সনাতন ধর্মাবলম্বী
চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কার্যক্রমের চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ ধাম (কাঞ্চননাথ-চন্দ্রনাথ-আদিনাথ) স্রাইন কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় রেলভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্রাইন কমিটির নেতারা জানান, পাঁচ বছর ধরে মন্দির ঘিরে বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড দেখা যাচ্ছে। সম্প্রীতির পরিবেশ নষ্টের অপচেষ্টা চলছে বলেও জানান তারা।
তাৎক্ষণিকভাবে বৈঠক থেকেই তিন উপদেষ্টা মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের এ ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দেন।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধানরঞ্জন রায় পোদ্দার বলেন, ‘ধর্ম, বর্ণ, শ্রেণি-নির্বিশেষে অন্তবর্তী সরকার সবার জন্য বৈষম্যহীন সমাজে নির্মাণে কাজ করছে।’
আরও পড়ুন: তুরস্কের স্থাপত্যশৈলিতে পাগলা মসজিদে আধুনিক কমপ্লেক্স হবে: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘অন্য ধর্মের স্থাপনার ওপর যারা আক্রমণ করে তারা কোনোভাবেই ধার্মিক হতে পারে না। এটা অপরাধ। এ কাজে কোনো ধর্ম নেই, অধর্ম রয়েছে। ধর্মীয় সম্প্রীতি নষ্টের কোনো ধরনের চেষ্টা হলে আমরা কঠোর ব্যবস্থা নেব। আমি সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানাই আপনারা নায্য দাবি-দাওয়াগুলো মন্ত্রণালয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বরাবর পাঠান, আমরা উপযুক্ত ব্যবস্থা নেব।’
রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘চন্দ্রনাথ মন্দিরের সঙ্গে ইতিহাস, ঐতিহ্য জড়িত। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো উসকানিমূলক কার্যক্রম বরদাশত করা হবে না। কোনো ধরনের উসকানির চিহ্ন দেখলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এর পাশাপাশি পাহাড় অবস্থিত মন্দিরে যাতায়াতের জন্য সিঁড়ির সংস্কার প্রয়োজন বলে জানান কমিটির সদস্যরা। স্রাইন কমিটির সভাপতি অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, ‘সিঁড়ি এখন খুব একটা ভালো অবস্থায় নেই। দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।’
এ অনুরোধের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে ফোন করে সিঁড়ি সংস্কারের বিষয়ে ব্যবস্থা নিতে বলেন উপদেষ্টা ফাওজুল কবির খান।
৯৯ দিন আগে
নিরাপত্তার দাবিতে দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ, ৫ দফা দাবি
বাড়ি-ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধনের কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে বিক্ষোভকারী-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫
এসময় দাবির পক্ষে বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড বহন করেন তারা। খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন সনাতন ধর্মাবলম্বীরা।
এদিকে পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় সমাবেশে ৫ দফা দাবি পেশ করেছেন।
দাবির মধ্যে রয়েছে-
১. অবিলম্বে সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন।
২. সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরা্দ্দ।
৩. দ্রুত সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন।
৪. সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত হামলা প্রতিবোধে কঠোর আইন প্রনোয়ণসহ বাস্তবায়ন।
৫. হামলার শিকার ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।
এছাড়া সনাতন ধর্মাবলম্বীরা দাবির পক্ষে মঙ্গলবার (১৩ আগস্ট) প্রতিটি উপজেলায় ও বুধবার (১৪ আগস্ট) প্রেস ক্লাবের সামনে আবারও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন।
কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেলসহ সনাতন ধর্মাবলম্বী সংগঠনের প্রতিনিধিরা।
সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের দেশ না ছাড়তে আহ্বান জানান এবং তাদের জানমাল রক্ষাসহ নিরাপত্তার দাবিতে বক্তব্য দিয়েছেন তারা।
আরও পড়ুন: হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে শাহবাগে বিক্ষোভ চলছে
বিক্ষোভের মুখে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত
৪৮১ দিন আগে
আজ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছে মহালয়া
