর ছেলে।
এ ছাড়া গাড়ির চালক নুর শেখ (৪০) গুরুতর আহত হন।
আরও পড়ুন: ঢাকার গেন্ডারিয়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, ভোর ৪টার দিকে খুলনাগামী চিলাহাটি ট্রেনটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার হেলপার নিহত হয়।
পিকআপটিকে ট্রেনটি ধক্কা দিয়ে অনেক দূরে নিয়ে যায়।এসময় চালক ও হেলপার পিকআপের মধ্যেই ছিল।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে আহত চালককে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: ওসমানীনগরে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
৯৪২ দিন আগে