দ্বিতীয় পর্ব শুরু
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার সকাল থেকে শুরু হচ্ছে বিশ্বের মুসলমানদের অন্যতম বৃহৎ জমায়েত তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
ধর্মীয় সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
ইজতেমায় বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি মুসল্লি ইতোমধ্যে ইজতেমায় জড়ো হয়েছেন।
শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়ে আগামী রবিবার (১১ ফেব্রুয়ারি) সমাপনী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
আরও পড়ুন: বেনাপোল দিয়ে ইজতেমার ভারতীয় মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছে
ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, সৌদি আরব, কুয়েত, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে পৌঁছেছেন।
এদিকে ইজতেমাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ওই এলাকায় সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা মোতায়েন থাকবেন।
গত ২ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয় ৪ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: ইজতেমা থেকে ফেরার পথে ট্রাক উল্টে নিহত বেড়ে ৩
৬৬৫ দিন আগে