দেবী দুর্গার আগমন উপলক্ষে আজ শনিবার বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছে মহালয়া।
দেবী দুর্গার আনুষ্ঠানিক আমন্ত্রণ হিসেবে বিবেচিত মহালয়া হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গা পূজার এক সপ্তাহ আগে পালিত হয়।
হিন্দুরা বিশ্বাস করে যে পৃথিবী নিজেকে প্রস্তুত করে এবং উদযাপনের মাধ্যমে দেবী এবং তার সন্তানদের আগমনকে স্বাগত জানায়। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর দিন থেকে দুর্গাপূজা শুরু হবে।
মহালয়া উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি সকাল ৬টা থেকে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
এই দিনে, হিন্দুরা তাদের মৃত পূর্বপুরুষদের স্মরণ করে এবং শ্রদ্ধা নিবেদন করে একটি পূজা করে এবং ব্রাহ্মণদের তাদের নামে জামাকাপড়, খাবার এবং মিষ্টি প্রদান করে।
আরও পড়ুন: কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান উৎসবে ঢল
বৃহস্পতিবার(১২ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ বছর সারাদেশে ৩২ হাজার ৪০৭টি পূজা মন্ডপ থাকবে। নিরাপত্তার কথা বিবেচনা করে হিন্দু সম্প্রদায়কে পূজামন্ডপের সংখ্যা সীমিত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূজা মন্ডপে দুই লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবেন এবং জাতীয় জরুরি হটলাইন সেবা ৯৯৯ -এ কল এলে তাৎক্ষণিকভাবে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
পূজা কমিটিগুলোকে মন্ডপে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আইপি ক্যামেরা স্থাপন করতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, উৎসব চলাকালীন ফেসবুক এবং ইউটিউব থেকে যাতে গুজব ছড়াতে না পারে সেজন্য বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া অপ্রত্যাশিত ঘটনা এড়াতে পুলিশ হেডকোয়ার্টার্সসহ সব জেলায় কন্ট্রোল রুম থাকবে।
আরও পড়ুন: আজ মহালয়া, সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আমেজ
৭৮৩ দিন আগে
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান উৎসবে ঢল
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী পুণ্যস্নান উৎসব।
বুধবার ভোর থেকে এ উৎসব শুরু হয়েছে।
পিতা-মাতাসহ পূর্বপুরুষ ও নিজেদের পাপমোচনের আশায় উপজেলার থানাহাট ইউনিয়নের রমনা ঘাট থেকে রাজারভিটা পর্যন্ত প্রায় তিন কিলোমিটারব্যাপী এলাকায় গিয়ে এ স্নানে অংশ নেয় লক্ষাধিক নারী ও পুরুষ।
তবে এবারে পূণ্যস্নান বুধবার হওয়ায় পূণ্যার্থীর সংখ্যা দিগুন হয়েছে বলে জানায় আয়োজকরা। স্নান উৎসবে রংপুর বিভাগের সকল জেলা ছাড়াও পাশ্ববর্তী জেলার সনাতন ধর্মের মানুষেরাও অংশ নিয়ে থাকে।
স্নান উৎসব নির্বিঘ্নে করতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করার পাশাপাশি পূণ্যার্থীদের পোষাক পরিবর্তনে বুথসহ অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: গোয়ালন্দে তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু
৯৮১ দিন আগে
ফরিদপুরে পূণ্যস্নানে হাজারো মানুষের ঢল
ফরিদপুরের বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। এখানকার পূণ্যস্নান শত বছরের পুরোনো ঐতিহ্য। ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে আসেন পূণ্যার্থীরা।
রবিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরে অবস্থিত কয়ড়া কালীমন্দির ঘেঁষে প্রবাহিত চন্দনা-বারাসিয়া নদীতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নান ও নানা আয়োজনের পাশাপাশি বসেছে ঐতিহ্যবাহী মেলা। তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে এ মেলা।
প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের অন্যতম পূণ্যস্নান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দুবলারচরে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনের রাস উৎসব
১০৩৩ দিন আগে
দুর্গোৎসবের প্রস্তুতি চলছে মাগুরায়
শরৎমানেই শারদীয় দুর্গোৎসবের বার্তা। শারদীয় দুর্গাপূজার আর মাত্র ১৪ দিন বাকি। আশ্বিনে আসছেন দেবী দুর্গা।
আগামী ১ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হবে। ০৫ অক্টোবর দশমীর মধ্যদিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে মাগুরায় বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
আরও পড়ুন: পহেলা বৈশাখের মতো দুর্গাপূজাও সবার উৎসব: শিক্ষামন্ত্রী
