কলেজছাত্র
চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
চট্টগ্রামের পটিয়াতে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ শাহেদুল ইসলাম নামে এক কলেজছাত্র খুন হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) রাত ১০টার দিকে উপজেলা ছনহরা ইউনিয়নে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
তিনি জানান, টাকা-পয়সা পাওনা লেনদেনের বিষয়ে ১০-১২ জন একটি গ্রুপ পরিকল্পিতভাবে ছনহরা গ্রামের নানার বাড়ির সামনে শাহেদুল ইসলামকে উপর্যপুরি ছুরিকাঘাতে আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, রাত ১২টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী খুন
কলেজছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, এএসআইয়ের বিরুদ্ধে তদন্ত
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে এক কলেজছাত্রকে নির্যাতন এবং ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
ভুক্তভোগী সাকিব আলী ওরফে অপি (১৭) মহেশ্বরপাশা সাহাপাড়া এলাকার হায়দার আলীর ছেলে এবং বিএল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) মূসা বর্তমানে খালিশপুর থানায় কর্মরত।
আরও পড়ুন: ইয়াবা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়, ওসিসহ ৫ জন প্রত্যাহার
অন্যদিকে, ভুক্তভোগীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় পুলিশের দুজন সাক্ষীর কেউই ভুক্তভোগীর কাছ থেকে ইয়াবা উদ্ধার করতে দেখার কথা অস্বীকার করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ নভেম্বর তৎকালীন দৌলতপুর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) আবু মূসা সাকিবকে বাসা থেকে বের করে নিয়ে প্রকাশ্যে বেধড়ক মারপিট করে থানায় নিয়ে চলে যায়। ঘটনার দুই দিন পর সাকিবের মা ফাতেমা বেগম জানতে পারেন তাঁর ছেলেকে ইয়াবা মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, তৎকালীন দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম, উপপরিদর্শক (এসআই) আবু মূসা ও সঙ্গীয় ফোর্স মহেশ্বরপাশা সাহাপাড়া এলাকায় সাকিব আলী ওরফে অপির খালা বাড়ি থেকে তাকে আটক করেন।
তবে আটকের সময় কোন প্রকার মাদক উদ্ধারের বিষয় এলাকাবাসী জানেন না বলে জানান।
পরবর্তীতে সাকিব আলী কে ১০২টি ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ আটক করেছে এমন তথ্য এজাহার সূত্রে জানা যায়।
ওই এজাহারে যাদেরকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে তারা হলেন- দোকানী কাইয়ুম খান ও ড্রাইভার জাহেদ হোসেন মনা।
১নং সাক্ষী মো. কাইয়ুম খান বলেন, আমার সামনে পুলিশ কোনো মাদক উদ্ধার করেনি।
২নং সাক্ষী জাহেদ হোসেন মনা বলেন, পুলিশের গাড়িতে একটি ছেলেকে ওই দিন কান্নাকাটি করতে দেখেছি, আমি ওই সময় উপস্থিত থাকাকালীন কোনো মাদক উদ্ধার হয়েছে এমন কিছু দেখেনি।
কেএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) মোল্যা জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত রিপোর্ট আসলেই ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সিলেটে কলেজছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত
ধর্ষণ ও ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে মামলা: পুলিশ সদস্য-ছাত্রলীগ নেতাসহ আসামি ১০
জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩
জামালপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র ও এক বৃদ্ধাসহ তিনজন নিহত হয়েছে। জেলা শহরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ প্রিল) সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারিকেলী এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। এসময় তার সঙ্গে থাকা মুসফিক নামে আরেক যুবক গুরুতর আহত। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত অনিক (১৯) ঢাকার সাভারের বিরুলিয়া গ্রামের রওশন আলীর ছেলে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) নুর মোহাম্মদ জানায়, নিহত অনিক জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদে বন্ধু মুসফিকের বাড়িতে বেড়াতে এসেছিল। ঈদ উদযাপন শেষে দেওয়ানগঞ্জ থেকে সড়ক পথে মোটরসাইকেলে ঢাকার সাভারে নিজ বাড়িতে ফেরার পথে নারিকেলী এলাকায় পিছন থেকে পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলে থাকা অনিক ও তার বন্ধু মুসফিক গুরুতর আহত হয়।
ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করে।
এদিকে দুপুর ১২ টার দিকে জেলার মাদারগঞ্জ পৌর এলাকার হাওয়াই সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আঙ্গুরি বেগম (৮৫) নামে আরেক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত আঙ্গুরী বেগম মাদারগঞ্জ পৌর এলাকার বানীকুঞ্জ বেপাড়ি পাড়া গ্রামের মৃত ছাইর উদ্দিন প্রামাণিকের স্ত্রী।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানায়, বাড়ির পাশে হাওয়াই রোডে সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা আঙ্গুরী বেগম গুরুতর আহত হয়। স্বজনরা উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে বৃদ্ধা আঙ্গুরী বেগম মারা যায়।
