রেলপথ মন্ত্রণালয়
মিটারগেজ লোকোমোটিভ ক্রয়ে স্পেসিফিকেশন যাচাইয়ে তদন্ত কমিটি গঠন রেলপথ মন্ত্রণালয়ের
বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয়ের প্রস্তুত করা খসড়া স্পেসিফিকেশন যাচাই-বাছাইয়ের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়।
রোববার (১০ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. শেখ মইনউদ্দিন। সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক)-কে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে; ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএটিসিএল) এবং যন্ত্রকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।
প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর’ প্রকল্পের আওতায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয়ের প্রক্রিয়া চলমান। এ উদ্দেশ্যে একটি খসড়া স্পেসিফিকেশন তৈরি করেছে রেলওয়ে, যা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নেতিবাচক আলোচনা দেখা গেছে।
আরও পড়ুন: সড়ক ও সেতুর পর রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বেও শেখ মইনউদ্দিন
বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসায় একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক টেন্ডার প্রক্রিয়া নিশ্চিত করতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে খসড়া স্পেসিফিকেশন যাচাই-বাছাইয়ের সময় যেসব বিষয় বিবেচনায় নিতে বলা হয়েছে তা হলো— লোকোমোটিভ ও যন্ত্রাংশের কর্মক্ষমতা, আধুনিক প্রযুক্তি, জ্বালানি দক্ষতা, খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, বাংলাদেশের পরিবেশে ব্যবহার উপযোগিতা ইত্যাদি।
কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন রেলপথ মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।
১১৬ দিন আগে
সবার জন্য উন্মুক্ত হলো চট্টগ্রামের রেলওয়ে হাসপাতাল
রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যদের পাশাপাশি এবার সর্বস্তরের জনগণকেও চিকিৎসা সেবা দেবে চট্টগ্রামের রেলওয়ে জেনারেল হাসপাতাল। সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এখন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে পরিচালিত হবে রেলওয়ের হাসপাতালগুলো। যে কারণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সমঝোতা সই হওয়ার পর চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের নাম পরিবর্তন করে ‘রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম’ করা হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৪৫
সম্প্রতি হাসপাতালটিতে ১৯ চিকিৎসক ও ৯ নার্স পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসাথে আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি ও সুবিধা সম্প্রসারণের মাধ্যমে রেল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যদের পাশাপাশি জনসাধারণকেও চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে।
হাসপাতালটিতে বর্তমানে অর্থপেডিক্স, গাইনি এন্ড অবস, মেডিসিন, চর্ম ও যৌন, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল ও সার্জারি সেবা দেওয়া হচ্ছে। এছাড়া, ল্যাবরেটরি ও রেডিওলজির সেবাও রয়েছে। হাসপাতালের আউটডোর সার্ভিস সবার জন্য উন্মুক্ত রয়েছে। পর্যায়ক্রমে ইনডোর সার্ভিসও চালু হবে।
২০৭ দিন আগে
বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন: বাংলাদেশ রেলওয়ে
দেশে করোনা সংক্রমণ কমায় বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে ট্রেন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার সংক্রমণের হার কমায় রেলপথ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকার টিকাদান কর্মসূচি জোরদার করেছে। মানুষ টিকা নিয়ে বিভিন্ন স্থানে ভ্রমণ করছেন যা যাত্রী চাপ বাড়িয়েছে। তাই অর্থনীতির চাকা সচল রাখতে যাত্রীদের চাহিদা পূরণ করতে হবে।
এছাড়া মন্ত্রণালয় ট্রেনের যাত্রীদের করোনার স্বাস্থ্যবিধি, যেমন মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার, কঠোরভাবে মেনে চলার কথাও মনে করিয়ে দিয়েছে।
এর আগে করোনার নতুন ধরন ওমিক্রনের ফলে করোনার সংক্রমণ বাড়তে থাকায় গত ১৫ জানুয়ারি থেকে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া হয়।
আরও পড়ুন: বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ট্রেন-ভটভটি সংঘর্ষে নিহত ৩
১৩৯৬ দিন আগে
নতুন সচিব পেল রেলপথ মন্ত্রণালয়
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
২০৪৪ দিন আগে
করোনাভাইরাস রোধে দেশে ট্রেন চলাচল বন্ধ
দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সরকার মঙ্গলবার থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।
২০৮১ দিন আগে
জরাজীর্ণ রেল সেতুগুলো যথাযথভাবে সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সারাদেশের জরাজীর্ণ রেল সেতুগুলো সংস্কার এবং এ লক্ষ্যে একটি প্রকল্প গহণ করতে রেলপথ মন্ত্রণালয়কে রবিবার একটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১৩৯ দিন আগে