যাত্রীবাহী বাস
ঝিনাইদহে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় রকিবুল ইসলাম (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রকিবুল শৈলকুপা উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
তিনি ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ব্র্যাক ব্যাংকে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, রকিবুল ডিউটি শেষ করে সকালে বাইসাইকেলযোগে শহর থেকে গ্রামে যাচ্ছিলেন। পথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌফিক হাসান বলেন, রকিবুল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই বাসসহ চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বিমানবন্দর সড়কে ট্রাকের ধাক্কায় মেহেরপুরের মোটরসাইকেল আরোহী নিহত
কেরানীগঞ্জে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ১২
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে একটি যাত্রীবাহী বাস থেকে শনিবার পাঁচ কোটি টাকা মূল্যের প্রায় ৭ দশমিক ৪৩২ কেজি স্বর্ণ জব্দ করেছে বলে দাবি করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বাবুবাজার ব্রিজের কাছে একটি বাসে অভিযানের সময় সিআইআইডি স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে তিন ভারতীয়সহ ১২ জনকে আটক করেছে।
তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানান শফিকুল। তিনি বলেন, রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে সোয়া ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ
বাংলাদেশে প্রতিদিন ২০০ কোটি টাকার স্বর্ণ চোরাচালানের মাধ্যমে আসে: বাজুস
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ২৩ কেজি ওজনের চিত্রা কচ্ছপ উদ্ধার!
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ২৩ কেজি ওজনের একটি চিত্রা কচ্ছপ উদ্ধার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে এটিকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বরগুনায় ‘জিপিএস ট্র্যাকার’ সহ কচ্ছপ উদ্ধার
নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাদাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে কচ্ছপটি উদ্ধার করা হয়।
ওসি জানান,পলিথিনে বিশেষ ভাবে প্যাক করা কচ্ছপটি মাছ হিসেবে চালান তৈরি করে বাসে তুলে দেয়া হয়েছিল এবং সেটি সাভারের ফুলবাড়ি এলাকায় তরুণ নামে এক ব্যক্তির রিসিভ করারর কথা ছিল।
তিনি আরও জানান, পরে উদ্ধারকৃত কচ্ছপটি রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: করমজল পর্যটন কেন্দ্র: প্রজনন হচ্ছে লবণ পানির কুমির ও ‘বাটাগুর বাসকা’ কচ্ছপ
চাঁপাইনবাবগঞ্জে ৯ লাখ টাকার কচ্ছপের হাড় উদ্ধার
বগুড়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক নামে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৮টায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক বগুড়ার শেরপুর উপজেলার সড়ো গ্রামের জামাল হোসেনের ছেলে। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তিনি মারা যান।
আহতদের মধ্যে দুইজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন এবং বাকি তিনজন একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
আরও পড়ুন: মাগুরায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা আর কে ট্রাভেলস নামে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে নয়মাইল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা এ খালেক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একইসঙ্গে আর কে ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় দুই বাসের চালকসহ ছয়জন আহত হন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠান।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই ) আব্দুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই আহত ছয়জনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক নামে একজন মারা গেছেন। এছাড়া আনোয়ার নামে একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের
মোটরসাইকেল-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব হোসেন (৫২) জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, সোমবার দুপুরে কাজ শেষে ব্যাটারিচালিত পাখি ভ্যান নিয়ে জীবননগর থেকে বাড়ি ফিরছিলেন মোতালেব হোসেন। এসময় বৈদ্যনাথপুর গ্রামের মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণ, নিহত ১
ফিলিপাইনে টাইফুনের আঘাতে ৫ উদ্ধারকর্মী নিহত
বগুড়ায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ২
জেলার শেরপুরে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টায় উপজেলার সীমাবাড়ী-রানীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪২) ও সুঘাট ইউনিয়নের সুঘাট মধ্যভাগ গ্রামের শরাফত আলীর ছেলে বেলাল হোসেন (৫২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফজর আলী চান্দাইকোনা বাজার থেকে ভবানীপুর গ্রামের বাড়ি যাওয়ার জন্য বেলাল হোসেনের মোটরসাইকেল ভাড়া নেয়। এরপর তারা দুজন মোটরসাইকেলে রওয়ানা হন। পথিমধ্যে ওই আঞ্চলিক সড়কটির জামনগর নামকস্থানে পৌঁছলে যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই লাশ দুটি তাদের স্বজনরা নিয়ে গেছেন।
পড়ুন: ঈদের ছুটিতে সড়কে ৩৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
সাতক্ষীরায় মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস উল্টে চালকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটার বলফিল্ড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বলফিল্ড মোড়ে ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী দ্রুতগতির বাসটি পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় একটি রেস্তোরাঁর সামনে গিয়ে বাসটি উল্টে যায়। এতে বেশ কিছু লোক আহত হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে থাকা লোকদের উদ্ধারে অংশ নেয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চকরিয়ায় বাস-মিনিট্রাক সংঘর্ষে নিহত ৩
চকরিয়ায় একটি যাত্রীবাহী বাস ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্চপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাসচালক মাদারীপুর জেলার কালকিনীর বজলুল হক (৪০), চালকের সহকারী ঢাকার ধামরাইয়ের আলাল ও পিকআপের চালক কক্সবাজার মহেষখালীর মৌলভী খালেদ (৩৫)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি জানান, চট্টগ্রামমুখী একটি পিকনিকের বাস ও একটি লবণবোঝাই পিকআপের সঙ্গে কক্সবাজারমুখী মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন প্রাণ হারান। নিহতদের মধ্যে দুজন দুর্ঘটনাকবলিত বাস ও মিনিট্রাকের চালক এবং অপরজন বাসের যাত্রী।
আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও সহকারী নিহত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ভারতে যাত্রীবাহী বাস নদীতে পড়ে ৯ জন নিহত
ভারতের অন্ধ্র প্রদেশে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত ৯ জন নিহত এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন।
বুধবার ৪৭ জন যাত্রী নিয়ে সরকারি বাসটি অশ্বরাওপেট থেকে জাঙ্গারেডিগুডেমে যাওয়ার পথে রাজ্যের পশ্চিম গোদাবরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা পুলিশ প্রধান রাহুল দেব শর্মা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘বাসটি সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে নদীতে পড়ে যায়। আমরা এখন পর্যন্ত পাঁচজন নারী যাত্রীসহ ৯টি লাশ উদ্ধার করেছি। এখন পর্যন্ত ২২ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।’
এ ঘটনা তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান পুলিশ প্রধান।
অন্ধ্র প্রদেশের গভর্নর বিশ্ব ভূষণ হরিচন্দন এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের অবিলম্বে চিকিৎসা সহায়তা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তির মৃত্যু
ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি ভারতে উদ্ধার
মাগুরায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মাগুরা সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সবজিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের উপজেলার সাইত্রিশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বাসযাত্রী সদরের হাজরাপুর গ্রামের আকবর মোল্যার ছেলে আবুল কাশেমের পরিচয় পাওয়া গেছে। তবে অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। এছাড়া আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকাল ৩টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহ যাওয়ার সময় জনতা পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি সবজিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাক দু’টি রাস্তার পাশের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে এবং পুলিশ বাস ও ট্রাক জব্দ করেছে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম।
আরও পড়ুন: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