আওয়ামী লীগ নেতা
মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতার খামার থেকে গরু লুটের অভিযোগ
মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা মো. উজ্জল হোসেনের খামার থেকে গরু লুট করার ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে তার খামার থেকে পাঁচটি গরু লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। উজ্জল হোসেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ওই এলাকায় তার একটি ডেইরি ফার্ম রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফার্মের কর্মচারীরা জানান, ১০-১৫ জনের একটি সশস্ত্র দল পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ফার্মে হানা দেয়। এ সময় তারা ফার্মের তিন কর্মচারী লিটন, শ্যাম মিয়া ও মুকুলকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে এবং সবুজ রঙের একটি বড় পিকআপে করে পাঁচটি গরু নিয়ে যায়।
আরও পড়ুন: পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার
ভুক্তভোগী উজ্জল হোসেন জানান, খামারের পাশেই তার বসতবাড়ি। ঘটনার সময় একটি বকনা বাছুর আতঙ্কিত হয়ে তার বাড়ির উঠানে গিয়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। ঘর থেকে বের হয়ে তারা খামারের দিকে ছুটে আসেন এবং লুটকারীদের গাড়িটি শহরের দিকে চলে যেতে দেখেন। কিন্তু লুটকারীদের হাতে পিস্তল ও অন্যান্য অস্ত্র থাকায় কেউ কিছু করার সাহস পাননি।
ঘটনার পরপরই মানিকগঞ্জ সদর থানায় অবহিত করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
ওসি আরও জানান, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চোরচক্রকে শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
১১৪ দিন আগে
ফেনীতে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে
ফেনীর সোনাগাজীতে হিন্দু ধর্মাবলম্বীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে জাফর উল্লাহ নয়ন (৪৮) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, চরছান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা উত্তম কুমার দাসের জমি দীর্ঘদিন পর্যন্ত জবরদখল করে রেখেছিলেন নয়ন।
গেল ১৪ মে নিজের জমিতে কাজ করতে গেলে নয়ন তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। উত্তম প্রাণ ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
সোনাগাজী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উত্তর চরছান্দিয়া গ্রামের বড় বাড়ির প্রয়াত মোস্তাফিজুর রহমানের ছেলে নয়ন।
উত্তম দাস বলেন, ‘আমার বাবা মৃত উষা রঞ্জন দাসের নামে এই জায়গা সিএস খতিয়ানে রেকর্ড রয়েছে। কিন্তু নয়ন প্রতারণার আশ্রয় নিয়ে বিএস রেকর্ডে তার নামে রেকর্ড করে নিয়েছে। যদিও তিনি কোনো দলিলপত্র দেখাতে পারেননি। জমির কাছে এলে আমাকে হত্যার হুমকি দেয়। গত ১৩ মে নয়ন ও তার ভাই আবদুল হালিম আমার ওপর দেশীয় অস্ত্র (দা-ছুরি) দিয়ে হামলা করে।’
উত্তমের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক নয়ন দখল করে রেখেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মোমিনুল হক।
তিনি বলেন, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র রফিকুল ইসলাম খোকনের অনুসারী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পেতেন না। তিনি দলীর প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে মানুষকে হুমকি-ধমকি দিয়ে জমি জবরদখল করতেন।’
আরেক প্রতিবেশী আবদুল মান্নান বলেন, ‘উষা দাস জীবিত অবস্থায় নয়ন ও তার পিতা মোস্তাফিজুর রহমানের কাছ থেকে জমি উদ্ধারের চেষ্টা করেন, ব্যর্থ হয়ে স্থানীয় মসজিদের মুসল্লিদের সামনে টাকা দিয়ে খরিদ করার প্রস্তাব দেন।’
নাম প্রকাশ না করার শর্তে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘গত সরকারের সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হামলা-মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুল আসামি গ্রেপ্তার হয়েছেন। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জুলাই আন্দোলনে ফেনীতে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় কারাগারে থাকায় নয়নের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি
২০০ দিন আগে
আওয়ামী লীগ নেতা নূরুল হক গ্রেপ্তার
ঢাকার দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৪ মে) সকালে ডিএমপির মিডিয়া শাখার পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সিলেটে সাবেক কাউন্সিলর আশিক গ্রেপ্তার
বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম আজ (রবিবার) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
২১৫ দিন আগে
জামিন মেলেনি আওয়ামী লীগ নেতা মহীউদ্দিনের, কারাগারে প্রেরণ
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আইনজীবী গোলাম মহীউদ্দীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ এপ্রিল) মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে জামিনের আবেদন করে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরা। দীর্ঘ সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায় বিচার প্রার্থনা করলে আদালত এই আদেশ দেন।
আরও পড়ুন: আরসাপ্রধানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
মানিকগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, ‘গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে ৪টি নাশকতা মামলা আছে। মাঝে তিনি জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে মেয়াদ বৃদ্ধির আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
২৪০ দিন আগে
বগুড়া কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
বগুড়া কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মতিন মিঠু নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিইউতে মারা যান তিনি।
মিঠু গাবতলীর বৈইঠা দক্ষিণ পাড়ার মোজাহার আলীর ছেলে। এছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
