দুই জন
হত্যা মামলায় ১৭ বছর পর দুই জনের যাবজ্জীবন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এমদাদুল ফরাজী নামের এক যুবককে হত্যার অভিযোগে ১৭ বছর পর দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পিরোজপুরের একটি আদালত।
একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাসহ আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এই রায় দেন।
নিহত এমদাদুল ফরাজী (৩০) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের খান জাহান আলীর ছেলে।
দণ্ডিতরা হলেন— পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে মো. হাচান হাওলাদার (৩৫) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘোনাপাড়ার সিরাজুল ইসলামে ছেলে প্রিন্স মোল্লা (৪২)।
আরও পড়ুন: নাটোরে প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের যাবজ্জীবন
বাদী পক্ষের আইনজীবী ওয়াহিদ হাসান বাবু বলেন, ‘২০০৮ সালের ৩ মার্চ এমদাদুল ফরাজীর ভাড়ায় চালিত মোটরসাইকলে করে আসামিরা সাফা বন্দর এলাকা থেকে চরখালী এলাকায় আসে। সেখানে থেকে আসামিরা ভান্ডারিয়ার-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদরাসা এলাকায় গেলে সেখানে মোটরসাইকেল চালক এমদাদুলকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় নিহত এমদাদুল ফরাজীর বাবা খান জাহান আলী ভান্ডারিয়া থানায় আসামির নামে ২০০৮ সালের ৪ মার্চ একটি হত্যা মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন আসামিদের অভিযুক্ত করে আদালতে একই বছরের ২৫ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন। পরে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতের বিচারক আসামিদের অভিযুক্ত করে এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন না।
২২৫ দিন আগে
টেকনাফে বজ্রপাতে ২ জন নিহত
কক্সবাজারে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) টেকনাফ উপজেলায় পৃথক স্থানে হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বাহারছড়া ইউনিয়ন পরিষদের হাঁসপাড়া ওয়ার্ডের ছেলে রহমত উল্লাহ (৪০) এবং বাইননাপাড়ার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন (২০)।
আরও পড়ুন: পাবনায় বজ্রপাতে ১৪ গরুসহ প্রাণ গেল কৃষকের
স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, বুধবার সকাল ১১টার দিকে পানের খেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রহমত উল্লাহর মৃত্যু হয়।
অপরদিকে, বুধবার সকালে সমুদ্র সৈকত থেকে স্প্যান সংগ্রহের সময় বজ্রপাতে হেলাল উদ্দিনের মৃত্যু হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত ৯
ময়মনসিংহে বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত
৯২৫ দিন আগে