গাঁজা
ফরিদপুরে ২০ কেজি গাঁজাসহ আটক ২
ঢাকা-মাওয়া মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার এক্সপ্রেসওয়ের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে বিশ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে ফরিদপুরের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ভাঙ্গার এক্সপ্রেস ওয়ের টোল প্লাজা এলাকায় অভিযান চালায়।
এসময় একটি পিকআপ ভ্যানে থাকা ২০ কেজি গাজা, দুইটি মোবাইল ফোন উদ্ধার ও দুই ব্যক্তিকে আটক করে।
আটকরা হলো ফরিদপুরের ভাঙ্গার চুমুরদী এলাকার সুমন শেখ ও নগরকান্দার ডাঙ্গী এলাকার জুলহাস মুন্সি।
পড়ুন: কুমিল্লায় সবজিখেতে গাঁজা চাষ, গ্রেপ্তার চাষি
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. হাসেম আলী জানান, গোপন সংবাদে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এই অভিযানে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও ২০ কেজি গাজা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
১২৬ দিন আগে
থাইল্যান্ডে গাঁজা কিনতে লাগবে প্রেসক্রিপসন!
থাইল্যান্ডে আবারও গাঁজার ওপর কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এখন থেকে, দেশটিতে গাঁজা কিনতে প্রয়োজন হবে প্রেসক্রিপসন বা ডাক্তারি ব্যবস্থাপত্র।
এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০২২ সালে গাঁজা বৈধ করে আলোড়নের সৃষ্টি করেছিল থাইল্যান্ড। এতে দেশটির পর্যটন ও কৃষি খাতে নতুন দিগন্ত খুলে যায়। তবে শিশুদের মধ্যে আসক্তি ও অনিয়ন্ত্রণ কেনাবেচা নিয়ে সমালোচনার মুখে পড়ে দেশটি।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবর অনুযায়ী, গাঁজা নিয়ন্ত্রণে আবারও কঠোর হওয়ার উদ্যোগ নিয়েছে থাইল্যান্ড সরকার।
গত মঙ্গলবার (২৪ জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুয়েতিন এক আদেশের মাধ্যমে সব দোকানে প্রেসক্রিপশন ছাড়া গাঁজা বিক্রি নিষিদ্ধ করেন। এ ছাড়া, গাঁজা ফুলকে ‘নিয়ন্ত্রিত ভেষজ’ হিসেবে পুনরায় শ্রেণিকরণের প্রস্তাব দেন তিনি।
বুধবার (২৫ জুন) দেশটির মাদক নিয়ন্ত্রণ বোর্ডের মহাসচিব ফানুরাত লুকবুন জানান, তার সংস্থা এরই মধ্যে নতুন নিয়ম বাস্তবায়নের কাজ শুরু করেছে। তবে, কবে নাগাদ এই নির্দেশনা কার্যকর হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
সবশেষ নির্বাচনের আগে ক্ষমতাসীন ফেউ থাই পার্টি গাঁজাকে আবারও অপরাধ হিসেবে ঘোষণার প্রতিশ্রুতি দিলেও জোটসঙ্গী ভুমজাইথাই পার্টির বাধার মুখে তা সম্ভব হয়নি।
ভুমজাইথাই পার্টি দেশটিতে গাঁজা বৈধ করেছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা ও কম্বোডিয়ান নেতা হুন সেনের ফোনালাপ ফাঁস হওয়ার পর তারা সরকার ত্যাগ করতেন। এতে ক্ষমতাসীন দলটির জন্য গাঁজার ওপর কড়াকড়ি আরোপ আরও সহজ হয়েছে।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সোমসাক জানান, তিনি ভবিষ্যতে গাঁজাকে পুনরায় মাদক হিসেবে তালিকাভুক্ত করতে চান।
গত মাসে দেশটির সরকারি প্রতিবেদনে দেখা যায়, বৈধকরণের পর থাইল্যান্ড থেকে পর্যটকদের মাধ্যমে গাঁজা পাচার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
থাইল্যান্ডের মাদক নিয়ন্ত্রণ বোর্ডের এক গবেষণায় দেখা গেছে, গাঁজা বৈধ হওয়ার পর দেশটিতে এর আসক্তির হার বেড়ে গেছে। ফলে সরকারও বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছে।
সরকারি মুখপাত্র জিরায়ু হউংসাব এক বিবৃতিতে জানান, ‘দেশব্যাপী অসংখ্য দোকানে গাঁজা বিক্রি করা হয়। এর ফলে শিশুসহ সাধারণ মানুষের এটি আরও সহজলভ্য হয়েছে। অথচ সরকারের উদ্দেশ্য ছিল মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান।’
এদিকে, সরকারি সিদ্ধান্তের খবরে তার বিরোধিতা করে আন্দোলনে নেমেছে গাঁজা বৈধকরণের পক্ষের লোকজন। তাদের দাবি, নতুন নিষেধাজ্ঞাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আগামী মাসে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভেরও ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এমনকি, গাঁজা সেবন ও বিক্রয়কে পুনরায় অপরাধ হিসেবে গণ্য করার পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাঁজাপ্রেমীরা।
১৬১ দিন আগে
