যাত্রীবাহী বাস
পাকিস্তানের উত্তরাঞ্চলে যাত্রীবাহী বাসে গুলি, নিহত ৯
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি বাসে জঙ্গিদের গুলিতে দুই সেনাসহ ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা আজমত শাহ জানান, শনিবার রাতে উত্তর গিলগিট বালতিস্তান অঞ্চলের কারাকোরাম হাইওয়েতে এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: আন্দামান সাগরে দুর্ঘটনাকবলিত রোহিঙ্গাদের উদ্ধারে আঞ্চলিক উদ্যোগের আহ্বান ইউএনএইচসিআরের
তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে চীনের সংযোগ স্থাপনকারী মহাসড়ক এটি। এ ছাড়া এই মহাসড়কটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের মধ্য দিয়ে চলে গেছে। আগে পাকিস্তানি তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর উপস্থিতির কারণে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু ছিল এই এলাকা।
বাসটি যাত্রীদের নিয়ে গিলগিট থেকে রাওয়ালপিন্ডি শহরে যাচ্ছিল। এ সময় গুলি করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয় এবং আগুন লাগে। এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন।
কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় আলেম মুফতি শের জামানসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গিলগিট বালতিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শামস লোন এই ঘটনাকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' বলে অভিহিত করেছেন।
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে গিলগিট বালতিস্তানের শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না।’
গিলগিট বালতিস্তানের মুখ্যমন্ত্রী গুলবার খান জানিয়েছেন, হামলার ঘটনা খতিয়ে দেখতে এবং এর পেছনে যারা রয়েছে তাদের ধরতে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। এদিকে রবিবার এক বিবৃতিতে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালেবানের মুখপাত্র মুহাম্মদ খোরাসানি এই হামলার পেছনে তার দল জড়িত নয় বলে জানিয়েছেন।
টিটিপি একটি পৃথক গোষ্ঠী, তবে আফগান তালেবানের মিত্র। তারা গত ১৫ বছর ধরে পাকিস্তানে বিদ্রোহ চালিয়েছে।
আরও পড়ুন: ইমরান খানের পরিবর্তে পিটিআইয়ের নতুন প্রধান নির্বাচিত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ফের নিহত ২
কক্সবাজারে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি কোকেন জব্দ
কক্সবাজারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪৮৫ গ্রাম কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: খুলনায় কোকেনের মামলায় একজনকে মৃত্যুদণ্ড, ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা
শনিবার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে কোকেন জব্দ করা হয়।
কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া থেকে যাত্রীবাহী বাসে করে কোকেনের একটি চালান কক্সবাজারে পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বাংলাবাজার এলাকায় কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৩ কেজি ৪৮৫ গ্রাম কোকেন জব্দ করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ১৮০০ গ্রাম কোকেন জব্দ, ভারতীয় নারী আটক
চট্টগ্রাম বন্দরে কোকেন জব্দ: মামলার চার্জ গঠন ১০ নভেম্বর
সাইনবোর্ডে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: খিলগাঁওয়ে বাসে আগুন, যাত্রী দগ্ধ
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার স্টেশনের একটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীর বাড়িতে আগুন
ফেনীতে ট্রাকে আগুন, গাড়ি ভাঙচুর
মাগুরায় যাত্রীবাহী বাসে আগুন, ১০ সিএনজি-গাড়ি ভাঙচুর
মাগুরায় হরতাল চলাকালে এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় হরতাল সমর্থনকারীদের হামলায় ১০টি সিএনজিচালিত মহেন্দ্র গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।
রবিবার (২৯ অক্টোবর) শহরের ভায়না মোড় এলাকায় দুপুরের দিকে ঘটনাগুলো ঘটে। এসব হামলা ও ভাঙচুরের সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় বিষপানে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা
এ সময় হামলাকারীরা সেখানে ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: মাগুরায় আখের বাম্পার ফলনে চাষে ঝুঁকছেন কৃষকরা
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, অহত ৬
বগুড়ার যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ২
বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন। বুধবার (২৮ জুন) সকাল ৬ টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম আল আমিন (১৫)। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। অপর ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কনস্টেবলসহ নিহত ৩
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
এঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারলেও অপর ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায় নি।
আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
কুষ্টিয়ার খোকসায় কলেজ শেষে ঘুরতে বের হয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে খোকসার পাইকপাড়া মির্জাপুর গ্রামের কাছে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
