ঘুমন্ত অবস্থা
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রিফাত (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরাইল গ্রামে শিশুটিকে সাপে কামড় দেয়। পরে স্বজনরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রিফাত ওই গ্রামের উকিল উদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, ‘এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।’
১৯২ দিন আগে
গোপালগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে নারীর মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঘুমিয়ে থাকা অবস্থায় বসত ঘরে আগুন লেগে স্বপ্না দাস নামে এক নারী পুড়ে মারা গেছেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ওড়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্বপ্না ওই গ্রামের রূপ দাসের স্ত্রী।
আরও পড়ুন: মিরপুরের ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে
কাশিয়ানী উপজেলার রামদিয়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে ঘরের দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলেন স্বপ্না।
ধরণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে ওই ঘরে। আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্বপ্না আর ঘর থেকে বের হতে পারেননি।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, স্বপ্নার মৃত্যু ছাড়াও এতে অন্তত প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় বাড়িতে ওই নারী ছাড়া আর কেউ ছিলেন না।
আরও পড়ুন: ডেমরায় সুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে
কুষ্টিয়ায় আগুনে পুড়ল রেস্তোরাঁ
৬৫১ দিন আগে