উদ্ধারকৃত গাঁজা বিক্রি মাদক ব্যবসায়ীর কাছে, জড়িত ৬ পুলিশ
নরসিংদীর শিবপুরের একটি লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ৯৬ কেজি গাঁজা মালখানায় জমা না দিয়ে মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়ার অভিযোগ প্রমাণ হয়েছে জেলার ৬ পুলিশ কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে।
রবিবার (৬ এপ্রিল) নরসিংদী জেলার পুলিশ সুপার আব্দুল হান্নান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কলিমুল্লাহ দীর্ঘ তদন্ত শেষে রিপোর্ট জমা দিয়েছেন। রিপোর্টে প্রাথমিকভাবে পুলিশের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।’
অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন— নরসিংদীর ডিবি পরিদর্শক কামরুজ্জামান, কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন, নরসিংদী সদর পুলিশ কোর্টের মালখানার অফিসার উপপরিদর্শক (এসআই) (নিরস্ত্র) মো. শামিনুর রহমান এবং এক নারী সদস্যসহ তিন কনস্টেবল।
হান্নান বলেন, ‘পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন।’
প্রসঙ্গত, গত ৪ মার্চ নরসিংদীর শিবপুরের একটি লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা উদ্ধার করে নরসিংদী ডিবি পুলিশ। উদ্ধারকৃত গাঁজা আদালতের মালখানায় জমা না দিয়ে কিংবা ধ্বংস না করে মাদক বিক্রেতার নিকট বিক্রি করে দেয়ার অভিযোগ ওঠে নরসিংদী ডিবির পরিদর্শক কামরুজ্জামানসহ কয়েক পুলিশের বিরুদ্ধে।
আরও পড়ুন: ৯৬ কেজি গাঁজা বিক্রির অভিযোগ ২ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে
পরবর্তীতে ডিবি পরিদর্শক কামরুজ্জামান ও কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেনকে প্রথমে নরসিংদী পুলিশ লাইনে ও পরে ডিআইজি ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। ঘটনা খতিয়ে দেখতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কলিমুল্লাহকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্তের জন্য ৩ দিন সময় বেধে দেয়া হয়েছিল। পরবর্তীতে তিনদিন অতিক্রান্ত হওয়ার পূর্বে আবেদনের মাধ্যমে তদন্তের সময় বৃদ্ধি করেন তদন্ত কর্মকর্তা। রোববার আনুষ্ঠানিক এতদিনের তদন্তের প্রতিবেদন দাখিল করা হয়েছে।
২৪৩ দিন আগে
৯৬ কেজি গাঁজা বিক্রির অভিযোগ ২ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে
নরসিংদীতে ডিবি পুলিশের উদ্ধার করা ৯৬ কেজি গাঁজা বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (ওসি,ডিবি) এস এম কামরুজ্জামান ও কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেনের বিরুদ্ধে।
অভিযোগ উঠলে শনিবার (১৫ মার্চ) সকালে তাদের তাৎক্ষণিক নরসিংদী পুলিশ লাইন্সে সংযুক্ত করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। কয়েক ঘণ্টা পরই দুপুরের দিকে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন আরেক আদেশে অভিযুক্ত দুই পুলিশ পরিদর্শককে ঢাকায় বদলি করেন।
এদিকে জেলা গোয়েন্দা পুলিশ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নথি থেকে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় গ্রামের জনৈক মনির হোসেনের মালিকানাধীন লটকন বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬ টি প্লাস্টিকের বড় বস্তায় ১৬ কেজি করে মোড়ানো মোট ৯৬ কেজি গাঁজা উদ্ধার করে জেলা গোয়েন্দা বিভাগ।
নরসিংদী সদর পুলিশ কোর্টে মালখানা কর্মকর্তা এস আই (নিরস্ত্র) মো. শামীনুর রহমান নরসিংদী পুলিশ সুপার বরাবরে এক অবহিত করণ পত্রে লিখেছেন, ৯৬ কেজি গাঁজা নরসিংদী সদর কোর্টের মালখানায় জমা দেওয়া হয়নি।
তিনি বলেন, বাস্তবে নরসিংদী আদালত এলাকায় কোন জব্দকৃত আলামত ধ্বংস করা হয়নি। মালখানা কর্মকর্তা আরও জানান, ইতিপূর্বে ডিবি আরও ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। তাও অদ্যাবধি আদালতের মালখানায় জমা করেননি ডিবির এই কর্মকর্তা।
এসব বিষয়ে ডিবির সদ্য বিদায়ী পরিদর্শক কামরুজ্জামান বলেন, আমাদের কর্মকর্তা আলামত জব্দ করেছে। তা ধ্বংস তালিকা করে কোর্টে পাঠিয়েছে। কোর্টের হাকিম রিসিভ করেছে। এই অর্ডারও আমার অফিসে আছে। এখন কোর্ট ধ্বংস করেছে, না করে নাই, সেটা তো কোর্টের ব্যাপার। এখানে আমারতো কোনো কিছুই করার নাই।