নিহতেরা হলেন- কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের ইসাহক আলীর ছেলে আবু মুছা (১৮) এবং একই উপজেলার যদুবয়রা গ্রামের আবু বক্করের ছেলে পারভেজ হোসেন (১৮)। ঘটনাস্থলেই নিহত হন। তারা দুজনই উপজেলার শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
জানা যায়, পদ্মা-গড়াই পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যুবক মারা যান। দুর্ঘটনার পর গাড়ি ফেলে বাসের চালকসহ অন্য স্টাফরা পালিয়ে যায়।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, ব্যস্ততম আঞ্চলিক মহাসড়কটি পাইকপাড়া মধ্যে এসে ইউটার্ন নেওয়ায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
দুর্ঘটনা ও প্রাণহানী রোধে উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান তিনি।
খোকসা থানা পুলিশের এসআই (উপপরিদর্শক) মোজাম্মেল হক বলেন, নিহত ছাত্রদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। হাইওয়ে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি ও মামলার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জৈন্তাপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
জ্যামাইকায় যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলায় আহত ৭, নিষেধাজ্ঞা জারি
জ্যামাইকার একটি সরকারি মিনিবাসে বন্দুকধারীর হামলায় তিন শিশুসহ সাতজন আহত হওয়ার পর পুলিশ একটি সম্প্রদায়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। শনিবারও নিষেধাজ্ঞা বলবৎ রাখে দেশটির প্রশাসন।
শুক্রবার দুপুরে রাজধানীর দক্ষিণ প্রান্তে এই হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: জ্যামাইকায় রাবাব ফাতিমার পরিচয়পত্র পেশ
তবে জ্যামাইকা কনস্ট্যাবুলারি ফোর্স কিংস্টনের একটি দরিদ্র এলাকা সিভিউ গার্ডেনে ওই দিনের নির্লজ্জ হামলায় আহতদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য দেয়নি।
ধারণা করা হচ্ছে যে বন্দুকধারীরা বাসে ওঠার চেষ্টা করা লোকদের একজনকে লক্ষ্যবস্তু করেছিল। তবে কর্তৃপক্ষ সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে মন্তব্য করেনি। সম্প্রদায়ের সহিংসতা বৃদ্ধির জন্য প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে দ্বন্দ্বকে দায়ী করা হয়েছে।
কর্তৃপক্ষ সিভিউ গার্ডেনে দুই দিনের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে। পুলিশ বলেছে যে তারা গুলি বর্ষণ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য দু’জন লোককে খুঁজছে।
পুলিশের প্রকাশিত অপরাধের পরিসংখ্যান বলছে যে এই বছরের প্রথম তিন মাসে দ্বীপে ৩০৩ জন নিহত হয়েছে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কম।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তনে আমাদের প্রচেষ্টা চলবে: পররাষ্ট্রমন্ত্রী
কলকাতায় ডিজিটাল বাংলাদেশের প্রথম ভিসা আবেদন কেন্দ্র
চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ২০ লাখ টাকার জাল নোট জব্দ, আটক ২
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এসময় দুজনকে আটকের দাবি করেছে পুলিশ।
বুধবার (১ মার্চ) বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে ওমর আলী (৫০) এবং ভোলা দৌলত খাঁ চর পাড়া এলাকার মো. বেলায়েতের ছেলে রুবেল (৩২)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রতারকচক্র জাল টাকা পাচার করছে। গোপনে এমন সংবাদে এসআই মাহফুজুর রহমান থানা পুলিশের একটি টিম নিয়ে উপজেলার চুনতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় বাসে তল্লাশি চালায়। এসময় ওমর আলী ও রুবেল নামে দুই ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকার ২০টি বান্ডিলে মোট ২০ লাখ টাকার জাল টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, নারী আটক
চট্টগ্রামে হত্যাসহ ১০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার: র্যাব
অর্থ আত্মসাতের অভিযোগ: চট্টগ্রামের ৩ সার্ভেয়ার কারাগারে
ঝিনাইদহে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় রকিবুল ইসলাম (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রকিবুল শৈলকুপা উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
তিনি ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ব্র্যাক ব্যাংকে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, রকিবুল ডিউটি শেষ করে সকালে বাইসাইকেলযোগে শহর থেকে গ্রামে যাচ্ছিলেন। পথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌফিক হাসান বলেন, রকিবুল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই বাসসহ চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বিমানবন্দর সড়কে ট্রাকের ধাক্কায় মেহেরপুরের মোটরসাইকেল আরোহী নিহত
কেরানীগঞ্জে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ১২
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে একটি যাত্রীবাহী বাস থেকে শনিবার পাঁচ কোটি টাকা মূল্যের প্রায় ৭ দশমিক ৪৩২ কেজি স্বর্ণ জব্দ করেছে বলে দাবি করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বাবুবাজার ব্রিজের কাছে একটি বাসে অভিযানের সময় সিআইআইডি স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে তিন ভারতীয়সহ ১২ জনকে আটক করেছে।
তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানান শফিকুল। তিনি বলেন, রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে সোয়া ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ
বাংলাদেশে প্রতিদিন ২০০ কোটি টাকার স্বর্ণ চোরাচালানের মাধ্যমে আসে: বাজুস