সরেজমিনে দেখা গেছে , কেউ মাটি আনছেন, কেউবা মূল কাঠামো তৈরি করছেন, কেই আবার তুলি দিয়ে নকশা করতে ব্যস্ত। দেখে মনে হচ্ছে দম ফেলার ফুরসত নেই তাদের।
আরও পড়ুন: দুর্গাপূজায় পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত্রী
শিল্পীরা বলেন, বাপ দাদার পেশার এখন তিনিই উত্তরসূরী। দুর্গাপূজার দুই মাস আগ থেকেই নাওয়া-খাওয়ার সময় থাকে না। তবে অন্যবারের তুলনায় এবার প্রতিমার অর্ডার অনেক বেশি। কাজের চাপও বেশি। অন্যবার করোনার কারণে কম মন্দিরে পূজা হয়েছে। কিন্তু এবার প্রত্যেকটা মন্দিরে দুর্গাপূজা হচ্ছে যার ফলে কাজের চাপও বেড়েছে।
পাশাপাশি প্রতিমা তৈরির কাজ ৭০ শতাংশ হয়েছে বলে জানিয়েছে প্রতিমা তৈরির শিল্পীরা।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে ৪১ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু
মাগুরা জেলার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাশুদেব কুন্ডু জানান, এবার জেলার ৩৬টি ইউনিয়নে ১৬২টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
১১৭৫ দিন আগে
হিন্দু নারীদের উত্তরাধিকার আইন বিষয়ে অ্যামিকাস কিউরিদের মতামত শুনবেন হাইকোর্ট
পৈতৃক সম্পত্তির ভাগ (উত্তরাধিকার) থেকে হিন্দু নারীদের বঞ্চিত করার প্রচলিত বিধানের ওপর অ্যামিকাস কিউরিদের বক্তব্য শুনবেন হাইকোর্ট। হাইকোর্ট যাদের বক্তব্য শুনতে চেয়েছেন তাদের মধ্যে রয়েছেন-অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সিনিয়র অ্যাডভোকেট প্রবীর নিয়োগী, সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সিনিয়র অ্যাডভোকেট মো. কমারুল হক সিদ্দিকী। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তির বিষয়ে দেওয়ানী মামলা পরিচালনাকারী আইনজীবী তপন চক্রবর্তী ও বাংলাদেশ হিন্দু ল সংস্কার কমিটির জেনারেল সেক্রেটারি সাংবাদিক পুলক ঘটকের মতামত শুনবেন আদালত। এক রিট আবেদনের ওপর শুনানিকালে রবিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে এই রিট আবেদনের ওপর মতামত তুলে ধরার জন্য সম্পূরক আবেদনকারী হিসেবে পাঁচটি মানবাধিকার সংগঠনকে পক্ষভুক্ত করা হয়েছে। সংগঠনগুলো হচ্ছে-বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও শালিস কেন্দ্র (আসক), মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় মহিলা পরিষদ ও নারীপক্ষ। এছাড়াও এই রিটের সঙ্গে সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় হাইকোর্ট এই রিট আবেদনের বিষয়ে শুনানির জন্য একটি বৃহত্তর বেঞ্চ গঠনের অনুরোধ জানিয়ে নথিগুলো প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন। বৃহত্তর বেঞ্চ গঠনের পর সেই বেঞ্চ অ্যামিকাস কিউরি এবং মানবাধিকার সংগঠনগুলোর বক্তব্য শুনবেন বলে জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী।
আরও পড়ুন: হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাতা বিতরণ করবে বিকাশ
গত ১৩ ফেব্রুয়ারি সনাতন ধর্মাবলম্বী নারীদের পিতার সম্পত্তির ভাগ না পাওয়া আইনি বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রাজধানীর বনানীর বাসিন্দা মৃত অশোক দাস গুপ্তের কন্যা ব্যবসায়ী অনন্যা দাস গুপ্ত বাদী হয়ে রিটটি দায়ের করেন। এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের পৈতৃক সম্পত্তির ভাগ কন্যাদেরকে না দেয়া কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ সংশ্লিষ্ট আট বিবাদীকে এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়। রবিবার হাইকোর্ট এই রুল শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠনের পাশপাশি অ্যামিকাস কিউরি নিয়োগসহ উপরোক্ত আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আরও পড়ুন: সাম্প্রদায়িকতা, সহিংসতার বিরুদ্ধে ঐক্য গড়ার আহ্বান রাষ্ট্রপতির
১৩৭৬ দিন আগে
সুন্দরবনে রাস পূর্ণিমায় যেতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা
প্রতি বছরের মতো এবারও রাস পূর্ণিমা উপলক্ষে ২৮ থেকে ৩০ নভেম্বর তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পুণ্যস্নান’ অনুষ্ঠিত হবে।
১৮৪৫ দিন আগে
প্রধানমন্ত্রীকে সরস্বতী পূজাতে অংশ নিতে ঢাবি শিক্ষার্থীদের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আয়োজনের অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের শিক্ষার্থীরা।
২১৩৮ দিন আগে