ওসি আরও জানান, মোটরসাইকেল জব্দ করা হলেও ঘাতক মোটরসাইকেল চালক পালিয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার কোনো অভিযোগ না দিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করলে পরিবারের কাছে নিহত আঙ্গুরী বেগমের লাশ হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে দুপুরে জেলার ইসলামপুরের গুঠাইল-দেওয়ানগঞ্জ সড়কের হলহলি ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আসিফ নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
নিহত আসিফ ইসলামপুরের ঘোনাপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে। সে ঢাকার একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত
নাটোরে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত
পঞ্চগড়ে নিখোঁজের ৩ দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিখোঁজের তিনদিন পর এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নারায়ণগছ এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আরিফুল ইসলাম (১৯) ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে এবং পঞ্চগড় টেকনিক্যাল (বিএম) কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও মৃতের পরিবারসূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় আরিফুল ইফতার করে বাড়ি থেকে বের হয়। রাতে সে আর বাড়িতে ফিরেনি। অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে বৃহস্পতিবার রাতে নিহতের ভাই তেঁতুলিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অবশেষে শুক্রবার বাড়ি থেকে কিছুদূরে একটি পুকুরে আরিফুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। পরে পুলিশ এসে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তার লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আরিফুল ৪ এপ্রিল থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার রাতে তার ভাই থানায় জিডি করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭৭
পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় স্কুল শিক্ষিকা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় 'ভুল চিকিৎসায়' কলেজছাত্রের মৃত্যুর অভিযোগে আটক ৩
ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ এক কলেজছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) সকালে আল খলিল হসপিটাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইসতিয়াক আহমেদ ইকরাম (২২) সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে এবং পৌর ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
আটকেরা হলেন-হাসপাতালের মালিকের ভাই এমদাদুল বশির জয়, হাসপাতালের স্টাফ নাজমুল হক এবং আরিফুল ইসলাম।
আরও পড়ুন: কুড়িগ্রামে ১৪৮ মণ সরকারি চাল জব্দ, আটক ১
স্বজনেরা জানায়, নাকের পলিপাসের সমস্যা নিয়ে শুক্রবার (১৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেলরোডের আল-খলিল হাসপাতালে ভর্তি হন ইশতিয়াক। ওই হাসপাতালে ঢাকা থেকে আসা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. রাফিউল আলম অ্যানেস্থিসিয়া চিকিৎসক ফৌজিয়া মমতাজ সুপ্তীর তত্ত্বাবধানে তার নাকের পলিপাস অপারেশন করা হয়। এরপর তাকে অচেতন অবস্থায় তাকে বেডে দেয়া হয়। এ সময় রোগীর করুণ অবস্থা দেখে পরিবারের লোকজন চিৎকার শুরু করে। রোগীর জ্ঞান না ফেরায় হাসপাতালের লোকজন পরিবারের কাউকে না জানিয়ে ইকরামকে শহরের আইসিইউ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তরিত করে পালিয়ে যায়। সেখানে শনিবার সকালে অচেতন অবস্থায় তিনি মারা যান।
ইশতিয়াকের চাচা শিক্ষানবিশ অ্যাডভোকেট শামছুল ইসলাম বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার অপারেশন করেছেন ডা. রাফিউল আলম।। কিন্তু রাফিউল দাবি করেছেন যে তিনি অপাশেন করেননি। ইশতিয়াকের সঠিক চিকিৎসা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এবং ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে।’
আল খলিল হসপিটাল অ্যান্ড ডায়ডাগনস্টিক সেন্টারের মালিক মো. মানিক বলেন, ‘হাসপাতালে কোনও ভুল চিকিৎসা হয়নি। অপারেশন করেছেন ডা. রাফিউল আলম হাসপাতালের সিসি ক্যামেরা আছে, সব ভিডিও আছে।’
এ ঘটনার পর থেকেই হাসপাতালে তালা ঝুলিয়ে গাঁ ঢাকা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ পেয়েছি।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই বাচ্চু মিয়া একটি অভিযোগ দিয়েছেন। এতে আল-খলিল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান খলিলুর বশির মানিক, হাসপাতালের সার্জন ডাক্তার মো. রাফিউল আলম ও অ্যানেস্থিসিয়া চিকিৎসক ফৌজিয়া মমতাজ সুপ্তীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিষাক্ত জুস খেয়ে ছেলের মৃত্যু, মা আটক
