৪ বছরের কারাদণ্ড
সম্পদ বাজেয়াপ্ত করে যশোরের শাহীন চাকলাদারকে ৪ বছরের কারাদণ্ড
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানাসহ তার ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) বিশেষ জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাদের আদালত এই রায় দেন।
দুর্নীতি দমন কমিশন জানায়, ৩৮ লাখ টাকার সম্পদ গোপন করায় ২০০৮ সালের ৩০ মার্চ শাহীনের বিরুদ্ধে মামলা করেন দুদকের তৎকালীন উপপরিচালক মঞ্জুর মোর্শেদ। দুদকের তদন্তে প্রমাণিত হয়, তার ট্যাক্স ফাইলে দেখানো সম্পদের পরিমাণ ও দাখিল করা বিবরণীর অসামঞ্জস্য।
আরও পড়ুন: তিন দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
শাহীনের সম্পদ বিবরণীতে উল্লেখ করা হয়, তার মোট সম্পদ ১ কোটি ৯৬ লাখ ২১ হাজার ৪০০ টাকা, যার মধ্যে ১ কোটি ১ লাখ ৯১ হাজার ৫১৫ টাকা দেনা। দুদকের তদন্তে উঠে আসে, তার প্রকৃত সম্পদের পরিমাণ ৫৬ লাখ ২৬ হাজার ২০০ টাকা। এর বাইরে ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।
২০০৯ সালের ৫ জানুয়ারি দুদক আদালতে চার্জশিট জমা দেয়।
রায়ের দিন তিনি আদালতে ছিলেন না। আসামিপক্ষের আইনজীবী ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গাজী আব্দুল কাদির।
৩১৬ দিন আগে
নাশকতার মামলায় বিএনপির ১১ নেতা-কর্মীকে ৪ বছরের কারাদণ্ড
পাঁচ বছর আগে রাজধানীর গুলশান থানায় দায়ের করা নাশকতার আরও একটি মামলায় বিএনপির ১১ নেতা-কর্মীকে পৃথক তিন ধারায় সাড়ে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ রায় দেন।
আরও পড়ুন: নাশকতার মামলায় বিএনপির ২৯ নেতা-কর্মীর কারাদণ্ড
দণ্ডপ্রাপ্তরা হলেন- মামুন চৌধুরী, বিল্লাল হোসেন, অসীম ওরফে অসীম আকরাম, নুরুল ওরফে নূর হোসেন, শরীফ উদ্দিন ওরফে মামুন, আমিনুল ইসলাম, অহিদুল ইসলাম শাহীন, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান প্রান্ত, জয়নাল ও মীর মোহাম্মদ স্বপন।
এক ধারায় তাদের ৬ মাস, অপর দুই ধারায় দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৮ সালের অক্টোবর মাসে নাশকতার অভিযোগে গুলশান থানায় মামলাটি করা হয়।
আরও পড়ুন: নাশকতা মামলায় বিএনপির ২৫ নেতা-কর্মীর ৩ বছরের কারাদণ্ড
হলি আর্টিজান হামলা: ৭ আসামির সাজা কমে আমৃত্যু কারাদণ্ড
৭২৫ দিন আগে