সিগারেট জব্দ
চট্টগ্রাম বিমানবন্দরে কোটি টাকা মূল্যের সিগারেট জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার অবৈধভাবে বিদেশ থেকে আনা ৭ হাজার ২৬২ কার্টন (১৪ লাখ ৫২ হাজার ৪০০ পিস) সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। যার আনুমানিক মূল্য এক কোটি ১০ লাখ টাকা।
বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
আরও পড়ুন: চট্টগ্রাম থেকে ৪১৭ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট ছেড়ে গেল
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী জানান, বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ নামের একটি ফ্লাইটে করে অবৈধভাবে সিগারেটের চালানটি আসে। সাত হাজার ২৬২ কার্টনে সুপার স্লিম ইজি স্পেশাল গোল্ড, ইজি স্পেশাল লাইট, মন্ড স্ট্রবেরি ফ্লেভার, বেনসন লাইট ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। পণ্যের চালানটিতে শর্তসাপেক্ষে আমদানি যোগ্য ও উচ্চ শুল্ককর আরোপযোগ্য পণ্য অর্থাৎ সিগারেট নিয়ে আসার মাধ্যমে বিপুল রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়েছে।
এ ব্যাপারে আইনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
১২৯৩ দিন আগে
শাহ আমানত বিমানবন্দরে ৫৩৬ কার্টন সিগারেট জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাতে তিন যাত্রীর কাছ থেকে ৫৩৬ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা টিম শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বৃদ্ধি করে। এ সময় লোহাগাড়ার মো. মামুনুর রশিদ, ফটিকছড়ির মো. নেজাম উদ্দিন ও চন্দনাইশের মোহাম্মদ হাসানের ব্যাগেজ থেকে ১৩৫, ১৩১ ও ২৭০ কার্টন ডানহিল, ৩০৩ ও ৫৫৫ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
২১৮১ দিন আগে
শাহআমানত বিমানবন্দরে ১৫৩ কার্টন নিষিদ্ধ সিগারেট জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে বিদেশ ফেরত যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৫৩ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দারা।
২১৮৪ দিন আগে