কুমিল্লায় মহাসড়ক
কুমিল্লায় মহাসড়কে কুয়াশায় ৮ গাড়ির সংঘর্ষে আহত ১৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ আটটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে জিংলাতলীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। আমিরাবাদে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত এখন টিভির সাংবাদিক মাসুমা মারা গেছেন
স্থানীয় বাসিন্দা ইসহাক চৌধুরী বলেন, মঙ্গলবার ভোরে মহাসড়কে কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিলো না। যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসগুলো একটার সঙ্গে আরেকটার ধাক্কা লেগে ১৫ জন আহত হন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ র্যাকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার জানান, সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। উদ্ধার কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে।
২৯০ দিন আগে
কুমিল্লায় মহাসড়কের পাশে মুখে স্কচটেপ পেঁচানো লাশ উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় মুখে স্কচটেপ পেঁচানো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ মার্চ) উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা (বেতিয়ারা) এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, বুধবার সকাল ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পাশে মুখে স্কচটেপ পেঁচানো লাশ পড়ে থাকতে দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে পাওয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। লোকটির পরনে পায়জামা ও পাঞ্জাবি ছিল।
তিনি বলেন, স্থানীয়দের খবরে লাশ উদ্ধার করি। মুখে স্কচটেপ লাগানো দেখে ধারণা করছি তাকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলা হয়েছে। লাশটি একজন মধ্য বয়সী পুরুষের। তার হাটুতে রক্তের দাগ আছে। এখনও পরিচয় শনাক্ত না হলেও আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো প্রস্তুতি নিচ্ছি।
পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এছাড়াও এই ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে মাদরাসার মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
বরিশালে চাকরি না পাওয়ায় হতাশা, প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার
৬২৫ দিন আগে