আরও পড়ুন: শাহ আমানতে ৫০ লাখ টাকার স্বর্ণ জব্দ
পুলিশের একটি সূত্র জানায়, ৯৬ কেজি গাঁজা মাধবদী থানার আলগী এলাকার মাদক ব্যবসায়ী মায়া প্রধানের কাছে বিক্রি করে দিয়েছে। ডিবির ওসি মায়ার নিকট ৯৬ কেজির গাঁজা ১৪ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করেন বলেও সূত্রটি জানায়। তবে বিক্রিত গাঁজার মধ্যে ৪৫ কেজি গাঁজা মায়ার বাসায় ডিবির গাড়িতে সরবরাহ করা হয়েছে। বাকী গাঁজা ডিবির ওসি কামরুজ্জামানের হেফাজতেই রয়েছে। আদালতের মালখানায় কোনো মাল পাঠানো হয়নি।
এ ব্যাপারে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, তথ্য প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত করে ৩ দিনের মধ্যে প্রতিদেন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
২৬৪ দিন আগে
চট্টগ্রামে ২৯ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩
চট্টগ্রামের কর্ণফুলীতে গাঁজা বহনের অভিযোগে দুই নারী ও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৯ কেজি গাঁজা জব্দ করার দাবি করেছে র্যাব।
বুধবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়েকের শাহ আমানত ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৭ এর একটি দল।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গ্রেপ্তার আসামিরা হলেন- ইমতিয়াজ উদ্দিন ইমন (২৬), বিউটি বেগম (৩৫) ও হামিদা (৩৫)।
শরীফ-উল আলম জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাওয়ার সময় একটি আন্তঃনগর বাসকে থামানোর সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই নারী ও এক যুবক বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তাদের তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২৯ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্য বহনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনের চোখ ফাঁকি দিয়ে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা করছিলেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৫৪৭ দিন আগে
সিরাজগঞ্জে ৫২ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) – ১২ এর সদস্যরা।
গ্রেপ্তাররা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার উলোবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. আশরাফ আলী (৫০) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হারুয়াবাড়ি গ্রামের মৃত আমজাদ বিশ্বাসের ছেলে মো. উজ্জল হোসেন (৩৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মো. মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মো. মারুফ হোসেন র্যাব-১২ এর অধিনায়কের দিক-নির্দেশনায় ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় বুধবার দুপুর পৌনে ২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ২৩ হাজার ৬২২ টাকা, ২টি মোবাইলসহ ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় ইয়াবা জব্দ, আটক ১
ঢাকা বিমানবন্দরে যৌথ অভিযানে ২.১ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪
৬৪৫ দিন আগে
রাজধানীতে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৩১ জুলাই) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. আরমান হোসেন রনি ও মো. জুয়েল ওরফে রবিন।
আরও পড়ুন: বেনাপোলে ১৮ স্বর্ণের বারসহ আটক ২
সহকারী পুলিশ কমিশনার (তেজগাঁও শিল্পাঞ্চল) এসএম আরিফ রায়ান ইউএনবিকে ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির শিল্পাঞ্চল থানা পুলিশের একটি দল রসুলবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে।
তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজাও জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্প থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বুয়েটের ৩৪ শিক্ষার্থী আটক
চট্টগ্রামে লরি থেকে কনটেইনার পড়ে ট্রাফিক পুলিশ নিহত, আটক ২
৮৫৮ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি গাঁজা জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করেছে র্যাব। এসময় একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর মিশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক লুৎফর রহমান ভোদু(৫৫) শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকার আশরাউল ইসলামের ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৩০ কেজি গাঁজা জব্দ, আটক ২
