ওভারটেক
ওভারটেক করতে গিয়ে বাস খাদে, ২০ যাত্রী আহত
ফরিদপুরের ভাঙ্গায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। এ সময় বাসের মধ্যে ৪০-৫০ জন যাত্রী ছিলেন।
মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে।
আহতরা হলেন—পটুয়াখালীর আব্দুর রশিদের ছেলে মো. সজিব (২৫), আমতলী বরগুনার পূর্বটিলা গ্রামের মো. রনির স্ত্রী সুইটি বেগম (২১), ভোলার কালপুরা থানার আটুয়া গ্রামের আলকাজ কাজীর ছেলে মিরাজ কাজী (৩২), গোপালগঞ্জ কাশিয়ানী চরঘাট গ্রামের মোশাররফ।
আরও পড়ুন: চাঁপাইয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, আহত মা
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, ‘ইকরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ৪০-৪৫ জন যাত্রীর মধ্যে ২০-২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’
আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি।
এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শেষ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
১৯৮ দিন আগে
ওভারটেক করতে গিয়ে ট্রাক্টরের নিচে মোটরসাইকেল, আরোহী নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সুরুজ আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুরুজ আলী (২২)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া এলাকার শফিকু্ল ইসলামের ছেলে। তিনি কু্ষ্টিয়া শহরের একটি ফার্মেসীতে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: টঙ্গীতে হাত-পা বাঁধা প্রতিবন্ধী সরকারি কর্মচারীর লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, কুমারখালী থেকে মোটরসাইকেল করে সুরুজ কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে সুরুজ ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সুরুজ ছিটকে ট্রাক্টরের নিচে পড়েন। এ সময় ট্রাক্টরের চাকা তার বুকের ওপর উঠে যায় এবং ঘটনাস্থলেই মারা যান সুরুজ।
কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার বলেন, ‘ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা। মোটরসাইকেল ও ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
১৯৯ দিন আগে
বরিশালে ওভারটেক করার সময় গাছে বাসের ধাক্কা, নিহত ১
বরিশালে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় ৮ যাত্রী গুরুতর আহত হন। তাদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকায় এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা।
দুর্ঘটনার সময় বাসের ছাদ উড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন: মাগুরায় ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী-ছেলে আহত
আহতরা হলেন- পিরোজপুরের স্বরূপকাঠি এলাকার বাসিন্দা সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন, একই জেলার আব্দুল আউয়াল, উজিরপুর উপজেলার বাসিন্দা ও ঢাকা মহানগর পুলিশের নারী কনস্টেবল উজিরপুর উপজেলার বাসিন্দা নিপা আক্তার, একই উপজেলার অনিমেষ, দশমিনা উপজেলার বাবলু হোসেন, আমতলী উপজেলার মশিউর রহমান, শরিয়তপুরের ঘোষাইরহাট এলাকার বাসিন্দা, বরিশালের অপসোনিন কোম্পানির কর্মকর্তা নাসির উদ্দীন, একই কোম্পানির কর্মকর্তা ও ঝালকাঠির বাসিন্দা মশিউর রহমান।
আরও পড়ুন: জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় পথচারী নিহত
ওসি গোলাম রসুল মোল্লা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারপর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত ৮ জনকেই বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহতের নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানান, তাদের বহনকরী হানিফ পরিবহনের বাসটি আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তের মধ্যে বাসের ছাদ উড়ে যায়। এ সময় ঘটনাস্থলে এক ব্যক্তির মৃত্যু হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, ঘটনাস্থলে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি আহতদের প্রথমে গৌরনদী ও পরে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু
৬২৩ দিন আগে