রামগতিতে ৪ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ, আটক ৯
নাটোরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
নাটোরে নসিমন এর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে জেলার সিংড়া উপজেলার মৌগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিজার সরকার (১৮) বামিহাল রহমত ইকবাল কলেজের প্রথম বর্ষের ছাত্র।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সিজার গুরুতর আহত হন।
এছাড়া তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
আরও পড়ুন: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭৭
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
খুলনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, চালক আটক
খুলনা নগরীর বৈকালি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ ‘এনা পরিবহন’-এর এসি বাসটিতে ভাঙচুর করেছে। এসময় বাসের চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর আদ-দ্বীন হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জুবায়ের হোসেন প্রিয় নগরীর ছোট বয়রা মার্কেট রোডের জাকির হোসেনের ছেলে এবং বয়রা মডেল স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত প্রিয় ও তার কয়েকজন বন্ধু মিলে রাস্তায় দৌড়াদৌড়ি করছিল। দুপুর পৌনে ২ টার দিকে নতুন রাস্তাগামী একটি সিএনজির সঙ্গে ধাক্কা খেয়ে প্রিয় রাস্তার ওপর পড়ে যায়। তখন খুলনা থেকে ফুলতলাগামী বাস এনা পরিবহন তাকে চাপা দেয়। এতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, পরিবহনের চালককে আটক করা হয়েছে। গাড়িটিও জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো কিশোরের
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বুধবার মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের জোতপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিরব (২৩) নামে এক কলেজছাত্র ও শ্রীপুরের টিকারবিলা এলাকায় ব্যাটারি চালিত ভ্যান উল্টে জিসান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
আরও পড়ুন: ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান জানান, মঙ্গলবার বিকালে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের জোতপাড়া এলাকায় দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পিলারে সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আবির হোসেন নিরব নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত নিরব সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। সে মাগুরা শহরের কলেজ পাড়ার আলমগীর হোসেনের ছেলে।
তিনি বলেন, অন্যদিকে সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুরের গোয়ালদহে সার্কাস দেখে বাড়িতে ফেরার পথে টিকারবিলা এলাকায় ব্যাটারি চালিত ভ্যান উল্টে ষষ্ঠ শ্রেণির ছাত্র জিসান শেখ আহত হয়। আহত অবস্থায় দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জিসান রাজাপুর গ্রামের কিরন শেখের ছেলে।
তিনি আরও বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত
বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতায় কলেজছাত্র নিহত
মাগুরায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতায় নিরব (২৬) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের চারা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন নিরব কয়েকজন বন্ধুর সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতায় নামে। এ সময় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নিরব মাগুরা শহরের কলেজ পাড়ার আলমগীর হোসেনের ছেলে।
এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানিয়েছেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কলেজছাত্রের
ঝালকাঠিতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওয়ালিদ সরদার (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার গগন গ্রামে এ ঘটনা ঘটে।
ওয়ালিদ ওই গ্রামের মোহাম্মদ সরদারের ছেলে। সে সদর উপজেলার বিনয়কাঠি শেরে বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: নিজের পাতা ফাঁদেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল বকুলের
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওয়ালিদের পারিবারিক পুকুরে মাছ ধরার জন্য সকাল থেকে ইলেকট্রিক পাম্প মেশিনে সেচের কাজ চলছিল।
এদিকে ওয়ালিদ সরদার সোমবার বিকালে পুকুরে মাছ ধরতে যান। একপর্যায়ে সে পাম্প মেশিনের পাইপের কাছে গেলে পানিতে বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
পরে তাকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই কলেজ ছাত্রের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: লঞ্চে বিদ্যুতায়িত হয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
শেরপুর সীমান্তে বিদ্যুতায়িত করে হাতি হত্যার অভিযোগ