শ্রমিকদল নেতা
চোর সন্দেহে পিটুনিতে শ্রমিকদল নেতার মৃত্যু, লক্ষ্মীপুরে গ্রেপ্তার ৪
লক্ষ্মীপুরে চোর সন্দেহে শ্রমিকদল নেতা রাজু হোসেনকে সংঘবদ্ধ পিটুনির পর মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩১ মার্চ) সদর উপজেলার সবুজের গোঁজা এলাকায় এ ঘটনা ঘটে। এরপর গতকাল (সোমবার) তার মৃত্যু হলে এদিন রাতেই নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ এবং আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
নিহত রাজু হোসেন চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক ছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ঈদের আগের দিন (রবিবার) রাতে প্রতিবেশী কবির হোসেনের ঘরে মোবাইল চার্জ দিয়ে বেরিয়ে যান রাজু। এ সময় তাকে চোর সন্দেহে আটক করেন কবির হোসেন ও তার সহযোগিরা। একপর্যায়ে অটোরিকশা চোর সন্দেহে কাজল কোম্পানির ইটভাটার সামনের রাস্তায় গাছের সঙ্গে বেঁধে তাকে পিটুনি দেন তারা। রাতভর তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় সোমবার সকালে রাজুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে অবস্থার আবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কেরানীগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু, আহত ২
এ ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত কবির হোসেনসহ চারজনকে আটক করে। পরে মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তাররা হচ্ছেন— সদর উপজেলার শাকচর ইউনিয়নের কবির হোসেন, ইব্রাহিম খলিল, লিটন হোসেন ও রেখা বেগম। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘রাজুকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
২৪৮ দিন আগে
যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় শ্রমিকদল নেতাসহ ৪ জন গ্রেপ্তার: র্যাব
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল ও যুবদলের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র ্যাব)।
শনিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঢাকা দক্ষিণ ৬২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আলী আকবর (৪৪) ও ৬২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. জিয়াউল হাসান খান ( ৪০), শ্রমিক দলের সদস্য সচিব মো. শুক্কুর আলী (৫২), শ্রমিক দলের ৪৮ নং ওয়ার্ড শাখার আহ্বায়ক, শ্রমিক দলের ৬৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মো. আবু বকর (৫৭)।
আরও পড়ুন: নাশকতার অভিযোগে গত ২২ দিনে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
র ্যাব-১০ এর সহকারী পরিচালক (অপারেশনস) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় নাশকতার ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা ও দানিয়াসহ আশপাশের এলাকায় গাড়ি ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিল।
তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের সহকারী পরিচালক।
আরও পড়ুন: হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজির বাসায় র্যাবের অভিযান
৭৪৭ দিন আগে