আরও পড়ুন: দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, রবিবার দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তার অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা। পরে সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।
৩৬০ দিন আগে
যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
যশোরের চৌগাছায় সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনিছুর রহমানকে (৫৬) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজনৈতিক কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে স্বজনদের ধারণা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার উপজেলার জগন্নাথপুর গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এর আগে ২০০২ সালে তার বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন আশাও খুন হয়েছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আনিছুর রহমান জগন্নাথপুর গ্রামের রবিউল ইসলামের দোকান থেকে চা পান করে বাড়িতে ফিরছিলেন। এ সময় উত্তরপাড়ায় পৌঁছালে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে আনিছুরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ অক্টোবর) ভোরে তিনি মারা যান।
হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, নিহত আনিছুরের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। হাত-পায়ের বিভিন্ন স্থানের হাড় ভেঙে দেওয়া হয়েছে।
নিহতের ভাই শাহনুর আলম উজ্জল জানান, আনিছুরের হত্যাকারীরা ২০০২ সালে তার বড় ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনকেও হত্যা করেছিল।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান জানান, আনিছুর রহমান হত্যার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
৪০১ দিন আগে
সিলেটে আওয়ামী লীগ নেতা শামীম গ্রেপ্তার
সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরের টিলাগড় পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে রাত ১১টায় বিশ্বনাথ থানার মামলায় করে তাকে হস্তান্তর করে র্যাব।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দলীয় সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও পৌরসভার জানাইয়া গ্রামের আব্বাস আলীর ছেলে শামীম আহমদ।
বিশ্বনাথ পৌরসভার সাবেক মেয়র মুহিবুর রহমানের বাসার সামনে সংঘর্ষের ঘটনায় তার গাড়িচালকের দেওয়া মামলায় গ্রেপ্তার হন তিনি।
সরকার পরিবর্তনের আগে পৌরসভার মেয়র ও কাউন্সিলর দ্বন্দ্বে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই মামলার এজাহারভুক্ত আসামি শামীম। গ্রেপ্তার হওয়ার আগে সিলেট নগরের টিলাগড় পয়েন্টের সামনে অবস্থান করছিলেন তিনি।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, ‘মামলার পলাতক আসামি শামীম আহমদকে র্যাব-৯ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
৪১৫ দিন আগে
শ্রীনগরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে শাহজাহান শেখ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ির রাস্তার পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার
শাহজাহান বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।
নিহতের স্ত্রী শিমা বেগম বলেন, বৃহস্পতিবার শাহজাহান বাজারে চা পান করতে গেলে আর বাড়ি ফেরেনি। রাতে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সকালে বাড়ি থেকে প্রায় একশ গজ দূরে রাস্তার পাশের ডোবায় তার লাশ পাওয়া যায়। কারো বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। এছাড়া তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। দল মত ভেদে সবার সঙ্গেই তার ভালো সম্পর্ক ছিল।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মুন্সী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পতেঙ্গায় জাহাজে বিস্ফোরণ; ৩ জনের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
৪২৬ দিন আগে
বরিশালে সয়াবিন খেত থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
বরিশালের হিজলায় সয়াবিন খেত থেকে জামাল মাঝি নামে এক আওয়ামী লীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর।
আরও পড়ুন: নাটোরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার
নিহত জামাল মাঝি বরিশাল-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) পংকজ দেবনাথের অনুসারী।
তিনি উপজেলার ধুলখোলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলে জানিয়েছেন পংকজ দেবনাথ।
নিহতের স্ত্রী আঁখি বেগম জানান, রাতে ২টার দিকে স্বামীকে মোবাইল ফোনে কল দিলে তিনি জানান, ভালো আছেন ও নিরাপদে আছেন। পরে সকাল ৯টার দিকে জানতে পারি স্বামীর লাশ সয়াবিন খেতে পড়ে আছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর বলেন, পরিত্যক্ত অবস্থায় লাশ পেয়েছি। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত থাকায় কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা করেছে তা জানি না। তদন্ত করে বলতে পারব কারা জড়িত।
আরও পড়ুন: নাটোরে এক ব্যক্তির লাশ উদ্ধার
যশোরে ৫ কেজি স্বর্ণ ও পাচারকারীর লাশ উদ্ধার
৬২৮ দিন আগে
আ.লীগ নেত্রী সাজেদা চৌধুরী মারা গেছেন
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী রবিবার রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সাজেদা চৌধুরী রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সংসদের উপনেতা দুই সপ্তাহ আগে করোনা আক্রান্তে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আরও পড়ুন: টানা তৃতীয়বার সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী
সাজেদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: সংসদ উপনেতা নির্বাচিত হওয়ায় সাজেদা চৌধুরীকে অভিনন্দন
এছাড়াও, ২০১৫ সালে সাজেদা চৌধুরীর বাইপাস সার্জারি হয়।
১৯৩৫ সালে জন্মগ্রহণ করা সাজেদা চৌধুরী ২০১৯ সাল থেকে টানা তৃতীয় মেয়াদে সংসদের উপনেতা হন।
আরও পড়ুন: ফরিদপুর-২: সৈয়দা সাজেদা চৌধুরীর মনোনয়ন চেয়ে বিক্ষোভ, অবরোধ
৮৭ বছর বয়সী তিনি পরিবেশ ও বনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১০ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।
১১৮০ দিন আগে