লাতিন আমেরিকান
ঢাকায় দুই দিনব্যাপী লাতিন আমেরিকান কার্নিভাল
রাজধানীতে শুরু হলো দুই দিনব্যাপী লাতিন আমেরিকান কার্নিভাল।
শুক্রবার (১ মার্চ) বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ফরেন সার্ভিস একাডেমিতে উৎসবের উদ্বোধন হয়।
অনুষ্ঠানের শুরুতেই আগের দিনে ঘটে যাওয়া বেইলি রোডের অগ্নিকাণ্ডে
নিহতেদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন সবাই।
উৎসবে থাকবে লাতিন আমেরিকার বিখ্যাত বিভিন্ন চলচ্চিত্র ও লাতিন আমেরিকা বিষয়ক বাংলা ও ইংরেজি বইয়ের প্রদর্শণী এবং সঙ্গে থাকছে লাতিন আমেরিকার দেশসমূহের সাংস্কৃতিক পরিবেশনা।
আরও পড়ুন: কাজী শুভর কণ্ঠে বাবুর শততম গান
উদ্বোধনী দিনে কামরুল ইসলাম নাদিমের পরিবেশনায় লাতিন আমেরিকার ঐতিহৗবাহী সংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আগত অতিথিরা।
দুই দিনব্যাপী এ উৎসবে ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কিউবা, উরুগুয়ে, পেরু, আর্জেন্টিনার চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হয় ব্রাজিলিয়ান সিনেমা কারানদিরু।
উৎসবের দ্বিতীয় দিন (২ মার্চ) দেখানো হবে চিলির মুভি মাচুচা, কলম্বিয়ার এল বিট, কিউবার মার্তি-দা আই অব দা ক্যানারি, উরুগুয়ের সোসাইটি অব দা স্নো।
এ ছাড়াও দেখানো হবে- পেরুর সিনেমা মার্গারিটা ও আর্জেন্টিনার সিনেমা দা সিক্রেট ইন দেয়ার আইস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থান করা লাতিন আমেরিকার বিভিন্ন কূটনীতিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাম্বাসেডর মাশফি বিনতে শামস, রেক্টর, ফরেন সাভিস একাডেমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাম্বাসেডর ড. মো. নজরুল ইসলাম, অতিরিক্তি সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেহেলী সাবরিন, মহাপরিচালক, জনকূটনীতি শাখা, পররাষ্ট্র মন্ত্রণালয়।
কার্নিভাল সম্পর্কে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জল বলেন, 'আমরা সারা বছরই বাংলাদেশ ও ভ্রমণ সম্পর্কিত কার্নিভাল, ফটোগ্রাফিসহ ও বইমেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি। পাশাপাশি প্রতি বছর আমরা বিভিন্ন দেশ ও মহাদেশের সংস্কৃতিকেও তুলে ধরি। এবার আমরা লাতিন আমেরিকাকে তুলে ধরেছি।
কার্নিভালের আয়োজন সহযোগিতায় রয়েছে- ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স, কিউবা দূতাবাস, ঢাকাস্থ পেরু, চিলি, উরুগুয়ে ও কলম্বিয়ার অনারারি কনসাল এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।
আরও পড়ুন: অ্যামাজন প্রাইমের পর এবার টফির পর্দায় আসছে ‘ওরা ৭ জন’
দর্শকদের সুরের মূর্ছনায় বুঁদ করতে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত
৬৪৪ দিন আগে