বিডিএস টিম
বিডিএস টিম ও স্থানীয় অংশীজনের সঙ্গে ভূমি সচিবের মত বিনিময়
ভূমি সচিব মো. খলিলুর রহমান বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) কর্মসূচিতে কর্মরত বাংলাদেশ ও কোরিয়ার কর্মকর্তা এবং বিডিএস অপারেশনের আওতাভুক্ত এলাকার অংশীজনের সঙ্গে মত বিনিময় করেন।
শনিবার (৯ মার্চ) মানিকগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে কর্মশালায় ভূমি সচিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত এই মত বিনিময় করেন।
আরও পড়ুন: জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক দমনে সক্রিয় ভূমিকা রাখতে হবে: পুলিশকে প্রধানমন্ত্রী
শনিবার কর্মশালায় বিডিএস অপারেশন পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া জরিপ এলাকার ভূমি মালিকরা কীভাবে বিডিএসের সর্বোচ্চ সুবিধা পেতে পারেন তা নিয়েও আলোচনা করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের বাংলাদেশ ডিজিটাল জরিপের (বিডিএস) কার্যক্রমের ইডিএলএমএস প্রকল্প (এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প) ‘মানিকগঞ্জ পৌর এলাকায় ডিজিটাল ভূমি জরিপবিষয়ক কর্মশালা’ আয়োজন করে।
মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ এবং মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী।
ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলর, মাঠ পর্যায়ে কর্মরত সহকারী কমিশনার (ভূমি), উপজেলার ম্যানেজমেন্ট সার্ভেয়ার ও উপজেলা সেটেলমেন্ট সার্ভেয়ার, সাংবাদিক, উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পরিবেশ ও জলবায়ু নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভূমি মন্ত্রণালয় কাজ করছে: ভূমিমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
৬৩৬ দিন আগে