নিরাপত্তাব্যবস্থা
এবার ঈদে ঢাকার নিরাপত্তা নিয়ে শতভাগ কনফিডেন্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ঈদুল আজহায় ঢাকায় নেওয়া নিরাপত্তাব্যবস্থা নিয়ে শতভাগ নিশ্চিত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে রাজধানীজুড়ে ৫০০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।
উপদেষ্টা বলেন, ঈদের নামাজ স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হবে এবং সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
তিনি জানান, জাতীয় ঈদগাহে যারা নামাজ আদায় করবেন, তাদের নিজস্ব জায়নামাজ আনতে হবে না, কারণ সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রস্তুতির কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছুটির মধ্যেও সারাদেশে দায়িত্বে রয়েছে।’
ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ঢাকা শহরের অলিগলিতে ৫০০টি টহল দল মোতায়েন করা হয়েছে। মাঝেমধ্যে ছোটখাটো ঘটনা ঘটে—আমরা এমন ঘটনাও রোধে কাজ করছি।’
থানায় মামলা করতে না পারার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,‘যদি কোনো কর্মকর্তা মামলা নিতে অস্বীকৃতি জানান, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মহাখালী বাস টার্মিনালে যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে, আমরা এটির তদন্ত করছি।’
আরও পড়ুন: ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে নৌপথে কোস্ট গার্ডের টহল জোরদার
অপরাধী গ্রেপ্তার করার কয়েকদিন পরে বের হয়ে আরও বেশি অপরাধে জড়িয়ে যায়- এমন প্রশ্নের জবাবে তিনি বলেনন, ‘এটা তো আর পুলিশের হাতে না। এটা আদালতের বিষয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন, দুজন শীর্ষ সন্ত্রাসী ছাড়া পাওয়ার পর আবারও অপরাধে জড়িয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা হয়েছে। এমন যদি কেউ অবৈধকাজে জড়িয়ে যায় তাহলে তাকেও ছাড়া হবে না, পুঁটিমাছ কিংবা রুই কাতলা হোক কাউকে ছাড় নেই। আইন সবার জন্য সমান।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার নিরাপত্তা নিয়ে আমি ১০০ ভাগ কনফিডেন্ট আছি।
১৮২ দিন আগে
ঈদুল আজহা: বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে কঠোর নিরাপত্তাব্যবস্থা
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বুধবার বলেছেন, পবিত্র ঈদুল আজহার নামাজ উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন যে আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির সাইবার ক্রাইম প্রিভেনশন ইউনিটও সক্রিয় থাকবে।
আজ বুধবার রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ঈদগাঁ মাঠ বোমা নিষ্ক্রিয়কারী ও ডগ ইউনিটের স্কোয়াডে ছেয়ে যায় এবং সাদা পোশাকের পুলিশ সদস্যদের পাশাপাশি ইউনিফর্মধারীদের মোতায়েন করা হবে।’
আরও পড়ুন: আসুন সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করি: প্রধানমন্ত্রী
কমিশনার বলেন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো মাঠ এবং এর আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করা হবে।
তিনি বলেন যে মুসল্লিদের মাঠে জায়নামাজ ও ছাতা ছাড়া আর কিছু না আনতে বলা হয়েছে।
তিনি বলেন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা জঙ্গি গোষ্ঠীগুলোর যেকোনো হুমকি শনাক্তে সজাগ থাকবে। এছাড়া, সাইবার ইউনিট অন্যান্য সংস্থার সহযোগিতায় সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গি গোষ্ঠীগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে নিবিড়ভাবে কাজ করবে।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা যে কোনো সময় জঙ্গিদের মোকাবিলা করতে প্রস্তুত এবং এখন কোনো জঙ্গি হামলার সুনির্দিষ্ট হুমকি নেই।’
বুধবার ডিএমপি কমিশনারের পরিদর্শনকালে ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঈদুল আজহার বাংলাদেশি সিনেমা ২০২৩: ওটিটি ও হলে মুক্তি পাচ্ছে যে সিনেমাগুলো
৮৯০ দিন আগে