শোক মিছিল
আন্দোলনে ব্যর্থ হয়ে শোক মিছিল করেছে বিএনপি: কাদের
ঢাকা, ২৫ আগস্ট (ইউএনবি)- আন্দোলন করার চেষ্টায় ব্যর্থ হয়ে বিএনপি শোক মিছিল করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি-জামায়াতের সহিংসতা, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আওয়ামী লীগ ঢাকা দক্ষিণ মহানগর শাখার আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক শান্তি সমাবেশে বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আন্দোলনে ব্যর্থতার পর বিএনপি শোক মিছিল করছে। দলটি অলস বসে থাকার স্বপ্ন দেখে, নিষেধাজ্ঞা ও ভিসা নীতির আতঙ্ক ছড়ায়।’
আরও পড়ুন: সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের ২১ নেতা বহিষ্কার
আ.লীগ নেতা বলেন, আ.লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে দেশে এমন কোন রাজনৈতিক শক্তি নেই যে আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে।
বিএনপি কেন কালো পতাকা মিছিল করছে এবং তাদের কোনো নেতা মারা গেছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: কিশোরগঞ্জে ছাত্রলীগের ৭ নেতাকে অব্যাহতি
তিনি আরো বলেন, এখন বিএনপি নেতারা শোক মিছিল বের করে আন্দোলনকে ধ্বংস করছে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য দেন।
শুক্রবার রাজধানীর নয়াপল্টন ও শ্যামলী এলাকায় কালো পতাকা হাতে পৃথক দুটি মিছিল বের করে বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর শাখা তাদের এক দফা দাবির মধ্যে রয়েছে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সাধারণ নির্বাচন।
আরও পড়ুন: বিএনপিকে লাল পতাকা দেখিয়েছে জনগণ: তথ্যমন্ত্রী
১ বছর আগে