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শুক্রবার রাত ৮টার দিকে রহনপুর মিশন এলাকায় একটি চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এসময় ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী লুৎফর রহমান ভদুকে আটক করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরে ২ জন আটক, ১৩ লাখ টাকার গাঁজা জব্দ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক লুৎফর রহমান ভদু দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার নামে মাদকের ২টি মামলা চলমান রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পনি কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় সঙ্গে ছিলেন কোম্পানির উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামও।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে গাঁজা চাষের অভিযোগে গ্রেপ্তার ১
৮৯৫ দিন আগে
ফরিদপুরে ২ জন আটক, ১৩ লাখ টাকার গাঁজা জব্দ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আন্তঃজেলা মাদক কারবারি দুই জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩ লাখ টাকার গাঁজা জব্দ করা হয়েছে বলে দাবি করেছে ফরিদপুর র্যাব-০৮।
বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলা সদরের ভাঙ্গা বাজারের নতুন মুরগীর হাট এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও ১৩ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩
এদিকে শুক্রবার (২৬ মে) দুপুরে ওই দুই কারবারিকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
আটক দুই মাদক কারবারি হলেন- কুমিল্লা সদর দক্ষিণ থানার ধনপুর এলাকার মৃত ইয়াসিন মিয়ার ছেলে বাহার মিয়া (৫৫) ও একই জেলার চৌদ্দগ্রাম থানার কবরুয়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন সুফল (৩৪)।
আটকের সত্যতা নিশ্চিত করে র্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে, এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফরিদপুরের ভাঙ্গা বাজারের নতুন মুরগীর হাট এলাকায় মাদকের একটি বিশাল চালান প্রোবক্স প্রাইভেটকার করে বিক্রির জন্য নিয়ে আসছে।
তিনি বলেন, উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আমার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি বলেন, পরে তল্লাশি চালিয়ে আসামিদ্বয়ের কাছ থেকে ৫৩ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
এছাড়া এসময় একটি প্রোবক্স প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৭-৯৮৪১), তিনটি মোবাইল এবং তিনটি সিম জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটক হওয়া ওই দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহনে করে ফরিদপুর ও শরীয়তপুর এলাকায় বিক্রি করে আসছে।
আটকের পর তাদের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৩০ কেজি গাঁজা জব্দ, আটক ২
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১: র্যাব
৯২৪ দিন আগে
কুমিল্লায় গাঁজা-মদসহ ভারতীয় নাগরিক আটক
কুমিল্লার ১০১ কেজি গাঁজা এবং সাড়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে র্যাব।
রবিবার(৫ ফেব্রুয়ারি) রাতে জেলার কোতোয়ালি থানার শালধর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
র্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলো-ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া থানার কুলুবাড়ী গ্রামের ফারুক হোসেন ও মাসুম মিয়া এবং কুমিল্লা সদর উপজেলার চাঁদপুর গ্রামের গোলাম রাব্বি ইসলাম পাপ্পু।
মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আটকের ঘটনা স্বীকার করে মেজর সাকিব হোসেন জানান, মাদক উদ্ধার এবং তিনজন আটকের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: কুমিল্লায় বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ, আটক ৫
বাগেরহাটে ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন উদ্ধার, আটক ৪
১০৩৩ দিন আগে